settings icon
share icon
প্রশ্ন

আপনি কি ওবদিয় পুস্তকটির সারসংক্ষেপ করতে পারেন? ওবদিয় পুস্তকের সমস্ত বিষয় কি সম্পর্কে লেখা হয়েছে?

উত্তর


লেখকঃ ওবদিয় পুস্তকের ১ পদটি সুস্পষ্টভাবে উল্লেখ করে যে, ভাববাদী ওবদিয়ই হলেন এই পুস্তকটির লেখক।

লেখার সময়কালঃ ওবদিয় পুস্তকটি সম্ভবতঃ খ্রীষ্টপূর্ব ৮৪৮-৮৪০ অব্দের মধ্যে লেখা হয়েছে।

লেখার উদ্দেশ্যঃ পুরাতন নিয়মের সবচেয়ে ছোট পুস্তক হলো ওবদিয় ভাববাদীর পুস্তকটি যেখানে মাত্র ২১ টি পদ রয়েছে। ওবদিয় হলেন ঈশ্বরের একজন ভাববাদী যিনি ইদোম কর্তৃক ঈশ্বর ও ইস্রায়েল জাতির বিরুদ্ধে করা যাবতীয় পাপের কারণে তাদেরকে দোষী করতে এই সুযোগটি ব্যবহার করেন। ইদোমীয়রা হচ্ছে এষৌর বংশধর, আর ইস্রায়েলীয়রা হচ্ছে তার জমজ ভাই যাকোরের বংশধর। তাদের দুই ভাইয়ের মধ্যকার কলহ তাদের পরবর্তী বংশধরদের মাঝে ১,০০০ বছরেরও বেশী সময় ধরে প্রভাব বিস্তার করে ছিল। তাদের মধ্যকার এই বিভেদের কারণেই ইস্রায়েল জাতি যখন মিশর থেকে যাত্রা করেছিল তখন ইদোমীয়রা ইস্রায়েলীয়দেরকে তাদের দেশ অতিক্রম করতে নিষেধ করেছিল। ইদোমের এই ঔদ্ধতপূর্ণ আচরণ বা পাপের কারণেই তাদের প্রতি সদাপ্রভুর কাছ থেকে শক্ত বা কঠিন সব বাক্য উপস্থিত হয়েছিল।

প্রধান পদসমূহঃ ওবদিয় ৪ পদ, “তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্ছে আরোহণ কর, যদিও তারকাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন।”

ওবদিয় ১২ পদ, “তুমি তোমার ভ্রাতার দিনে, তাহার বিষম দুর্দশার দিনে, তাহার দিকে দৃষ্টি করিও না; যিহূদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না, এবং সঙ্কটের দিনে দর্পকথা বলিও না।”

ওবদিয় ১৫ পদ, “কেননা সর্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট; তুমি যেরূপ করিয়াছ, তোমার প্রতিও সেইরূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে।”

সারসংক্ষপঃ ওবদিয়’র বাণীই হলো চূড়ান্ত ও তা নিশ্চিতঃ ইদোম রাজ্য সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। ইদোম ছিল অহংকারী এবং ইস্রায়েলীয়দের সমস্ত দুর্ভাগ্যের প্রতি লোলূপ-দৃষ্টিপাতকারী, আর ইস্রায়েলীয়েরা যখন শত্রু দ্বারা আক্রান্ত হয়ে তাদের সাহায্য চাইতো তখন তারা ইস্রায়েলীয়দের সাহায্য করার বিষয়টি প্রত্যাখ্যান করা সহ তাদের পক্ষে নয়, কিন্তু তাদের বিপক্ষে তারা যুদ্ধ করার বিষয়টি বেছে নিতো। তাদের এই অহংকারজনিত পাপ বেশী দিন সহ্য করা হয় নি। পুস্তকটির সমাপ্তি টানা হয়েছে ঈশ্বরের লোকদের প্রতি তাঁর প্রতিজ্ঞার পরিপূর্ণতা ও সিয়োন হতে আগত উদ্ধার কাজের মধ্য দিয়ে যখন তারা তাদের নিজ ভূমিতে পুনঃস্থাপিত হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের শাসন করবেন।

পূর্বাভাসঃ ওবদিয় পুস্তকের ২১ পদটি খ্রীষ্ট ও তাঁর মন্ডলী সংক্রান্ত পূর্ব ইঙ্গিত পরিলক্ষিত হয়। এখানে লেখা আছে, “আর এষৌর পর্বতের বিচার করণার্থে বিচারকর্তৃগণ সিয়োন পর্বতে উঠিবে; এবং রাজ্য সদাপ্রভুর হইবে।” এই সব “মুক্তিকর্তারা” (কোন কোন সংস্করণে এটিকে “উদ্ধারকর্তা” বলা হয়েছে) হলেন খ্রীষ্টের প্রেরিতবর্গ, বাক্যের পরিচর্যাকারীবৃন্দ ও বিশেষভাবে পরবর্তী দিনগুলোতে সুসমাচার প্রচারকারীগণ। তাদের “মুক্তিকর্তা” বলা হয়েছে এই কারণে নয় যে, তারা পরিত্রাণ দান করেন, কিন্তু তারা যেহেতু খ্রীষ্টের সুসমাচারের মধ্য দিয়ে পরিত্রাণ বা মুক্তির বাণী প্রচার করেন এবং সেই সঙ্গে পরিত্রাণ বা মুক্তি পাবার পথ বা উপায়ের কথা বলেন সেই কারণে। তারা এবং সেই সঙ্গে তাদের প্রচারিত মুক্তির বাণী হলো একটি পন্থা বা উপায় যার মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে পরিত্রাণের সুখবর প্রচারিত হয়। খ্রীষ্টই হলেন একমাত্র পরিত্রাণকর্তা যিনি একাকী এই পরিত্রাণ ক্রয় করতে এসেছেন, আর তিনিই হলেন এটির স্বত্ত্বাধিকারী, সময় যত ঘনিয়ে আসেছ ততই এই পরিত্রাণনির্ভর সুসমাচার প্রচার করার জন্য এরূপ মুক্তিকর্তা ও উদ্ধারকর্তাদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাবে।

বাস্তব বা কার্যকরী প্রয়োগঃ আমরা যদি সত্যে তাঁর সঙ্গে সঙ্গে থাকি তাহলে ঈশ্বর আমাদের পক্ষে সব কিছুকে জয় করবেন। হতভাগা ইদোমের মতো নয়, কিন্তু অন্যদের বিপদের সময় আমাদের অবশ্যই তাদের সাহায্য করার ব্যাপারে ইচ্ছুক হতে হবে। গর্ব বা অহংকার হলো পাপ। আমাদের কাছে খ্রীষ্ট ও তিনি আমাদের জন্য যা যা করেছেন সেগুলো ব্যতীত গর্ব বা অহংকার করার মতো আর অন্য কিছু থাকতে পারে না।

English



বাংলা হোম পেজে ফিরে যান

আপনি কি ওবদিয় পুস্তকটির সারসংক্ষেপ করতে পারেন? ওবদিয় পুস্তকের সমস্ত বিষয় কি সম্পর্কে লেখা হয়েছে?
© Copyright Got Questions Ministries