প্রশ্ন
ঈশ্বর কেন ফরৌণের হৃদয় কঠোর করলেন?
উত্তর
যাত্রাপুস্তক 7:3-4 বলে, “কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করব, এবং মিসর দেশে আমি বহুসংখ্যক চিহ্ন ও অদ্ভূত লক্ষণ দেখাব তবুও সে তোমাদের কথায় মনোযোগ দেবে না I তখন আমি মিশরে হস্তার্পণ করব এবং বিচারের শক্তিশালী কার্যের দ্বারা আমি আমার প্রজা ইস্রায়েলীয়দের বার করব I” ফরৌণের হৃদয়কে কঠিন করা এবং তারপরে ফরৌণের হৃদয় কঠিন হওয়ার সময়ে ফরৌণ যা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার জন্য ফরৌণ এবং মিশরকে শাস্তি দেওয়া ঈশ্বরের পক্ষে অন্যায় বলে মনে হয় I ঈশ্বর কেন ফরৌণের হৃদয় কঠিন করবেন কেবলমাত্র যাতে করে তিনি মিশরকে অত্যন্ত কঠোরভাবে অতিরিক্ত মহামারীর দ্বারা শাস্তি দিতে পারেন?
প্রথমত, ফরৌণ একজন নির্দোষ বা ধর্মীয় ব্যক্তি ছিলেন না I তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন যিনি ইস্রায়েলীয়দের ভয়ংকর অপব্যবহার ও নিপীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যারা সম্ভবত সেই সময়ে 15 লক্ষ্যেরও বেশি সংখ্যক লোক ছিল I মিশরীয় ফরৌণরা ইস্রায়েলীয়দের 400 বছর ধরে ক্রীতদাস করে রেখেছিল I এক পূর্ববর্তী ফরৌণ - সম্ভবত এমনকি প্রশ্নাধীন ফরৌণ – আদেশ দিয়েছিলেন যে পুরুষ ইস্রায়েলীয় শিশুদের জন্মের সময়ে হত্যা করা হোক (যাত্রাপুস্তক 1:16) I ঈশ্বর যে ফরৌণকে কঠোর করেছিলেন তিনি ছিলেন একজন দুষ্ট লোক, এবং তিনি যে জাতির শাসন করেছিলেন তার সাথে তিনি একমত, অথবা অন্তত তার খারাপ কর্মের বিরোধিতা করেন নি I
দ্বিতীয়ত, কমপক্ষে কয়েকবার, ফরৌণ ইস্রায়েলীয়দের যেতে দেওয়ার বিরুদ্ধে তার নিজের হৃদয় কঠোর করেছিলেন: “কিন্তু ফরৌণ যখন দেখলেন যে স্বস্তি আছে, তখন তিনি তার হৃদয় কঠোর করলেন” (যাত্রাপুস্তক 8:15) I “কিন্তু এই সময়েও ফরৌণ তার হৃদয় কঠোর করলেন” (যাত্রাপুস্তক 8:32) I মনে হয় যে ঈশ্বর এবং ফরৌণ উভয়ই ফরৌণের হৃদয় শক্ত করার ক্ষেত্রে এক বা অন্যভাবে সক্রিয় ছিলেন I মহামারী অব্যাহত থাকার সাথে সাথে, ঈশ্বর ফরৌণকে চূড়ান্ত বিচারের জন্য কঠোর সতর্কবাণী দিয়েছিলেন I ফরৌণ ঈশ্বরের আদেশের বিরুদ্ধে তার নিজের হৃদয়কে কঠোর করে নিজের এবং তার জাতির উপরে আরও বিচার নিয়ে আসতে সিদ্ধান্ত নিয়েছিলেন I
এটি হতে পারে যে, ফরৌণের কঠোর হৃদয়ের ফলস্বরূপ, ঈশ্বর ফরৌণের হৃদয়কে আরও কঠোর করে দিয়েছিলেন, শেষের কয়েকটি মহামারীর অনুমতি দিয়েছিলেন এবং ঈশ্বরের পূর্ণ গৌরবকে সামনে নিয়ে এসেছিলেন (যাত্রাপুস্তক 9:12; 10:20, 27) I ফরৌণ এবং মিশর 400 বছরের দাসত্ব এবং গণহত্যার সাথে নিজেদের উপরে এই রায় নিয়ে এসেছিল I যেহেতু পাপের মজুরি মৃত্যু (রোমীয় 6:23), এবং ফরৌণ ও মিশর ঈশ্বরের বিরুদ্ধে ভয়ানক পাপ করেছিল, সেইহেতু এটি ন্যায্য হত যে ঈশ্বর মিশরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতেন I অতএব, ঈশ্বরের দ্বারা ফরৌণের হৃদয়কে কঠোর করা অন্যায় ছিল না, এবং মিশরের বিরুদ্ধে তাঁর অতিরিক্ত মহামারী আনা অন্যায় ছিল না I মহামারীগুলি যতটা ভয়ংকর ছিল, আসলে মিশরকে পুরোপুরি ধ্বংস না করার ক্ষেত্রে ঈশ্বরের করুণা প্রদর্শন করে যা নিখুঁতভাবে এক ন্যায়সঙ্গত শাস্তি হয়ে থেকেছে I
রোমীয় 9:17-18 ঘোষণা করে, “কারণ শাস্ত্র ফরৌণকে বলে: ‘আমি তোমাকে এই উদ্দেশ্যেই উত্থাপিত করেছি, যাতে আমি তোমার মধ্যে আমার শক্তি প্রদর্শন করতে পারি এবং আমার নাম সমস্ত পৃথিবীতে প্রচারিত হতে পারে I’ অতএব ঈশ্বর যাকে দয়া করতে চান তার প্রতি দয়া করেন, এবং যাকে তিনি কঠোর করতে চান তাকে কঠোর করেন I” মানুষের দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের পক্ষে একজন ব্যক্তিকে কঠোর করা এবং তারপরে যে ব্যক্তিকে তিনি কঠোর করেছেন তাকে শাস্তি দেওয়া ভুল বলে মনে হয় I বাইবেলের ভাষায়, যাইহোক, আমরা সবাই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি (রোমীয় 3:23), এবং সেই পাপের ন্যায্য শাস্তি হ’ল মৃত্যু (রোমীয় 6:23) I অতএব, একজন ব্যক্তিকে ঈশ্বরের দ্বারা কঠোর করা এবং শাস্তি দেওয়া অন্যায় নয়; এটি প্রকৃতপক্ষে ব্যক্তির যোগ্যতার তুলনায় দয়ালু I
English
ঈশ্বর কেন ফরৌণের হৃদয় কঠোর করলেন?