settings icon
share icon
প্রশ্ন

১থিষলনীকীয় পুস্তক

উত্তর


মূল বাক্যাংশ: ১থিষলনীকীয় পুস্তক

মূল বাক্যাংশের ব্যাখ্যাঃ আপনি কি ১থিষলনীকীয় পুস্তকটির সারসংক্ষেপ করতে পারেন? ১থিষলনীকীয় পুস্তকটির সব কিছু কি সম্পর্কে লিখিত?

লেখকঃ ১থিষলনীকীয় ১:১ পদ ইঙ্গিত করে যে, ১থিষলনীকীয় পুস্তকটি পৌল সম্ভবতঃ সীল ও তীমথিকে সাথে নিয়ে লিখেছিলেন।

লেখার সময়কালঃ ১থিষলনীকীয় পুস্তকটি আনুমানিক ৫০ খ্রীষ্টাব্দে লেখা হয়েছিল।

লেখার উদ্দেশ্যঃ থিষলনীকী মণ্ডলীতে খ্রীষ্টের প্রত্যাবর্তন সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি ছিল। পৌল তার চিঠিতে তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চেয়েছিলেন। তিনি এটিকে পবিত্র জীবন যাপনের নির্দেশনা হিসেবেও লিখেছিলেন।

মূল বা প্রধান পদসমূহঃ ১থিষলনীকীয় ৩:৫ পদ, “এই জন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উঁহাকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম, পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে।”

১থিষলনীকীয় ৩:৭ পদ, “এই জন্য, হে ভ্রাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সঙ্কটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম।”

১থিষলনীকীয় ৪:১৪-১৭ পদ, “কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।”

১থিষলনীকীয় ৫:১৬-১৮ পদ, “সতত আনন্দ কর; অবিরত প্রার্থনা কর; সর্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা।”

সারসংক্ষেপঃ প্রথম তিনটি অধ্যায় হল থিষলনীকীর মণ্ডলী পরিদর্শন করার জন্য আকুল আকাঙ্ক্ষা সম্পর্কে, কিন্তু শয়তান তাদের বাধা দিয়েছিল (১থিষলনীকীয় ২:১৮ পদ), এবং পৌল তাদের কীভাবে যত্ন করেছিলেন এবং তারা কেমন ছিল তা শুনতে উৎসাহী ছিলেন। পৌল তখন তাদের জন্য প্রার্থনা করেন (১থিষলনীকীয় ৩:১১-১৩ পদ)। ৪ অধ্যায়ে পৌল থিষলনীকীর বিশ্বাসীদের নির্দেশ দিচ্ছেন কীভাবে খ্রীষ্ট যীশুতে একটি পবিত্র জীবনযাপন করতে হয় (১থিষলনীকীয় ৪:১-১২ পদ)। পৌল তাদের একটি ভুল ধারণার বিষয়ে নির্দেশ দেন। তিনি তাদের বলেন যে, যারা খ্রীষ্ট যীশুতে মারা গেছেন তারাও স্বর্গে যাবেন যখন তিনি ফিরে আসবেন (১থিষলনীকীয় ৪:১৩-১৮, ৫:১-১১ পদ)। খ্রীষ্টিয়ান জীবনযাপনের নির্দেশনা দিয়ে পুস্তকটি শেষ হয়।

যোগসূত্রঃ পৌল থিষলনীকীয়দের মনে করিয়ে দেন যে, তারা তাদের “নিজস্ব দেশের লোক” (২:১৫ পদ) থেকে তাড়না পেয়েছিলেন, যিহূদীরা যারা তাদের মশীহকে প্রত্যাখ্যান করেছিল, পুরাতন নিয়মের ভাববাদীরাও একই রকম তাড়না ভোগ করেছিল (যিরমিয় ২:৩০; মথি ২৩:৩১ পদ)। যীশু সতর্ক করেছিলেন যে, ঈশ্বরের সত্য ভাববাদীরা সর্বদা অধার্মিকতার দ্বারা বিরোধিতার মুখোমুখি হবেন (লূক ১১:৪৯ পদ)। কলসীয়তে পৌল তাদের সেই সত্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন।

বাস্তব বা কার্যকরী প্রয়োগঃ এই পুস্তকটি জীবনের অনেক পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে। খ্রীষ্টিয়ান হিসেবে এটি আমাদের আত্মাবিশ্বাস দেয় যে, যখন খ্রীষ্ট ফিরে আসবেন তখন আমরা তাঁর সাথে একত্রে থাকব (১থিষলনীকীয় ৪:১৩-১৮ পদ)। খ্রীষ্টিয়ান হিসেবে এটি আমাদের আশ্বস্ত করে যে, আমরা ঈশ্বরের ক্রোধের সম্মুখিন হব না (১থিষলনীকীয় ৫:৮-৯ পদ)। এটি আমাদের এই নির্দেশনা প্রদান করে যে, খ্রীষ্টকে সাথে নিয়ে কিভাবে প্রতিদিন খ্রীষ্টিয়ান জীবন পরিচালনা করতে হয় (১থিষলনীকীয় ৪-৫ পদ)।

English



বাংলা হোম পেজে ফিরে যান

১থিষলনীকীয় পুস্তক
© Copyright Got Questions Ministries