settings icon
share icon
প্রশ্ন

পবিত্র আত্মা কিভাবে আগুনের সঙ্গে তুলনীয়?

উত্তর


বাইবেল ঈশ্বরকে "একটি সর্বগ্রাসী আগুন" হিসেবে বর্ণনা করেছে (ইব্রীয় ১২:২৯ পদ), তাই এটি অবাক করার বিষয় নয় যে, আগুন প্রায়ই ঈশ্বরের উপস্থিতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এর উদাহরণগুলোর মধ্যে রয়েছে জ্বলন্ত ঝোপ (যাত্রাপুস্তক ৩:২ পদ), ঈশ্বরের অগ্নিময় পিলারের গৌরবময় উপস্থিতি (যাত্রাপুস্তক ১৪:১৯; গণনাপুস্তক ৯:১৪-১৫ পদ), এবং যিহিষ্কেলের দর্শন (যিহিষ্কেল ১:৪ পদ)। ঈশ্বরের বিচার করার একটি মাধ্যম হিসেবে (গণনাপুস্তক ১১:১, ৩; ২রাজাবলি ১:১০, ১২ পদ) এবং তাঁর ক্ষমতার একটি চিহ্ন রূপে আগুনকে বহুবার ব্যবহার করা হয়েছে (বিচারকর্তৃগণ ১৩:২০; ১রাজাবলি ১৮:৩৮ পদ)।

খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে পুরাতন নিয়মের বলিদানের ক্ষেত্রে আগুন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।পোড়ানো উৎসর্গের বেদীর উপরের আগুন ছিল একটি স্বর্গীয় উপহার, যা মূলত ঈশ্বর নিজেই জ্বালিয়ে দিয়েছিলেন (লেবীয় ৯:২৪ পদ)। ঈশ্বর যাজকদের নির্দেশ দিয়েছিলেন তাঁর জ্বালানো আগুন অব্যাহত রাখতে (লেবীয় ৬:১৩ পদ) এবং এটি স্পষ্ট করেছিলেন যে, অন্য কোনো উৎস থেকে আনা আগুন তাঁর কাছে গ্রহণযোগ্য নয় (লেবীয় ১০:১-২ পদ)।

নতুন নিয়মে এই বেদীটি আমাদের প্রভুর প্রতি প্রতিশ্রুতির একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। খ্রীষ্টবিশ্বাসী হিসেবে, আমাদের শরীরকে "জীবিত উৎসর্গ" হিসেবে ঈশ্বরের হাতে তুলে দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে (রোমীয় ১২:১ পদ), যা ঈশ্বর প্রদত্ত অক্ষয় উপহার, পবিত্র আত্মার অনির্বাণ আগুন দ্বারা পরিবেষ্টিত। নতুন নিয়মের শুরুতেই পবিত্র আত্মাকে আমরা আগুনের আকারে দেখতে পেয়েছি। বাপ্তিস্মদাতা যোহন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, যীশু হবেন সেইজন যিনি "তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন" (মথি ৩:১১ পদ)। যখন পবিত্র আত্মা আদি মন্ডলীর মধ্যে তাঁর পরিচর্যা কাজ শুরু করেছিলেন, তখন তিনি "আগুনের জিহ্বা" রূপে প্রত্যেক বিশ্বাসীর উপর অবস্থান করেছিলেন। সেই মুহূর্তে, ‘তাঁরা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং আত্মায় পরিচালিত হয়ে বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলেন’ (প্রেরিত ২:৩-৪ পদ)।

পবিত্র আত্মার কাজের অসাধারণ চিত্র আগুনের মাধ্যমে ফুটে উঠেছে। পবিত্র আত্মা অন্তত: তিনটি উপায়ে আগুনের মতো আমাদের কাছে প্রতীয়মান হয়েছেন। তিনি ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের কাজের প্রতি আগ্রহ এবং ঈশ্বরের পবিত্রতা আমাদের কাছে নিয়ে আসেন। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের উপস্থিতি, যিনি বিশ্বাসীদের হৃদয়ে অধিষ্ঠিত হন (রোমীয় ৮:৯ পদ)। পুরাতন নিয়মে, ঈশ্বর ইস্রায়েলীয়দের কাছে তাঁর উপস্থিতি প্রকাশ করেছিলেন তাঁর আবাস-তাঁবুতে আগুনের উপস্থিতির মধ্য দিয়ে (গণনা ৯:১৪-১৫ পদ)। এই আগুনের উপস্থিতি আলো এবং দিকনির্দেশনা প্রদান করেছিল (গণনা ৯:১৭-২৩ পদ)। নতুন নিয়মে, ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের দেহের মধ্যে বাস করে আমাদের পথপ্রদর্শন করেন এবং সান্ত্বনা দেন—আর এই দেহই হলো "জীবন্ত ঈশ্বরের আবাস তাঁবু" এবং "মন্দির" (২করিন্থীয় ৫:১; ৬:১৬ পদ)।

পবিত্র আত্মা আমাদের হৃদয়ে ঈশ্বরের কাজের প্রতি প্রচন্ড আগ্রহ সৃষ্টি করেন। দুই পথচারী শিষ্য পুনরুত্থিত যীশুর সঙ্গে কথা বলার পর তাদের হৃদয়কে "জ্বলন্ত হৃদয়" বলে বর্ণনা করেন (লূক ২৪:৩২ পদ) । পঞ্চাশত্তমীর দিনে প্রেরিতেরা পবিত্র আত্মাকে গ্রহণ করার পর তারা আজীবন স্থায়ীভাবে ঈশ্বরের কাজ করার জন্য একটি বিশেষ মনোভাব অর্জন করেন, যা তাদেরকে ঈশ্বরের বাক্য সাহসিকতার সঙ্গে প্রচার করতে উদ্বুদ্ধ করে (প্রেরিত ৪:৩১ পদ)।

পবিত্র আত্মা আমাদের জীবনে ঈশ্বরের পবিত্রতা নিয়ে আসেন। ঈশ্বরের উদ্দেশ্য আমাদের পবিত্র করা (তীত ২:১৪ পদ), এবং পবিত্র আত্মা আমাদের পবিত্রকরণের মাধ্যম হিসেবে কাজ করেন (১করিন্থীয় ৬:১১; ২থিষলনীকীয় ২:১৩; ১পিতর ১:২ পদ) । যেমন রূপার কারিগর আগুন ব্যবহার করে মূল্যবান ধাতু থেকে খাদ দূর করেন, তেমনই ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের পাপকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন (গীতসংহিতা ৬৬:১০; হিতোপদেশ ১৭:৩ পদ) । আগুনস্বরূপ পবিত্র আত্মা আমাদেরকে শুদ্ধ ও পরিশোধন করে।

English


বাংলা হোম পেজে ফিরে যান

পবিত্র আত্মা কিভাবে আগুনের সঙ্গে তুলনীয়?
© Copyright Got Questions Ministries