প্রশ্ন
এর অর্থ কি যে যীশু ব্যবস্থাকে পূরণ করেছিলেন, কিন্তু তা বাতিল করেন নি?
উত্তর
যীশু বললেন, “ভেব না যে আমি ব্যবস্থা বা ভাববাদীদের লুপ্ত করতে এসেছি; আমি তাদেরকে লুপ্ত করতে নয় বরং পূরণ করতে এসেছি I কারণ আমি সত্য সত্য তোমাদের বলছি, যতক্ষণ না আকাশ এবং পৃথিবী লোপ পাবে, ক্ষুদ্রতম অক্ষরটি নয়, না কমপক্ষে কলমের একটি আচঁড় অবধি, কোনো ভাবে ব্যবস্থা থেকে লুপ্ত হবে যতক্ষণ না সমস্ত কিছু সম্পন্ন হয়” (মথি 5:17-18) I আমাদের প্রভুর এই গুরুত্বপূর্ণ বিবৃতিটি আমাদেরকে তাঁর মিশনের এবং ঈশ্বরের বাক্যের চরিত্রের অন্তর্দৃষ্টি দেয় I
যীশুর ঘোষণা যে তিনি ব্যবস্থা এবং ভাববাদীদের পূরণ করতে এসেছেন, তাদেরকে লুপ্ত করতে নয়, স্পষ্টভাবে একটির মধ্যে দুটি বিবৃতি রয়েছে I সেখানে এমন কিছু যা যীশু করেছিলেন, এবং সেখানে এমন কিছু আছে যা যীশু করেন নি I একই সময়ে, যীশু ঈশ্বরের বাক্যের অনন্তকালীন প্রকৃতির উপরে জোর দিয়েছিলেন I
যীশু ঈশ্বরের ব্যবস্থার কর্ত্তৃত্বকে প্রচার করার জন্য তাঁর পথের বাইরে যান I ফরীশীরা তাঁর বিরুদ্ধে যাই অভিযোগ করুন না কেন তিনি ব্যবস্থা বিলোপ করতে আসেন নি I প্রকৃতপক্ষে, যীশু তাঁর বক্তব্যকে তাদের জন্য প্রশংসার সাথে চালিয়ে যান, যারা ব্যবস্থাকে সঠিকভাবে শিক্ষা দেয় এবং শ্রদ্ধায় রাখে: “অতএব যে কেউ এই আদেশগুলির মধ্যে সর্বনিম্ন একটিকে সরিয়ে দেয় এবং সেই অনুযায়ী শিক্ষা দেয় তাকে স্বর্গরাজ্যে সর্বনিম্ন বলা হবে, কিন্তু যে কেউ এই আদেশগুলি পালন করে এবং শিক্ষা দেয় তাকে স্বর্গরাজ্যে মহান বলা হবে” (মথি 5:19) I
যীশু ঈশ্বরের বাক্যের জন্য যে গুনাবলীর উল্লেখ করেছেন তা লক্ষ্য করুন, “ব্যবস্থা এবং ভাববাদী” হিসাব উল্লেখ করা হয়েছে: 1) বাক্য চিরস্থায়ী; এটি প্রাকৃতিক জগতকে ছাপিয়ে যাবে I 2) বাক্যকে উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল; এটিকে পূরণ করার ছিল I 3) বাক্যের কাছে পূর্ণ অধিকার আছে; এমনকি এর ক্ষুদ্রতম অক্ষরও প্রতিষ্ঠিত I 4) বাক্য বিশ্বস্ত এবং ভরসাযোগ্য; এটি বলে “সমস্তকিছু” সম্পন্ন হবে I পাহাড়ের উপদেশে যীশুর কথা শুনে কেউ শাস্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে সন্দেহ করতে পারে না I
যীশু তাঁর পরিচর্যায় কি করেন নি তা বিবেচনা করুন I মথি 5:17 এর মধ্যে যীশু বলেন যে তিনি ব্যবস্থা এবং ভাববাদীকে লুপ্ত করতে আসেন নি I অন্য কথায়, বাক্য বাতিল করা, এটিকে দ্রবীভূত করা, বা এটিকে অবৈধ ঘোষণা করা যীশুর উদ্দেশ্য ছিল না I ভাববাদীগণ পরিপূর্ণ হবেন; যে উদ্দেশ্যর জন্য এটিকে দেওয়া হয়েছিল ব্যবস্থা তা সম্পন্ন করতে থাকবে (দেখুন যিশাইয় 55:10-11) I
