প্রশ্ন
আমি কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পাবার নিশ্চয়তা পেতে পারি?
উত্তর
আপনি যদি উদ্ধার পেয়ে থাকেন, তা কি করে নিশ্চিতভাবে জানেন? এক্ষেত্রে ১ যোহন ৫:১১-১৩ পদ বিবেচনা করা যায়: “সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাঁর পুত্রের মধ্যে আছে। ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে; কিন্তু ঈশ্বরের পুত্রকে যে পায় নি সে সেই জীবনও পায় নি।” তাহলে, তারা কে যাদের মধ্যে পুত্র আছেন? তারা হচ্ছেন- যারা তাঁকে বিশ্বাস করে গ্রহণ করেছেন (যোহন ১:১২ পদ দ্রষ্টব্য)। যদি যীশু আপনার সাথে থাকেন, তাহলে আপনার মধ্যে জীবন আছে। এই জীবন ক্ষণস্থায়ী জীবন না, কিন্তু অনন্ত জীবন।
ঈশ্বর চান যেন আমরা পরিত্রাণ বা উদ্ধার পাবার নিশ্চয়তা লাভ করি। আমরা আমাদের খ্রীষ্টিয়ান জীবনে সত্যিকার উদ্ধার পেয়েছি কি না তা নিয়ে প্রতিদিন দুশ্চিন্তা ও দুর্ভাবনা নিয়ে থাকতে পারি না। এই কারণে পবিত্র বাইবেল পরিত্রাণ বা উদ্ধার পাবার সুস্পষ্ট নিশ্চয়তা প্রদান করে, তা হচ্ছে- যীশু খ্রীষ্টকে বিশ্বাস করুন, আপনি উদ্ধার পাবেন (যোহন ৩:১৬; প্রেরিত ১৬:৩১ পদ দ্রষ্টব্য)। আপনি কি বিশ্বাস করেন যে, যীশুই উদ্ধারকর্তা এবং তিনি মৃত্যুবরণ করে আপনার পাপের শাস্তির জন্য পাওনা জরিমানা প্রদান করেছেন (রোমীয় ৫:৮; ২ করিন্থীয় ৫:২১ পদ দ্রষ্টব্য)। পরিত্রাণ বা উদ্ধার পাবার জন্য আপনি কি শুধুমাত্র তাঁকেই বিশ্বাস করছেন? যদি আপনার উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনি তো উদ্ধার পেয়েছেন! নিশ্চয়তা মানে, ‘সমস্ত সন্দেহের ঊর্ধে’। ঈশ্বরের বাক্য হৃদয়ে ধারণ করে আপনি ‘সকল সন্দেহের ঊর্ধে’ আপনার জীবনে অনন্তকালীন পরিত্রান বা উদ্ধার পাবার নিশ্চয়তা সত্যিই পেতে পারেন।
যারা যীশুকে বিশ্বাস করে, তিনি নিজেই তাদের সম্পর্কে এই নিশ্চয়তা দিয়েছেন: “আমি তাদের অনন্ত জীবন দিই। তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না” (যোহন ১০:২৮-২৯ পদ দ্রষ্টব্য)। অনন্ত জীবন হচ্ছে- নিখাঁদ অনন্তকালীন জীবন। এমন কেউই নেই, এমন কি আপনিও খ্রীষ্টের এই ঈশ্বর প্রদত্ত দান- পরিত্রাণ বা উদ্ধার আপনার নিজের কাছ থেকে নিয়ে নিতে পারেন।
ঈশ্বরের বাক্য আমরা আমাদের হৃদয়ে ধরে রাখি যেন তাঁর বিরূদ্ধে পাপ না করি (গীতসংহিতা ১১৯:১১ পদ দ্রষ্টব্য) এবং এর সাথে সন্দেহের বশে করা পাপও যুক্ত। ঈশ্বরের বাক্য যা বলেছে তার জন্য আনন্দ করা উচিত, যেন সন্দেহের বিপরীতে সন্দেহের ঊর্ধে দৃঢ় প্রত্যয়ে বাস করতে পারি! আমরা তো খ্রীষ্টের নিজের বলা কথা থেকে নিশ্চয়তা পেতে পারি যে, আমাদের পরিত্রাণ বা উদ্ধার কোন প্রশ্নবিদ্ধ বিষয় নয়। ঈশ্বরের ভালবাসায় যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে পরিত্রাণ বা উদ্ধারের এই নিশ্চয়তা আমরা পাই।
English
আমি কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পাবার নিশ্চয়তা পেতে পারি?