প্রশ্ন
পরিত্রাণ কি? পরিত্রাণ সম্বন্ধে খ্রীষ্টিয় মতবাদ কি?
উত্তর
পরিত্রাণ হ’ল বিপদ বা কষ্ট থেকে মুক্তি I রক্ষা করা হ’ল মুক্তি বা সুরক্ষা প্রদান I শব্দটি বিজয়, স্বাস্থ্য, বা সংরক্ষণের ধারণাটি বহন করে I মাঝে মাঝে, বাইবেল পৌলের অস্থায়ী শারীরিক মুক্তির মতন বোঝাতে রক্ষা বা পরিত্রাণ শব্দগুলি ব্যবহার করে (ফিলিপীয় 1:19) I
প্রায়শই “পরিত্রাণ” শব্দটি অনন্তকালীন, আধ্যাত্মিক উদ্ধার সম্পর্কিত I পৌল যখন কারাদ্ধক্ষ্যকে বলেন রক্ষা পেতে হলে তার অবশ্যই কি করা দরকার, তখন তিনি কারাদ্ধক্ষ্যের অনন্তকালীন নিয়তির কথা উল্লেখ করছিলেন (প্রেরিত 16:30-31) I যীশু ঈশ্বরের রাজ্যে প্রবেশের সাথে রক্ষা পাওয়ার সমীকরণ করলেন (মথি 19:24-25) I
আমরা কিসের থেকে রক্ষা পাই? পরিত্রাণের খ্রীষ্টীয় মতবাদে, আমরা “ক্রোধ” থেকে, অর্থাৎ, পাপ সম্বন্ধে ঈশ্বরের বিচার থেকে রক্ষা পাই (রোমীয় 5:9; 1 থিষলনীকীয় 5:9) I আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিছিন্ন করেছে, এবং পাপের পরিণাম মৃত্যু (রোমীয় 6:23) I বাইবেল সম্মত পরিত্রাণ পাপের পরিণাম থেকে উদ্ধারকে উল্লেখ করে এবং তাই পাপের অপসারণকে অন্তর্ভুক্ত করে I
রক্ষা কি করে? কেবলমাত্র ঈশ্বর পাপ অপসারণ করতে পারেন এবং পাপের শাস্তি থেকে আমাদের মুক্তি দিতে পারেন (2 তীমথিয় 1:9; তীত 3:5) I
ঈশ্বর কিভাবে রক্ষা করেন? পরিত্রাণের খ্রীষ্টীয় মতবাদে, ঈশ্বর আমাদেরকে খ্রীষ্টের মাধ্যমে উদ্ধার করেছেন (যোহন 3:17) I বিশেষভাবে, ক্রুশের উপরে যীশুর মৃত্যু এবং পরবর্তী পুনরুত্থান ছিল যা আমাদের পরিত্রাণ অর্জন করেছিল (রোমীয় 5:10; ইফিষীয় 1:7) I শাস্ত্র বাক্য স্পষ্ট যে পরিত্রাণ হ’ল ঈশ্বরের করুণাময় অযাচিত উপহার (ইফিষীয় 2:5, 8) এবং যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে উপলব্ধ (প্রেরিত 4:12) I
আমরা কিভাবে পরিত্রাণ পাই? আমরা বিশ্বাসের দ্বারা রক্ষা পাই, প্রথমে, আমরা সুসমাচার শুনি, - যীশুর মৃত্যু এবং পুনরুত্থানের উত্তম সংবাদ (ইফিষীয় 1:13) I তারপরে, আমরা অবশ্যই বিশ্বাস করি – সম্পূর্ণরূপে প্রভু যীশুতে ভরসা করি (রোমীয় 1:16) I এটি অনুতাপ, পাপ এবং খ্রীষ্টের সম্বন্ধে মনের এক পরিবর্তন (প্রেরিত 3:19) এবং প্রভুর নাম ধরে ডাকাকে অন্তর্ভুক্ত করে (রোমীয় 10:9-10, 13) I
পরিত্রাণের খ্রীষ্টিয় মতবাদের একটি সজ্ঞা হবে “ঈশ্বরের অনুগ্রহে পাপের অনন্তকালীন শাস্তির থেকে মুক্তি, তাদের দেওয়া হয় যারা বিশ্বাসের দ্বারা অনুতাপ সম্বন্ধে ঈশ্বরের শর্তগুলি মানে এবং প্রভু যীশুতে বিশ্বাস করে I” কেবলমাত্র যীশুতেই পরিত্রাণ উপলব্ধ (যোহন 14:6; প্রেরিত 4:12) এবং বিধান, আশ্বাস ও সুরক্ষার জন্য একমাত্র ঈশ্বরের উপরে নির্ভরশীল I
English
পরিত্রাণ কি? পরিত্রাণ সম্বন্ধে খ্রীষ্টিয় মতবাদ কি?