এর পরে, যীশু কি করেছিলেন তা বিবেচনা করুন I যীশু বলেন যে তিনি ব্যবস্থা এবং ভাববাদীদের পূর্ণ করতে এসেছেন I অন্য কথায়, যীশুর উদ্দেশ্য ছিল বাক্যকে প্রতিষ্ঠা করা, এটিকে মূর্ত করা এবং যা লেখা হয়েছিল তাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করা I “খ্রীষ্ট ব্যবস্থার চূড়ান্ত পরিণতি” (রোমীয় 10:4) I মশীহ সম্পর্কে ভাববাদীদের ভবিষ্যদ্বাণীগুলি যীশুর মধ্যে বাস্তবায়িত হবে; খ্রীষ্টের দ্বারা ব্যবস্থার পবিত্র মান পুরোপুরি বহাল থাকবে, ব্যক্তিগতভাবে কঠোর প্রয়োজনীয়তা মেনে চলা হবে, এবং আনুষ্ঠনিক রীতিগুলি চূড়ান্তভাবে এনং সম্পূর্ণভাবে সন্তুষ্ট হবে I
যীশু খ্রীষ্ট তাতে ভাববাদীদের পূরণ করেছেন, তাঁর প্রথম একাকী আগমনে, তিনি নিজের বিষয়ে শত শত ভবিষ্যদ্বাণী পূরণ করেছিলেন (যেমন মথি 1:22; 13:35; যোহন 19:36; লুক 24:44) I যীশু খ্রীষ্ট কম পক্ষে দুটি উপায়ে ব্যবস্থা পরিপূর্ণ করেছিলেন: একজন শিক্ষক হিসাবে এবং একজন কার্যকারী হিসাবে I তিনি লোকেদের ব্যবস্থা মান্য করতে শিখিয়েছিলেন (মথি 22:35:40; মার্ক 1:44), এবং তিনি স্বয়ং ব্যবস্থা মান্য করেছিলেন (যোহন 8:46; 1 পিতর 2:22) I এক নিখুঁত জীবন যাপনের ক্ষেত্রে, যীশু নৈতিক ব্যবস্থাগুলি পূরণ করেছিলেন; তাঁর বলি সংক্রান্ত মৃত্যুর ক্ষেত্রে, যীশু আনুষ্ঠানিক ব্যবস্থাগুলি পূরণ করেছিলেন I যীশু এসেছিলেন পুরনো ব্যবস্থাকে ধ্বংস করতে নয়, বরং এটিকে গড়ে তুলতে; তিনি পুরনো নিয়মকে শেষ করতে এবং নতুনকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন I
যীশু ব্যবস্থা ও ভাববাদীদের ধ্বংস করতে আসেন নি বরং তাদের পূর্ণ করতে এসেছিলেন I প্রকৃতপক্ষে, পুরনো নিয়মের আনুষ্ঠানিকতা, বলিদান এবং অন্যান্য উপাদানগুলি “আগামী উত্তম বিষয়গুলির ছায়া বিশিষ্ট – সেই সকল বিষয়গুলির অবিকল মূর্তি নয়” (ইব্রীয় 10:1) I তাঁবু ও মন্দির ছিল “হাত দিয়ে তৈরী পবিত্র স্থান,” কিন্তু সেগুলি কখনও স্থায়ী হওয়ার কথা ছিল না; তারা ছিল কিন্তু “প্রকৃত বিষয়গুলির প্রতিলিপি মাত্র” (ইব্রীয় 9:24 BSI) I ব্যবস্থার একটি অন্তর্নির্মিত মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল, যেমনটি ছিল “সংশোধনের সময় পর্যন্ত বহিরাগত ধর্মবিধির পালনীয় I” (ইব্রীয় 9:10) I
