settings icon
share icon

যীশু খ্রীষ্ট সম্পর্কে প্রশ্নগুলো

যীশু খ্রীষ্ট কে?

যীশু কি ঈশ্বর? যীশু কি নিজেকে কখনও ঈশ্বর বলে দাবী করেছেন?

বাইবেল অনুসারে খ্রীষ্টের ঈশ্বরত্ব কি ঠিক?

সত্যি কি যীশুর অস্তিত্ব ছিল? যীশু খ্রীষ্ট সম্বন্ধে কোন ঐতিহাসিক প্রমাণ আছে কি?

যীশু ঈশ্বরের পুত্র, এই কথার মানে কি?

যীশু খ্রীষ্টের পুনরুত্থান কি সত্য?

কুমারীর গর্ভে জন্ম কেন এত গুরুত্বপূর্ণ?

যীশু কি শুক্রবার দিন ক্রুশারোপিত হয়েছেন?

যীশু কি তাঁর মৃত্যু ও পুনরুত্থানের মাঝখানে নরকে গিয়েছেন?

যীশু তাঁর মৃত্যু ও পুনরুত্থানের মাঝের তিনটি দিন কোথায় ছিলেন?

কেন যীশুকে এত বেশি দুঃখভোগের অভিজ্ঞতা লাভ করতে হল?

তাত্ত্বিক মিলন কি? একই সময়ে যীশু কিভাবে ঈশ্বর এবং মানব উভয় হতে পারেন?

মথি এবং লুকে যীশুর বংশতালিকার মধ্যে এত পার্থক্য কেন?

যীশু কি পাপ করে থাকতে পারেন? যদি তিনি পাপ করতে সক্ষম না হন, তবে তিনি কিভাবে সত্যই আমাদের দুর্বলতার প্রতি সহানুভূতি জানাতে সক্ষম হতেন? (ইব্রীয় 4:15)? যদি তিনি পাপ না করে থাকতে পারতেন তবে প্রলোভনের বিন্দু কি ছিল?

যীশু খ্রীষ্ট কি বিবাহিত ছিলেন?

যীশু যদি ঈশ্বর হন, তবে কিভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন? যীশু কি নিজের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন?

যীশুর কি ভাই এবং বোন ছিল ( একই পিতা বা মাতার সন্তান)?

পুরনো নিয়মে কোথায় ভাববাদীরা যীশুর আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছেন?

যীশু ঈশ্বরের মেষ শাবক বলতে কি বোঝায়?

এর অর্থ কি যে যীশু মনুষ্য পুত্র?

যখন তিনি করলেন তো ঈশ্বর যীশুকে কেন পাঠালেন? আগে কেন নয়? পরে কেন নয়?

খ্রীষ্টের পুনরুত্থানে কেন আমার বিশ্বাস করা উচিত?

খ্রীষ্টের রক্তের অর্থ কি

এটির অর্থ কি যে, যীশু হলেন ঈশ্বরের একজাত পুত্র?

যীশু খ্রীষ্টের স্বর্গারোহণের অর্থ ও এর গুরুত্ব কি?

যীশু কি যিহূদী ছিলেন?

যীশুর শিশুকালে কি ঘটেছিল?

খ্রীষ্টের ভালবাসা কি?

যীশু যখন বলেছিলেন, আমিই তখন তিনি এর দ্বারা কি বুঝাতে চেয়েছিলেন?

যীশু কি কখনও রাগান্বিত বা ক্রুদ্ধ হয়েছিলেন?

প্রভু যীশু খ্রীষ্টের বিভিন্ন নাম ও উপাধিগুলো কী কী?

যীশু হলেন দায়ূদ-সন্তান- এ কথার অর্থ কি?

যীশু কেন দৃষ্টান্ত কথায় শিক্ষা দিতেন?

‘‘যিশাইয় ৫৩ অধ্যায়ে কী ‘দুঃখ-ভোগকারী দাস’ হিসেবে যীশুকে বোঝানো হয়েছে?’’

এই কথার অর্থ কি যে, যীশু আমাদের মহাযাজক?

ক্রুশের উপর বলা খ্রীষ্টের শেষ সাতটি বাণী কি ছিল, এবং সেগুলোর অর্থ কি?

ক্রুশারোপিত হওয়ার পূর্বে যীশু কিরূপ বিচারের সম্মুখীন হয়েছিলেন?

ক্রুশের পথগুলো কী কী এবং আমরা এই পথ থেকে কী শিখতে পারি?

তারা যখন এই কথা ঘোষণা করে যে, যীশুই হলেন ঈশ্বরের বাক্য, তখন যোহন ১:১ ও ১৪ পদ দ্বারা কি বুঝা যায়?

ঐতিহাসিকভাবে সত্য প্রভু যীশু খ্রীষ্টের পরিচয় কী?

নিজেকে শূন্য করার মানে কী? প্রভু যীশু নিজেকে শূন্য করলেন -একথার প্রকৃত অর্থ কী?

যীশু দেখতে কেমন ছিলেন?

কেন শয়তান যীশুকে পাপ করাতে প্রলোভিত করার বা পরীক্ষায় ফেলার চেষ্টা করেছিল?

প্রভু যীশু খ্রীষ্ট কীভাবে অনন্য বা অতুলনীয়?

‘‘প্রভু যীশু কি প্রচলিত পুরাণ কাহিনীর কোন চরিত্র? তিনি কি পুরানো ধর্মগুলোতে উল্লিখিত পৌত্তলিক দেবতাদের কোন একজন?’’

রূপান্তরের অর্থ ও এর গুরুত্ব কি ছিল?



বাংলা হোম পেজে ফিরে যান

যীশু খ্রীষ্ট সম্পর্কে প্রশ্নগুলো
© Copyright Got Questions Ministries