settings icon
share icon
প্রশ্ন

কিভাবে, কেন, এবং কখন শয়তান স্বর্গ থেকে পতিত হয়েছিল?

উত্তর


যিশাইয় 14:12-14 এবং যিহিষ্কেল 28:12-18 এর মধ্যে স্বর্গ থেকে শয়তানের পতনকে প্রতীকীরূপে বর্ণনা করা হয়েছে I এই অনুচ্ছেদ দুটি যখন বাবিল এবং সোরের রাজাদের নির্দিষ্টভাবে উল্লেখ করছে, তখন তারা ওই রাজাদের পেছনে থাকা আত্মিক শক্তি শয়তানকেও উল্লেখ করছে I শয়তান, এই অনুচ্ছেদগুলি বর্ণনা করে কেন শয়তানের পতন হয়, তবে তারা নির্দিষ্টভাবে বলে না কখন পতনটি ঘটেছিল I যা আমরা জেনেছি তা হ’ল এই: পৃথিবীর পূর্বে স্বর্গদূতদের সৃষ্টি করা হয়েছিল (ইয়োব 38:4-7) I উদ্যানের মধ্যে আদম ও হবাকে প্রলোভিত করার আগে শয়তান পড়ে গেল I (আদিপুস্তক 3:1-14) I সুতরাং স্বর্গদূতদের সৃষ্টির পরে এবং এদোন উদ্যানে আদম ও হবাকে প্রলোভিত করার আগে শয়তানের পতন অবশ্যই কোথাও হয়েছিল I শয়তানের পতন ঘন্টা, দিন বা উদ্যানে আদম ও হবাকে প্রলুব্ধ করার কয়েক বছর আগে হয়েছিল কিনা, শাস্ত্র বিশেষভাবে তা বলে না I

ইয়োবের বই আমাদের বলে, কম পক্ষে সেই সময়, শয়তানের সঙ্গে স্বর্গ এবং ঈশ্বরের সিংহাসনের যোগাযোগ তখনও ছিল I “একদিন স্বর্গদুতরা নিজেদেরকে সদাপ্রভুর সামনে উপস্থাপন করতে এল, এবং শয়তানও তাদের সঙ্গে এলো I সদাপ্রভু শয়তানকে বললেন, ‘কোথা থেকে তুমি এসেছ?’ শয়তান সদাপ্রভুকে উত্তর দিল, ‘আমি পৃথিবী পর্যটন এবং তথায় ইতস্ততঃ ভ্রমণ করে আসলাম’” (ইয়োব 1:6-7) I স্পষ্টতই সেই সময়, শয়তান অবাধে স্বর্গ ও পৃথিবীর মধ্যে চলছিল, সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলছিল এবং তার ক্রিয়াকলাপগুলির জবাব দিচ্ছিল I ঈশ্বর এই যোগাযোগ বন্ধ করেছেন কিনা তা তর্কের বিষয় I কেউ কেউ বলে যে খ্রীষ্টের মৃত্যুতে স্বর্গে শয়তানের প্রবেশ বন্ধ হয়েছিল I অন্যরা বিশ্বাস করে যে স্বর্গের যুদ্ধে শয়তানের প্রবেশ বন্ধ হয়ে যাবে I

স্বর্গ থেকে কেন শয়তানের পতন হ’ল? অহংকারের কারণে শয়তানের পতন হ’ল I সে ঈশ্বর হতে চেয়েছিল, ঈশ্বরের এক দাস হতে নয় I “যিশাইয় 14:12-15 এর মধ্যে “আমি করব...” বিবৃতি I যিহিষ্কেল 28:12-15, শয়তানকে অত্যন্ত সুন্দর স্বর্গদূত হিসাবে বর্ণনা করেছে I শয়তান সম্ভবতঃ সমস্ত স্বর্গদূতদের মধ্যে সর্বোচ্চ, অভিষিক্ত করূব, ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু সে তার পদে সন্তুষ্ট ছিল না I পরিবর্তে, শয়তান ঈশ্বর হতে চেয়েছিল, মূলত “তাঁর সিংহাসন থেকে ঈশ্বরকে লাথি মারতে” এবং মহা বিশ্বের শাসনভার হরণ করতে I শয়তান ঈশ্বর হতে চেয়েছিল, এবং আকর্ষণীয়ভাবে যথেষ্ট, এটাই মূলত শয়তান ইদোনের উদ্যানে আদম ও হবাকে প্রলুব্ধ করেছিল (আদিপুস্তক 3:1-5) I কিভাবে শয়তান স্বর্গ থেকে পতিত হ’ল? প্রকৃতপক্ষে, পতন একটি সঠিক বিবরণ নয় I এটা বলা আরও সঠিক হবে যে ঈশ্বর শয়তানকে স্বর্গ থেকে বের করে দিয়েছেন (যিশাইয় 14:15; যিহিষ্কেল 28:16-17) I শয়তান স্বর্গ থেকে পড়ে নি; বরং, শয়তানকে ধাক্কা দেওয়া হয়েছিল I

English



বাংলা হোম পেজে ফিরে যান

কিভাবে, কেন, এবং কখন শয়তান স্বর্গ থেকে পতিত হয়েছিল?
© Copyright Got Questions Ministries