প্রশ্ন
পবিত্র আত্মায় বাপ্তিস্ম কি?
উত্তর
পবিত্র আত্মায় বাপ্তিস্ম বলতে আমরা বুঝতে পারি- যখন ঈশ্বরের আত্মা পরিত্রাণ বা উদ্ধার পাবার মুহূর্তে বিশ্বাসীদের জীবন খ্রীষ্টের সাথে এবং অন্যান্য বিশ্বাসীদের্ও খ্রীষ্টের দেহের সাথে যুক্ত করেন। প্রথম করিন্থীয় ১২:১২-১৩ পদটি পবিত্র আত্মায় বাপ্তিস্ম সম্পর্কে মূল পদ বলা যায়: “একটি দেহের যেমন অনেকগুলো অংশ থাকে আর সেই অংশগুলো অনেক হলেও যেমন সব মিলে একটিমাত্র দেহ হয়, খ্রীষ্টও ঠিক সেই রকম। আমরা যিহূদী কি অযিহূদী, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মার দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি” (১ করিন্থীয় ১২:১৩ পদ)। আবার, প্রথম করিন্থীয় পদের মত করে অনুরূপভাবে রোমীয় ৬:১-৪ পদে নির্দিষ্ট করে ঈশ্বরের আত্মার কথা বলা হয় নাই, কিন্তু ঈশ্বর বিশ্বাসীদের পদমর্যাদা বর্ণনা করেছে: “তাহলে কি আমরা এই বলব যে, ঈশ্বরের দয়া যেন বাড়ে সেইজন্য আমরা পাপ করতে থাকব? নিশ্চয়ই না। পাপের দাবি-দাওয়ার কাছে তো আমরা মরে গেছি; তবে কেমন করে আমরা আর পাপের পথে চলব? এই কথা কি জান না যে, আমরা যারা খ্রীষ্ট যীশুর মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তাঁর মৃত্যুর মধ্যে অংশ গ্রহণ করেই তা করেছি? আর সেইজন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের সংগে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তাঁর মহাশক্তি দ্বারা যেমন খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি।”
এই সত্য বিষয়টি পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পর্কে প্রকৃতভাবে আমাদের বুঝতে সাহায্য করে: প্রথমত, ১ করিন্থীয় ১২:১৩ পদ সুস্পষ্টভাবে বলেছে যে, সকলেই বাপ্তিস্ম নিয়েছে, যেমন সকলকেই আত্মা গ্রহণ করতে দেওয়া হয়েছে (যে আত্মা হৃদয়ে থাকে)। দ্বিতীয়ত, এখন থেকে শাস্ত্র অনুসারে বিশ্বাসীদের বাপ্তিস্ম নিতে বলা হয়েছে এবং তা পবিত্র আত্মায় বা তাঁর দ্বারা, অথবা যে কোন ভাবে পবিত্র আত্মায় বাপ্তিস্মে ইচ্ছুক হতে হবে। এই বিষয়টি আর্ও নির্দেশ করে যে, সব বিশ্বাসীদের এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। তৃতীয়ত, মনে হয় ইফিষীয় ৪:৫ পদও পবিত্র আত্মার বাপ্তিস্মের কথা বলেছে। যদি তা-ই হয়, তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্ম প্রত্যেক বিশ্বাসীর জন্য বাস্তবিক সত্য, ঠিক যেমন “একই বিশ্বাস” এবং “একই পিতা” আছেন।
সবশেষে, পবিত্র আত্মার বাপ্তিস্ম দুটো কাজ করে থাকে, ১) এভাবে তাঁর দ্বারা আমরা খ্রীষ্টের দেহের সাথে যুক্ত হই, এবং ২) তাঁর দ্বারা আমরা খ্রীষ্টের সাথে ক্রুশারোপিত হই। খ্রীষ্টের দেহ মানে, আমরা তাঁর সাথে পুনরুত্থিত হই এবং নতুনীকৃত হই (রোমীয় ৬:৪ পদ দ্রষ্টব্য)। তাহলে এখন থেকে দেহকে সচল রাখতে আত্মিক দানগুলো চর্চা করা উচিত, যা ১ করিন্থীয় ১২:১৩ পদে লেখা আছে। একমাত্র আত্মার বাপ্তিস্মের অভিজ্ঞতা মন্ডলীতে পরিচর্যা কাজের ঐক্য ধরে রাখার ভিত্তি, যা ইফিষীয় ৪:৫ পদে লেখা আছে। আত্মায় বাপ্তিস্মের মাধ্যমে খ্রীষ্টের মৃত্যুর সাথে যুক্ত হয়ে, কবরস্থ হয়ে এবং পুনরুত্থিত হয়ে আমরা আমাদের জীবনের পাপ থেকে পৃথক হই এবং নতুন জীবনের পথে চলতে শুরু করি (রোমীয় ৬:১-১০; কলসীয় ২:১২ পদ দ্রষ্টব্য)।
English
পবিত্র আত্মায় বাপ্তিস্ম কি?