settings icon
share icon
প্রশ্ন

ঈশ্বর যদি জানতেন যে, শয়তান বিদ্রোহ করবে, তাহলে কেন তিনি তাকে সৃষ্টি করলেন?

উত্তর


এটি হলো দু’টি অংশ সম্বলিত একটি প্রশ্ন। প্রথম অংশটি হলো- “ঈশ্বর শয়তানের বিদ্রোহ করার বিষয়টি কি জানতেন?” আমরা পবিত্র শাস্ত্র হতে জানতে পারি যে, ঈশ্বর সর্বজ্ঞ, এটির আক্ষরিক অর্থ হলো- যিনি “সবকিছু জানেন”। ইয়োব ৩৭:১৬; গীতসংহিতা ১৩৯:২-৪; ১৪৭:৫; হিতোপদেশ ৫:২১; যিশাইয় ৪৬:৯-১০; ১যোহন ৩:১৯-২০ অনুসারে এখানে সন্দেহের কোন অবকাশ নেই যে, ঈশ্বরের জ্ঞান হলো অপরিসীম, আর তাই তিনি অতীতে যা ঘটেছিল, এখন যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তার সব কিছুই জানেন।

এই পদগুলোতে বর্ণিত চূড়ান্ত বা অতীত গুরুত্বপূর্ণ অংশগুলোর প্রতি লক্ষ্য করলে যা আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলো হলো, “জ্ঞানে পরিপক্ক বা পরিপূর্ণ”; “তাঁর বোধগম্যতার কোন পরিসীমা নেই”; “তিনি সব কিছু জানেন”- এটি সুস্পষ্ট যে, ঈশ্বরের জ্ঞান আমাদের নিজেদের জ্ঞানের তুলনায় কেবলমাত্র বিশালই নয়, কিন্তু তা অপরিসীমভাবেই সুবিশাল। তিনি সব কিছু পরিপূর্ণভাবে জানেন। আর যদি ঈশ্বরের জ্ঞান নিখুঁত না হয়, তাহলে তাঁর প্রকৃতি বা স্বভাবে কিছু অসংগতি রয়েছে। ঈশ্বরের প্রকৃতি বা বৈশিষ্ট্যে কোনরূপ অসংগতি বা ক্রুটি থাকার অর্থ হলো তিনি ঈশ্বর হতে পারেন না, ঈশ্বরের নির্যাস বা উৎকর্ষতা যা দাবী করে তা হলো তাঁর সমস্ত গুণের মধ্যে নিখুঁতভাব বজায় থাকা। অতএব, প্রথম প্রশ্নটির উত্তর হলো, “হ্যাঁ, ঈশ্বর জানতেন যে, শয়তান বিদ্রোহ বা তাঁর বিরুদ্ধাচরণ করবে।”

প্রশ্নটির দ্বিতীয় অংশের দিকে ঘুরে দেখি যেখানে বলা হচ্ছে, “শয়তান যে তাঁর বিরুদ্ধাচরণ করতে যাচ্ছে এটি জানা সত্ত্বেও কেন ঈশ্বর শয়তানকে সৃষ্টি করলেন?” এই প্রশ্নটি হলো একটি ছোট কৌশল, কারণ আমরা “কেন” এই প্রশ্নটি জিজ্ঞাসা করছি বটে, কিন্তু পবিত্র বাইবেল সাধারণতঃ প্রশ্নের ব্যাপক উত্তর প্রদান করে না। তা সত্ত্বেও, আমাদের সীমিত পরিসরে হলেও এটি বুঝবার জন্য সক্ষম হয়ে উঠা উচিত। আমরা ইতিমধ্যে দেখেছি যে, ঈশ্বর সর্বজ্ঞ। কাজেই, যদি ঈশ্বর জানতেন যে, শয়তান বিদ্রোহ করবে ও তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হবে, তবু কেন তিনি তাকে সৃষ্টি করলেন, এটি অবশ্যই এই বিষয়টি নির্দেশ করে যে, শুরু থেকেই শয়তানের পতিত হওয়ার ঘটনাটি ঈশ্বরের পরিকল্পনার একটি অংশরূপে ছিল। আমরা এখন পর্যন্ত যা কিছু দেখেছি, সেখানে অন্য কোন উত্তর নতুন কোন অর্থ দাঁড় করাতে পারে না।

