প্রশ্ন
একজন খ্রীষ্টান কি পরিত্রান হারাতে পারে?
উত্তর
প্রথমত, খ্রীষ্টান পরিভাষাটির সংজ্ঞা দিতে হবে I একজন “খ্রীষ্টান” এমন ব্যক্তি নন যিনি প্রার্থনা করেছেন বা গির্জার অভ্যন্তর পথে গমনা গমন করেছেন বা খ্রীষ্টান পরিবারে বড় হয়েছেন I যদিও এই প্রতিটি জিনিস খ্রীষ্টান অভিজ্ঞতার অংশ হতে পারে, তারা খ্রীষ্টানকে তৈরী করে না I খ্রীষ্টান হলেন এমন এক ব্যক্তি যিনি যীশু খ্রীষ্টের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছেন এবং তাই পবিত্র আত্মার অধিকারী হয়েছেন (যোহন 3:16; প্রেরিত 16:31; ইফিষীয় 2:8-9)I
সুতরাং এই সংজ্ঞাটি মাথায় রেখে একজন খ্রীষ্টান কি পরিত্রাণ হারাতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন I সম্ভবত এর উত্তর দেওয়ার সর্বোত্তম উপায় হ’ল বাইবেল যা বলে পরিত্রানের সময় কি ঘটে এবং পরিত্রাণ হারানোর ফলস্বরূপ কি হয় তা পরীক্ষা করা I
খ্রীষ্টান এক নতুন সৃষ্টি I “অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি হয়; পুরনো চলে গেছে, নতুন এসেছে!” (2 করিন্থীয়ান 5:17) I খ্রীষ্টান কেবল কোনো ব্যক্তির উন্নত সংস্করণ নয়; একজন খ্রীষ্টান সম্পূর্ণ নতুন প্রানী I সে “খ্রীষ্টের মধ্যে I” একজন খ্রীষ্টানের পক্ষে পরিত্রাণ হারাতে, নতুন সৃষ্টিকে ধ্বংস করতে হবে I
একজন খ্রীষ্টান উদ্ধার পেয়ে গেছে I “তোমরা তো জান যে তোমাদের পিতৃপুরুষগণের থেকে তোমাদের কাছে প্রাপ্ত জীবনের অলীক আচরণ থেকে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নি, বরং নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্ত হয়েছ” (1 পিতর 18-19) I মুক্ত হওয়া শব্দটি একটি ক্রয়কে, মূল্য দেওয়া হচ্ছে বোঝানো হয় I অমাদেরকে খ্রীষ্টের মৃত্যুর মূল্যে ক্রয় করা হয়েছে I একজন খ্রীষ্টের পরিত্রাণ হারাতে ঈশ্বরকে স্বয়ং খ্রীষ্টের মূল্যবান রক্ত দিয়ে তিনি যে ব্যক্তির জন্য মূল্য দিয়েছিলেন তার ক্রয় প্রত্যাহার করতে হবে I
একজন খ্রীষ্টান ন্যায়পরায়ণ I “অতএব বিশ্বাসহেতু আমাদের ধার্মিক প্রতিপন্ন করা হয়েছে, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের শান্তি রয়েছে” (রোমীয় 5:1) I ন্যায়সঙ্গত করা হ’ল ধার্মিক ঘোষণা করা I যারা যীশুকে উদ্ধারকর্তা বলে ঘোষণা করা হয় তাদেরকে ঈশ্বরের দ্বারা “ধার্মিক বলে ঘোষণা করা হয়” I একজন খ্রীষ্টানের পরিত্রাণ হারাতে, ঈশ্বরকে তাঁর বাক্যে ফিরে যেতে হবে এবং তিনি এর আগে যা ঘোষণা করেছিলেন তা “প্রত্যাহার” করতে হবে I অপরাধবোধ থেকে মুক্ত হওয়া লোকেদের আবার বিচার করতে হবে এবং দোষী সাব্যস্ত করতে হবে I ঐশ্বরিক ন্যায়াসন থেকে দেওয়া বাক্যটিকে ঈশ্বরকে উল্টে ফেলতে হবে I
একজন খ্রীষ্টানকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয় I “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একমাত্র পুত্রকে দান করলেন, যেন, যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়” (যোহন 3:16) I অনন্ত জীবন হ’ল ঈশ্বরের সাথে স্বর্গে চিরকাল কাটানোর প্রতিশ্রুতি I ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, “বিশ্বাস কর এবং তোমরা অনন্ত জীবন পাবে I” খ্রীষ্টানকে পরিত্রাণ হারাতে, অনন্ত জীবন কে নতুনভাবে সজ্ঞায়িত করতে হবে I খ্রীষ্টানকে চিরকাল বেঁচে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয় I অনন্ত মানে কি “অনন্তকাল” নয়?
