প্রশ্ন
কখন, কেন এবং কিভাবে প্রভু ঈশ্বর আমাদের অনুশাসিত করেন যখন আমরা পাপ করি?
উত্তর
প্রভুর অনুশাসন বিশ্বাসীর জীবনে প্রায়শই উপেক্ষা করা ঘটনা I আমরা প্রায়শই আমাদের পরিস্থিতি সম্পর্কে না বুঝে অভিযোগ করি যে সেগুলি আমাদের নিজের পাপের পরিণাম এবং ওই পাপের জন্য প্রভুর প্রেমময় ও করুণাময় অনুশাসনের একটি অংশ I এই আত্ম-কেন্দ্রিক উপেক্ষা একটি বিশ্বাসীর জীবনে অভ্যাসগত পাপ গঠনে অবদান রাখতে পারে, এমনকি আরও বৃহত্তর অনুশাসনে জড়াতে পারে I
নির্মম-হৃদয় শাস্তির সাথে অনুশাসনকে বিভ্রান্ত করার দরকার নেই I প্রভুর অনুশাসন আমাদের প্রতি তাঁর ভালবাসার প্রতিক্রিয়া এবং আমাদের প্রত্যেকের পবিত্র হওয়ার জন্য তাঁর ইচ্ছা, “বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোর না, তাঁর অনুযোগে অসন্তুষ্ট হয়ো না, কেননা সদাপ্রভু যাকে প্রেম করেন তাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন” (হিতোপদেশ 3:11-12, এছাড়াও দেখুন ইব্রীয় 12:5-11) I ঈশ্বর আমাদের অনুশোচনাতে তাঁর কাছে ফিরিয়ে আনতে পরীক্ষা, বিচার এবং বিভিন্ন ভবিষ্যদ্বাণী ব্যবহার করবেন I তাঁর শাসনের ফল হ’ল একটি আরও দৃঢ় বিশ্বাস এবং ঈশ্বরের সাথে একটি নবীকরণ সম্পর্ক (যাকোব 1:2-4), যে বিশেষ পাপ আমাদের উপরে চেপে ধরেছিল তাকে ধ্বংস করার কথা উল্লেখ না করে I
প্রভুর শাসন আমাদের নিজের ভালোর জন্য কাজ করে, যাতে তিনি আমাদের জীবন দিয়ে মহিমান্বিত হন I তিনি পবিত্রতার জীবনকে প্রদর্শন করতে চান, এমন জীবন যা আমাদের নতুন প্রকৃতির প্রতিফলন করে, যা ঈশ্বর আমাদের দিয়েছেন: “আজ্ঞাবহতার সন্তান বলে তোমরা তোমাদের পূর্বেকার অজ্ঞানতার কালের অভিলাষের অনুরূপ হয়ো না; যা সমস্ত কিছু কর তাতে পবিত্র হও; কেননা লেখা আছে: ‘পবিত্র হও, কেননা আমি পবিত্র’” (1 পিতর 1:15-16) I
English
কখন, কেন এবং কিভাবে প্রভু ঈশ্বর আমাদের অনুশাসিত করেন যখন আমরা পাপ করি?