প্রশ্ন
হারমাগিদোনের যুদ্ধ কি?
উত্তর
“হারমাগিদোন” শব্দটি একটি হিব্রু শব্দ হার-মাগিদোন থেকে এসেছে, যার অর্থ “মেগিদো পর্বত” এবং ভবিষ্যত যুদ্ধের সাথে সমার্থক হয়ে উঠেছে যার মধ্যে ঈশ্বর হস্তক্ষেপ করবেন এবং খ্রীষ্ট-শত্রুকে ধ্বংস করবেন যেমন বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে (প্রকাশিত বাক্য 16:16; 20:1-3) I সমস্ত জাতিগণ খ্রীষ্টের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করার কারণে হারমাগিদোনের যুদ্ধে বহু লোক জড়িত থাকবে I
হারমাগিদোনের উপতক্যার সঠিক অবস্থান অস্পষ্ট কারণ সেখানে মেগ্গিদো বলে কোন পর্বত নেই I তবে, “হার” যেহেতু পাহাড়কেও বোঝাতে পারে, খুব সম্ভবত যিরূশালেমের ষাট মাইল উত্তরে অবস্থানটি হ’ল মেগ্গিদোর সমতল পরিবেষ্টিত পাহাড়ি দেশ I ওই অঞ্চলে দুই শতাধিক যুদ্ধ হয়েছে I মেগ্গিদোনের সমভূমি এবং এসদ্রায়েলোনের নিকটবর্তী সমভূমি হ’ল হারমাগিদোনের যুদ্ধের কেন্দ্রবিন্দু, যা ইস্রায়েলের পুরো দৈর্ঘ্যকে দক্ষিণের ইদোমীয় শহর বস্রা হিসাবে দক্ষিণে ছড়িয়ে পড়বে (যিশাইয় 63:1) I ইসরায়েলের ইতিহাসে দুটি দুর্দান্ত বিজয়ের জন্য হারমাগিদোন উপত্যকা বিখ্যাত ছিল: 1) কনানীয়দের উপরে বারাকের বিজয় (বিচার কর্ত্তৃত্বগণের বিবরণ 4:15) এবং 2) মিদীয়োনেদের উপরে গিদিয়োনেদের বিজয় বিচার কর্ত্তৃত্বগণের বিবরণ 7) I দুটো দুর্দান্ত বিয়োগান্ত পরিণতির জন্যও হারমাগিদোন একটি স্থান ছিল: 1) সৌল এবং তার পুত্রদের মৃত্যু (1 শমুয়েল 31:8) এবং 2) রাজা যোশিয়ের মৃত্যু (2 রাজাবলী 23:29-30; 2 বংশাবলী 35:22) I
এই ইতিহাসের কারণেই হারমাগিদোন উপতক্যা ঈশ্বর এবং অশুভ শক্তির মধ্যে চূড়ান্ত দ্বন্দের প্রতীক হয়ে উঠেছে I “হারমাগিদোন” শব্দটি কেবল প্রকাশিত বাক্য 16:16 এর নধ্যে ঘটেছে I “পরে তারা ইব্রীয় ভাষায় যাকে হারমাগিদোন বলে সেই স্থানে রাজাদের একত্রিত করল I” এটি সেই রাজাদের কথা বলে যারা খ্রীষ্ট-শত্রুর অনুগত হয়ে ইস্রায়েলের উপরে চূড়ান্ত হামলার জন্য সকলে মিলে একত্রিত হয় I হারমাগিদোনে “[ঈশ্বরের] ক্রোধের দ্রাক্ষারসে ভরা কাপ” (প্রকাশিত বাক্য 16:19) বিতরণ করা হবে এবং খ্রীষ্ট-শত্রু এবং তার অনুগামীদের উৎখাত করে পরাজিত করা হবে I “হারমাগিদোন” একটি সাধারণ ভাষায় পরিণত হয়েছে যা বিশ্বের শেষ প্রান্তকে বোঝায়, কেবল মেগ্গিদোর সমভূমিতে যে যুদ্ধ হয় তা নয় I
English
হারমাগিদোনের যুদ্ধ কি?