একজন খ্রীষ্টানকে ঈশ্বরের দ্বারা চিহ্নিত এবং আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত করা হয় I “আপনি যখন সত্যের বার্তা, আপনার পরিত্রাণের সুসমাচার শুনেছিলেন, তখন আপনাকেও খ্রীষ্টের অন্তর্ভুক্ত করা হয়েছিল I যখন আপনি বিশ্বাস করেছিলেন, আপনাকে তখন একটি মুদ্রাঙ্কর দ্বারা, প্রতিশ্রুত পবিত্র আত্মার দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যিনি ঈশ্বরের নিজস্বের মুক্তি অবধি আমাদের দায়াধিকারের বায়না – তাঁর প্রতাপের প্রশংসার নিমিত্ত” (ইফিষীয় 1:13-14) I বিশ্বাসের মুহুর্তে, নতুন খ্রীষ্টানকে আত্মা দিয়ে চিহ্নিত ও মুদ্রাঙ্কিত করা হয়, যাকে স্বর্গীয় উত্তরাধিকারের দায়াধিকারের জন্য বায়না হিসাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল I একজন খ্রীষ্টানের পরিত্রাণ হারাতে, ঈশ্বরকে চিহ্নটি মুছতে হবে, আত্মা প্রত্যাহার করতে হবে, বায়না বাতিল করতে হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে, দায়াধিকার প্রত্যাহার করতে হবে, উত্তরাধিকার ধরে রাখতে হবে, প্রশংসা পরিত্যাগ করতে হবে এবং তাঁর প্রতাপ হ্রাস করতে হবে I
একজন খ্রীষ্টানকে প্রতাপান্বিত করার গ্যারান্টি দেওয়া হয় I “আর তিনি যাদেরকে পূর্বে নিরূপণ করলেন, তাদেরকে আহ্বানও করলেন; যাদেরকে তিনি ধার্মিক প্রতিপন্ন করলেন, তাকে প্রতাপান্বিতও করলেন I” (রোমীয় 8:30) I রোমীয় 5:1 অনুসারে, বিশ্বাসের মুহুর্তে ধার্মিকতা আমাদের হয় I রোমীয় 8:30 অনুসারে ধার্মিকতার সাথে সাথে প্রতাপান্বিতকরণ আসে I যাদের ঈশ্বর ধার্মিকতা দেন তাদের প্রতাপান্বিত করার প্রতিশ্রুতি দেন I খ্রীষ্টানরা স্বর্গে তাদের নিখুঁত পুনরুত্থানের দেহগুলি পেলে এই প্রতিশ্রুতি পূরণ হবে I যদি কোনো খ্রীষ্টান পরিত্রান হারাতে পারে তবে রোমীয় 8:30 ত্রুটিযুক্ত, কারণ ঈশ্বর যাদেরকে পূর্বে নিরূপণ করেন, আহ্বান করেন, এবং ধার্মিক করেন তাদের সকলের জন্য প্রতাপের গ্যারান্টি দিতে পারেন না I
একজন হ্রীষ্টান পরিত্রাণ হারাতে পারে না I খ্রীষ্টকে গ্রহণ করার সময়ে বাইবেল যা বলে, তা আমাদের মধ্যে সব চেয়ে বেশি, যদি না ঘটে তবেই পরিত্রাণ হারিয়ে যেতে পারে I পরিত্রাণ হ’ল ঈশ্বরের দান, এবং ঈশ্বরের উপহারগুলি “অপরিবর্তনীয়” (রোমীয় 11:29) I একজন খ্রীষ্টানকে পুরনো রূপে সৃষ্টি করা যেতে পারে না I মুক্তিকে ক্রয়হীন করা যেতে পারে না I অনন্ত জীবন অস্থায়ী হতে পারে না I ঈশ্বর তাঁর কথার খেলাপ করতে পারেন না I শাস্ত্র বাক্য বলে যে ঈশ্বর মিথ্যা বলতে পারেন না (তীত 1:2) I