প্রথমত, আমাদের বুঝা উচিত যে, শয়তান বিদ্রোহ করবে এমনটি জানা, আর শয়তানের বিদ্রোহ এই দু’টিকে এক ভাবার কোনই অবকাশ নেই। স্বর্গদূত লুসিফারের স্বাধীন ইচ্ছা ছিল এবং সে তার নিজের পছন্দ নিজেই করতো। ঈশ্বর কখনই লুসিফারকে দিয়াবল হিসেবে সৃষ্টি করেননি; তিনি তাকে উত্তমরূপে সৃষ্টি করেছিলেন (আদিপুস্তক ১:৩১ পদ)।

কেন ঈশ্বর শয়তানের বিদ্রোহ সম্পর্কে জানা সত্ত্বেও তাকে সৃষ্টি করলেন-এই বিষয়টি বুঝতে চেষ্টা করার ক্ষেত্রে আমাদের নিচে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে দেখা উচিতঃ

১) পতিত হবার পূর্বে লুসিফারের একটি উত্তম ও নির্ভুল উদ্দেশ্য ছিল। লুসিফারের বিদ্রোহ উত্তম কিছু থেকে মন্দ বা খারাপ কিছুতে যাওয়ার ক্ষেত্রে ঈশ্বরের প্রকৃত বা মূল উদ্দেশ্য’র কোন পরিবর্তন ঘটে না।

২) এমনকি শয়তানের পতিত অবস্থায়ও ঈশ্বরের সার্বভৌমত্ব সেখানে বিস্তৃত হয়। শয়তানের মন্দ বা খারাপ কাজকে চূড়ান্তভাবে ঈশ্বরের পবিত্র পরিকল্পনায় নিয়ে আসার সক্ষমতা তাঁর রয়েছে (১তীমথিয় ১:২০ ও ১করিন্থীয় ৫:৫ পদ লক্ষ্য করুন)।

৩) পরিত্রাণ সংক্রান্ত ঈশ্বরের পরিকল্পনা জগৎপত্তনের পূর্বেই স্থির করা হয়েছিল (প্রকাশিত বাক্য ১৩:৮ পদ); পরিত্রাণ বা উদ্ধার কোন কিছু থেকে মুক্ত হওয়া বা উদ্ধার পাওয়ার বিষয়টি দাবী করে, আর সেজন্যই ঈশ্বর শয়তানের বিদ্রোহ ও পাপের বিস্তারকে অনুমোদন করেন।

৪) যে কষ্ট বা ভোগান্তি শয়তান এই পৃথিবীতে বয়ে নিয়ে এসেছে প্রকৃতপক্ষে সে কারণেই যীশু মানবরূপ ধারণ করে সমস্ত মানবজাতির জন্য একজন পরিপূর্ণ ও নিখুঁত বা যথাযথ পরিত্রাণকর্তা হিসেবে নিজেকে দাঁড় করালেনঃ “কেননা যাঁহার কারণ সকলই ও যাঁহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাঁহার উপযুক্ত ছিল যে, তিনি অনেক পুত্রকে প্রতাপে আননয় সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন” (ইব্রীয় ২:১০ পদ)।

৫) একেবারে আদি বা শুরু থেকেই, খ্রীষ্টেতে ঈশ্বরের পরিকল্পনা শয়তানের ধ্বংসাত্মক কাজকে অন্তর্ভুক্ত করেছিল (১যোহন ৩:৮ পদ লক্ষ্য করুন)।

চূড়ান্তভাবে, আমরা নিশ্চয়তার জন্য জানতে পারি না যে, শয়তান বিদ্রোহ করবে জানা সত্ত্বেও ঈশ্বর কেন তাকে সৃষ্টি করলেন। অনুমান করতে এটি হলো একটি লোভনীয় বিষয় যে, শয়তানকে যদি সৃষ্টি করা না হতো তাহলে ঐ জিনিসগুলো “আরও ভাল বা উত্তম” হতে পারতো, কিংবা এটি ঘোষণা করতে যে, ঈশ্বরের পৃথকভাবে কাজ সম্পাদন করা উচিত ছিল। কিন্তু এরূপ অনুমান ও ঘোষণাগুলো হলো অপরিমাণদর্শী বা বোকামীপূর্ণ। প্রকৃতপক্ষে, এটি দাবী করতে যে, দিয়াবল নিজেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থাপন করতে পাপের বিস্তার ঘটিয়ে পৃথিবীকে কিভাবে পরিচালনা করছে সে বিষয়টি আমরা ঈশ্বরের তুলনায় অনেক ভালভাবে জানি (যিশাইয় ১৪:১৩-১৪ পদ)।

English


বাংলা হোম পেজে ফিরে যান

ঈশ্বর যদি জানতেন যে, শয়তান বিদ্রোহ করবে, তাহলে কেন তিনি তাকে সৃষ্টি করলেন?
© Copyright Got Questions Ministries