প্রশ্ন
উদ্বেগ সম্বন্ধে বাইবেল কি বলে?
উত্তর
বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে খ্রীষ্টিয়ানদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় I ফিলিপীয় 4:6 এর মধ্যে, আমাদের আদেশ দেওয়া হয়, “উদ্বিগ্ন হয়ো না [ভাবিত হয়ো না] কোনো বিষয়ে, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর I” এই শাস্ত্রলিপির মধ্যে, আমরা শিখি যে আমাদের সকল প্রয়োজন এবং উদ্বেগগুলিকে তাদের সম্বন্ধে চিন্তা করার বদলে প্রার্থনায় ঈশ্বরের কাছে নিয়ে আসা উচিত I যীশু আমাদের শারীরিক চাহিদা যেমন পোশাক এবং খাদ্যের বিষয়ে দুশ্চিন্তা এড়াতে উৎসাহিত করেন I যীশু আমাদের আশ্বাস দেন যে আমাদের স্বর্গীয় পিতা আমাদের সমস্ত প্রয়োজনের যত্ন নেবেন (মথি 6:25-34) I অতএব আমাদের কোনো বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই I
যেহেতু উদ্বিগ্ন হওয়া কোনো বিশ্বাসীর জীবনের অংশ হওয়া উচিত নয়, সুতরাং কিভাবে একজন উদ্বেগ কাটিয়ে উঠতে পারে? 1 পিতর 5:7 এর মধ্যে, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে “তোমাদের সমস্ত উদ্বেগ তাঁর উপরে চাপাও, কারণ তিনি তোমাদের যত্ন নেন I” ঈশ্বর চান না আমরা সমস্যা ও বোঝার ভার বহন করি I এই শাস্ত্রলিপিতে ঈশ্বর আমাদের সমস্ত উদ্বেগ এবং চিন্তা তাঁকে দিতে বলছেন I ঈশ্বর কেন আমাদের সমস্যাগুলি নিতে চান? বাইবেল এটি বলে কারণ তিনি আমাদের প্রতি যত্নশীল I ঈশ্বর আমাদের সাথে ঘটা সমস্ত বিষয় নিয়ে চিন্তিত হন I তাঁর মনোযোগের জন্য কোনও উদ্বেগ খুব বড় বা খুব ছোটো নয় I আমরা যখন ঈশ্বরকে আমরা আমাদের সমস্যাগুলি প্রদান করি, তখন তিনি আমাদের এমন শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন যা সমস্ত উপলব্ধিকে ছাড়িয়ে যায় (ফিলিপীয় 4:7) I
অবশ্যই, তাদের জন্য যারা ত্রাণকর্তাকে জানেন না, উদ্বিগ্ন এবং দুশ্চিন্তা জীবনের অংশ হয়ে উঠবে I কিন্তু যারা তাঁর জন্য জীবন দিয়েছেন, তাদেরকে যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন, “তোমরা যারা ক্লান্ত ও ভারাক্রান্ত, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব I তোমরা আমার জোঁয়াল তোমাদের উপরে নাও এবং আমার থেকে শেখো, কারণ আমি হৃদয়ে মৃদু এবং নম্র, এবং তোমরা তোমাদের প্রাণের বিশ্রাম পাবে I কারণ আমার জোঁয়াল সহজ এবং হালকা” (মথি 11:28-30) I
English
উদ্বেগ সম্বন্ধে বাইবেল কি বলে?