প্রশ্ন
আরিয়ানবাদ কি?
উত্তর
আরিয়ানবাদ হ’ল আরিয়াসের উপরে নামকরণের একটি বৈধর্ম্য, যিনি মিশরের আলেক্সান্দ্রিয়ায় খ্রীষ্টাব্দ চতুর্থ শতাব্দীর শুরুতে একজন যাজক এবং ভ্রান্ত শিক্ষক ছিলেন I আদি খ্রীষ্টানদের মধ্যে সম্ভবত বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল খ্রীষ্টের দেবত্বের বিষয় I যীশু কি প্রকৃতই দেহের মধ্যে ঈশ্বর ছিলেন নাকি যীশু একজন সৃষ্ট জীব ছিলেন I যীশু ঈশ্বর ছিলেন কি না? আরিয়াস ঈশ্বরের পুত্রের দেবত্বকে অস্বীকার করেছিলেন, ধরে রেখেছিলেন যে যীশু ঈশ্বরের দ্বারা সৃষ্টির প্রথম কার্য হিসাবে তৈরী হয়েছিল এবং খ্রীষ্টের প্রকৃতি ছিল এনোমোইয়োস (“অসদৃশ্য”) তা হ’ল ঈশ্বর পিতার I আরিয়ানবাদ হ’ল এই দৃষ্ঠিভঙ্গি যে যীশু কিছু ঐশ্বরিক গুণ সহ একজন সীমিত সৃষ্ট সত্তা, কিন্তু তিনি অনন্ত নন এবং তিনি ও তার মধ্যে ঈশ্বরত্ব নেই I
আরিয়ানবাদ যীশুর ক্লান্ত হয়ে পড়া সম্বন্ধে বাইবেলের উল্লেখগুলি (যোহন 4:6) এবং তার প্রত্যাবর্তনের তারিখ না জানাকে ভুল বোঝেন (মথি 24:36) I ঈশ্বর কিভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন বা কিছু জানেন না তা বুঝতে অসুবিধা হতে পারে তবে এই পদ গুলি যীশুর মানব স্বভাবের কথা বলে I যীশু সম্পূর্ণরূপে ঈশ্বর, কিন্তু সম্পূর্ণরূপে মানবও I ঈশ্বরের পুত্র নির্দিষ্ট সময় পর্যন্ত অবতীর্ণ হয়ে মানুষ হয়ে ওঠেন নি I সুতরাং একজন মানুষ হিসাবে যীশুর সীমাবদ্ধতার তাঁর ঐশ্বরিক প্রকৃতি বা তাঁর চিরন্তনতার উপরে কোনও প্রভাব নেই I
আরিয়ানবাদে দ্বিতীয় প্রধান ভুল ব্যাখ্যাটি খ্রীষ্টের প্রয়োগ হিসাবে প্রথমজাতের অর্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করে I রোমীয় 8:29 খ্রীষ্টকে “অনেক ভাই বোনের মধ্যে প্রথম” হিসাবে কথা বলেছে (এছাড়াও দেখুন কলসীয় 1:15-20) I আরিয় এই পদগুলিতে প্রথমজাতকে বোঝায় যে সৃষ্টির প্রথম কার্য হিসাবে ঈশ্বরের পুত্রকে “সৃষ্ট” করা হয়েছিল I এটি ঘটনা নয় I যীশু স্বয়ং তাঁর স্ব-অভিজ্ঞতা এবং অনন্ততাকে ঘোষণা করেছিলেন (যোহন 8:58; 10:30) I বাইবেলের সময়ে, পরিবারের প্রথমজাত পুত্রকে অত্যন্ত সম্মানের সাথে রাখা হত (আদিপুস্তক 49:3; যাত্রাপুস্তক 11:5; 34:19; গণনাপুস্তক 3:40; গীতসংহিতা 89:27; যিরমিয় 31:9) I এই অর্থেই যীশু হলেন “প্রথমজাত I” যীশু হলেন ঈশ্বরের পরিকল্পনার প্রধান ব্যক্তি এবং সমস্ত কিছুর উত্তরাধিকারী I(ইব্রীয় 1:2) I যীশু হলেন “আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, অনন্তকালীন পিতা, শান্তির রাজকুমার” (যিশাইয় 9:6) I
বিভিন্ন প্রাথমিক গির্জার পরিষদগুলিতে প্রায় এক শতাব্দীর পরে, খ্রীষ্টান গির্জা আনুষ্ঠানিকভাবে আরিয়ানবাদকে একটি মিথ্যা মতবাদ বলে নিন্দা করেছিলেন I সেই সময় থেকে, আরিয়ানবাদ খ্রীষ্টান বিশ্বাসের একটি কার্যকর তত্ব হিসাবে কখনও গ্রহণযোগ্য হয় নি I তবে আরিয়ানবাদ মারা যায় নি I আরিয়ানবাদ বহু শতাব্দী জুড়ে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে I আজকের যিহোবার স্বাক্ষী এবং মরমোনরা খ্রীষ্টের প্রকৃতি সম্পর্কে খুব আরিয়ান-জাতীয় অবস্থান রাখে I প্রারম্ভিক গির্জার উদাহরণ অনুসরণ করে, আমাদের অবশ্যই আমাদের প্রভু ও উদ্ধারকর্তা, যীশু খ্রীষ্টের দেবত্বের উপরে যে কোনো এবং সমস্ত আক্রমণকে নিন্দা করতে হবে I
English
আরিয়ানবাদ কি?