তাঁর ব্যবস্থা এবং ভাববাদীদের পরিপূর্ণতার মধ্যে, যীশু আমাদের অনন্ত পরিত্রাণ লাভ করেছিলেন I যাজকদের আর বলি দিতে এবং পবিত্র স্থানে প্রবেশের প্রয়োজন ছিল না (ইব্রীয় 10:8-14) I যীশু আমাদের জন্য এটি করেছেন, একবার এবং সবার জন্য I বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারা, আমরা ঈশ্বরের সাথে সঠিক হয়েছি: “তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন, আমাদের বৈধ ঋণের অভিযোগ বাতিল করে দিয়েছিলেন, যা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং আমাদের দন্ডাজ্ঞা দিয়েছিল; তিনি এটিকে হরণ করে নিয়েছেন, ক্রুশে পেরেক দিয়ে (কলসীয় 2:14) I
কেউ কেউ যুক্তি দেখান যে, যেহেতু যীশু ব্যবস্থাটি “বাতিল” করেন নি, তাই ব্যবস্থাটি এখনও কার্যকর রয়েছে – এবং এখনও নতুন নিয়মের খ্রীষ্টানদের জন্য বাধ্যতামূলক I কিন্তু পৌল স্পষ্ট যে খ্রীষ্টে বিশ্বাসী আর ব্যবস্থার অধীনে নেই: “আমরা ব্যবস্থার অধীনে হেফাজতে ছিলাম, বিশ্বাস প্রকাশ না হওয়া পর্যন্ত তালাবদ্ধ ছিলাম I তাই খ্রীষ্টের দিকে আমাদের পরিচালিত করার জন্য ব্যবস্থা আমাদের অভিভাবক হয়ে ওঠে, যাতে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি I এখন সেই বিশ্বাস এসে গেছে, আমরা আর এক অভিভাবকের অধীনে নেই” (গালাতীয় 3:23-25 BSI) I আমরা মশীহের ব্যবস্থার অধীনে নই, কিন্তু খ্রীষ্টের ব্যবস্থার অধীনে” (দেখুন গালাতীয় 6:2) I
যদি ব্যবস্থাটি এখনও আজকের দিনে আমাদের উপরে আবদ্ধ থাকে, তাহলে এটি এখনও উদ্দেশ্য পূরণ করে নি – এটি এখনও পূর্ণ হয় নি I যদি ব্যবস্থা, একটি আইনী পদ্ধতি হিসাবে, এখনও আমাদের উপরে আবদ্ধ থাকে, তাহলে যীশু এটি পূরণ করার দাবিতে ভুল করেছিলেন এবং ক্রুশে তাঁর বলিদান সংরক্ষণের জন্য অপর্যাপ্ত ছিল I ঈশ্বরকে ধন্যবাদ, যীশু পুরো ব্যবস্থাটি পূরণ করেছেন এবং এখন একটি বিনামূল্যে উপহার হিসাবে আমাদের তাঁর ধার্মিকতা দান করেছেন I “জেনে রাখুন যে একজন ব্যক্তি ব্যবস্থার কার্য দ্বারা ন্যায্য নয়, কিন্তু যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস দ্বারা I তাই আমরাও খ্রীষ্ট যীশুর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করেছি যাতে আমরা খ্রীষ্টের উপরে বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি, ব্যবস্থার কার্যের দ্বারা নয়, কারণ ব্যবস্থার কার্যের দ্বারা কেউ ধার্মিক হবে না” (গালাতীয় 2:16) I
English
এর অর্থ কি যে যীশু ব্যবস্থাকে পূরণ করেছিলেন, কিন্তু তা বাতিল করেন নি?