খ্রীষ্টান পরিত্রাণ হারাতে পারে না এই অভিজ্ঞতার বিষয়ে বিশ্বাস সম্পর্কে দুটি সাধারণ আপত্তি: 1) যে খ্রীষ্টানরা পাপী, অনুশোচনাহীন জীবনযাপন করে তাদের সম্পর্কে কি বলা যায়? 2) যে খ্রীষ্টানরা বিশ্বাসকে প্রত্যাখ্যান করে এবং খ্রীষ্টকে অস্বীকার করে তাদের সম্পর্কে কি বলা যায়? এই আপত্তিগুলির সাথে সমস্যা প্রযুক্ত ধারণাটি হ’ল প্রত্যেকে যে নিজেকে “খ্রীষ্টান” বলে বাস্তবে আবার জন্মগ্রহণ করেছে I বাইবেল ঘোষণা করেছে যে একজন সত্যিকারের খ্রীষ্টান ক্রমাগত, অনুশোচনাহীন পাপের রাজ্যে বাঁচবে না (1 যোহন 3:6) I বাইবেল আরও বলেছে যে যে কেউ বিশ্বাস ত্যাগ করে সে প্রমাণ করে যে তিনি কখনই সত্যই খ্রীষ্টান ছিলেন না (1 যোহন 2:19) I তিনি ধর্মীয় হতে পারেন, একটি ভাল অনুষ্ঠান করতে পারেন, কিন্তু ঈশ্বরের শক্তি দ্বারা তিনি কখনও পুনর্জন্ম লাভ করেন নি I “তাদের ফলের দ্বারা আপনি তাদের চিনতে পারবেন”(মথি 7:16) I “ঈশ্বরের মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তাঁর মধ্যে থাকেন যাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করা হয়েছিল, যাতে আমরা ঈশ্বরের পক্ষে ফল লাভ করতে পারি” (রোমীয় 7:4) I
কিছুই ঈশ্বরের সন্তানকে পিতার প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারে না (রোমীয় 8:38-39) I খ্রীষ্টানকে কিছুই ঈশ্বরের হাত থেকে সরাতে পারে না (যোহন 10:28-29) I ঈশ্বর অনন্ত জীবনের গ্যারান্টি দেন এবং তিনি আমাদের যে পরিত্রান দিয়েছেন তা বজায় রাখেন I উত্তম পালক হারিয়ে যাওয়া মেষদের অন্বেষণ করেন এবং “যখন তিনি এটি খুঁজে পান. তখন তিনি আনন্দের সাথে নিজের কাঁধে রেখে বাড়ি চলে যান” (লুক 15:5-6) I মেষশাবক খুঁজে পাওয়া যায়, এবং মেষপালক আনন্দের সাথে ভার বহন করে; আমাদের প্রভু হারানোটিকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য পুরো দায়িত্ব গ্রহণ করেন I
যিহূদিয়া 24-25 আরও আমাদের উদ্ধারকর্তার মঙ্গল ও বিশ্বস্ততার উপরে জোর দেয়: “যিনি তাদেরকে উছোট খাওয়ার থেকে এবং নিজের প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করতে পারেন – আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্ত্তৃত্ব হোক, সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগপর্যায়ে হোক! আমেন I”
English
একজন খ্রীষ্টান কি পরিত্রান হারাতে পারে?