প্রশ্ন
স্বর্গদূতরা কি পুরুষ না মহিলা?
উত্তর
সন্দেহ নেই যে স্বর্গদূতদের প্রতি প্রত্যেকটি উল্লেখই পুংলিঙ্গতে রয়েছে I নতুন নিয়মে “স্বর্গদুতের” জন্য গ্রীক শব্দ, এঞ্জেলোস, পুংলিঙ্গের রূপে রয়েছে I আসলে, এঞ্জেলোসের একটি স্ত্রীলিঙ্গের রূপের অস্তিত্ব নেই I ব্যাকরণে তিনটি লিঙ্গ আছে – পুংলিঙ্গ (সে, তাকে, তার), স্ত্রীলিঙ্গে (সে, তাকে, তার), এবং ক্লীবলিঙ্গ (ইহা, ইহার) I স্বর্গদূতকে কখনই পুংলিঙ্গ ছাড়া অন্য কোনো লিঙ্গ হিসাবে উল্লেখ করা হয় না I বাইবেলে স্বর্গদূতদের অনেক উপস্থিতিতে কোনও স্বর্গদূতকে কখনই “সে” বা “এটি” হিসাবে উল্লেখ করা হয় না I তাছাড়া, স্বর্গদূতরা যখন উপস্থিত হত, তারা সর্বদা মানব পুরুষের পোশাক পরিহিত হত (আদিপুস্তক 18:2, 16; যিহিষ্কেল 9:2) I শাস্ত্রের মধ্যে কখনও কোনো স্বর্গদূতকে কোনো মহিলা পোশাকে পরিহিত হতে দেখা যায় নি I
বাইবেলে একমাত্র নাম করা স্বর্গদূত – মাইকেল, গাব্রিয়েল, লুসিফরের – পুরুষ নাম ছিল এবং সমস্তই পুংলিঙ্গে উল্লেখ করা হয়েছে I “মাইকেল এবং তার স্বর্গদূতগণ” (প্রকাশিতবাক্য 12:7); “মরিয়ম তার (গাব্রিয়েলের) কথায় প্রচন্ড বিরক্ত হয়েছিল” (লুক 1:29); “হে লুসিফর, ঊষা-নন্দন” (যিশাইয় 14:12) I স্বর্গদূতদের প্রতি অন্যান্য উল্লেখগুলি সর্বদা পুংলিঙ্গে রয়েছে I বিচারকর্ত্তৃত্বগণের 6:21 এর মধ্যে, স্বর্গদূত একটি দণ্ড “তার” হাতে একটি দণ্ড ধরে আছেন I সখরিয় এক স্বর্গদূতকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং “তিনি” যা উত্তর দেন তা তাকে রিপোর্ট করেন (সখরিয় 1:19) I প্রকাশিত বাক্যে স্বর্গদূতদের সকলকে “তিনি” এবং তাদের অধিকৃত বস্তুকে “তার” হিসাবে বলা হয়েছে (প্রকাশিত বাক্য 10:01, 5; 14:19; 16:2, 4, 17; 19:17; 20:1) I
কতিপয় লোক মহিলা স্বর্গদূতের উদাহরণ হিসাবে সখরিয় 5:9 এর দিকে নির্দেশ করেছেন I এই পদটি বলে, “তখন আমি উপরে তাকালাম – এবং সেখানে আমরা আগে দুজন মহিলা ছিল, তাদের ডানাতে বাতাস ছিল! তাদের ডানা এক সারসের মতন ছিল, এবং তারা আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুড়ি তুলেছিল I” সমস্যাটি হ’ল এই ভবিষ্যদ্বাণীমূলক দর্শনের “মহিলা গুলিকে” স্বর্গদূত বলা হয় না I তাদেরকে নাশিম (“মহিলা”) বলা হয়, যেমন ঝুড়ির মহিলা 7 এবং 8 পদে দুষ্টতার প্রতিনিধিত্ব করে I বিপরীতে, সখরিয় যে স্বর্গদুতের সঙ্গে কথা বলছিলেন তাকে এক মালাক বলা হয়, একেবারে পৃথক শব্দ যার অর্থ “দেবদূত” বা “বার্তা বাহক” I সখরিয়র দর্শনে মহিলাদের ডানা রয়েছে এই বিষয়টি আমাদের মনের মধ্যে স্বর্গদূতদের প্রস্তাব দিতে পারে, তবে আমাদের অবশ্যই পাঠ্যটি যা বলে তা অতিক্রম হওয়ার বিষয়ে যত্নবান হতে হবে I একটি দর্শন অবশ্যম্ভাবীভাবে প্রকৃত প্রাণী বা বস্তুকে চিত্রিত করে না – একই অধ্যায়ে সখরিয় আগে যে বিশাল উড়ন্ত স্ক্রোল দেখেছিলেন তা বিবেচনা করুন (সখরিয় 5:1-2) I
লিঙ্গহীন স্বর্গদূতদের সম্পর্কে বিভ্রান্তি মথি 22:30 এর ভুল পড়ার থেকে আসে, যা বলে যে স্বর্গে আর কোনও বিবাহ হবে না কারণ আমরা “স্বর্গের স্বর্গদূতদের মতন হব I” কোনো বিবাহ হবে না এই সত্যের কারণে কেউ কেউ বিশ্বাস করে যে স্বর্গদূতরা “যৌনবিহীন” বা লিঙ্গহীন, কারণ (চিন্তাধারাটি যায়) লিঙ্গের উদ্দেশ্য হ’ল প্রজনন এবং যদি বিবাহ না করা এবং কোনো প্রজনন না হয় তবে লিঙ্গের কোনো প্রয়োজন নেই I তবে এটি একটি ঝাঁপ দেওয়া যা পাঠ্যের থেকে প্রমাণ করা যায় না I বিবাহ নেই এমনটি অবশ্যম্ভাবীভাবে কোনও লিঙ্গ নেই বলে বোঝায় না I পুরুষ হিসাবে স্বর্গদূতদের অনেক উল্লেখ লিঙ্গহীন স্বর্গদূতদের ধারণার বিরোধিতা করে I স্বর্গদূতরা বিবাহ করেন না, তবে আমরা “বিবাহ নেই” থেকে “লিঙ্গ নেই” তে ঝাঁপিয়ে পড়তে পারি না I
ভাষার ক্ষেত্রে লিঙ্গ, তখন যৌনতার ক্ষেত্রে কঠোরভাবে বোঝা উচিত নয় I বরং শাস্ত্র জুড়ে আত্মিক প্রাণীগুলির জন্য প্রয়োগ করা পুলিঙ্গ সর্বনামটি যৌনতার চেয়ে কর্ত্তৃত্বের আরও একটি উল্লেখ I ঈশ্বর সর্বদা পুংলিঙ্গতে নিজেকে উল্লেখ করেছেন I পবিত্র আত্মাকে কখনোই “এটি” হিসাবে বর্ণনা করা হয় না I ঈশ্বর ব্যক্তিগত এবং কর্ত্তৃত্ববাদী – সুতরাং, পুংলিঙ্গগুলিতে ব্যক্তিগত সর্বনাম I স্বর্গীয় জীবকে পুংলিঙ্গ ব্যতীত অন্য যে কোনো বিষয় হিসাবে উল্লেখ করা অনুচিত হবে কারণ ঈশ্বর তাঁর কর্ত্তৃত্বকে চালিত করার ক্ষমতা তাদের দিয়েছেন (2 রাজাবলী 19:35), তাঁর বার্তা বহন করতে (লুক 2:10), এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্ব করতে I
English
স্বর্গদূতরা কি পুরুষ না মহিলা?