প্রশ্ন
খ্রীষ্টের রক্তের অর্থ কি
উত্তর
“খ্রীষ্টের রক্ত” এই বাক্যাংশটি নতুন নিয়মে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে, আর এটির মধ্য দিয়ে যা প্রকাশ পায় তা হলো আমাদের পরিবর্তে যীশুর উৎসর্গীকৃত বা ত্যাগস্বীকারমূলক মৃত্যু এবং তাঁর প্রায়শ্চিত্তমূলক কাজ। মুক্তিদাতার রক্তের সাথে আরও যে বিষয়টি অন্তর্ভুক্ত তা হলো এর বাস্তবতা যা তিনি আক্ষরিক অর্থেই ক্রুশে সেচন করেছিলেন, কিন্তু আরও তাৎপর্যপূর্ণ যা তা হলো, পাপীদের জন্য তাঁর রক্তপাত ও মৃত্যুবরণ। খ্রীষ্টের রক্তের শক্তি হলো সকল স্তরের সকল সময়ের অগণিত লোকের জন্য সাধিত পাপের প্রায়শ্চিত্ত সাধন, আর যারা সেই রক্তের উপর বিশ্বাস স্থাপন করে, তারা সকলেই উদ্ধার বা পরিত্রাণ লাভ করবে।
খ্রীষ্টের রক্তের বাস্তবতা হলো পাপের জন্য সাধিত খ্রীষ্টের রক্তের প্রায়শ্চিত্তমূলক কাজ যেটি মোশির নিয়মের মধ্যে লক্ষ্য করা যায়। বছরে একবার যাজক সমস্ত লোকের পাপের জন্য মন্দিরের বেদিতে পশুর রক্ত উৎসর্গ করতেন। ইব্রীয় ৯:২২ পদে লেখা আছে, “আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে শুচিকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না।” কিন্তু এটি ছিল রক্ত উৎসর্গ যা তার কার্যকারিতায় সীমাবদ্ধ, আর সেই কারণে এটি বার বার উৎসর্গ করতে হতো। এটি হলো “সকলের জন্য একজন” এরূপ বিষয়ের প্রতিচ্ছবি যা যীশু ক্রুশে সাধন করলেন (ইব্রীয় ৭:২৭ পদ)। এই ত্যাগস্বীকার যেহেতু একবার উৎসর্গ করা হয়েছে, সেহেতু আর কোন বৃষ বা যাঁড় ও ছাগের রক্তের প্রয়োজন নেই।
খ্রীষ্টের রক্ত হলো নতুন চুক্তি বা সন্ধির ভিত্তি। ক্রুশ অভিমুখে যাওয়ার আগের দিন রাতে যীশু দ্রাক্ষারসের পানপাত্র তাঁর শিষ্যদের দিয়ে বললেন, “এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়” (লূক ২২:২০ পদ)। দ্রাক্ষারসে পূর্ণ পানপাত্র হলো খ্রীষ্টের রক্তের নমুনাস্বরূপ, যে পানপাত্র এখনও যারা তাঁকে অর্থাৎ খ্রীষ্টকে বিশ্বাস করেনি, তাদের দ্বারা পূর্ণ হবে। যীশু যখন ক্রুশে তাঁর রক্ত সেচন করলেন তখনই তিনি পুরাতন নিয়মে উল্লেখিত পশু উৎসর্গকরণের দাবীগুলো বিলুপ্ত বা দূরীভূত করলেন। মানুষের পাপ ঢাকা দেওয়ার জন্য পশুর রক্ত যথেষ্ট ছিল না, এটি ছিল কেবলমাত্র সাময়িক সময়ের জন্য, কারণ পবিত্র ও অসীম ঈশ্বরের বিরুদ্ধে করা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন পবিত্র ও অনন্ত বা অসীম ত্যাগস্বীকার বা আত্মোৎসর্গ। ইব্রীয় ১০:৩-৪ পদে লেখা আছে, “কিন্তু ওই সকল যজ্ঞে বৎসর বৎসর পুনর্বার পাপ স্মরণ করা হয়। কারণ বৃষের বা ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না।” যখন বৃষ ও ছাগের রক্তকে পাপের “পুনঃস্মরণ”-এর মতো বিষয় ছিল, তখন আমরা “নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল রক্ত” (১পিতর ১:১৯ পদ) দ্বারা পাপজনিত কারণে ঈশ্বরের কাছে আমাদের যে ঋণ ছিল তা থেকে মুক্ত হই, এবং পাপের কারণে এখন আর আমাদের কোন বলি বা উৎসর্গের প্রয়োজন হয় না। কারণ যীশু বলেন, তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সবকিছু “সমাপ্ত হইয়াছে”, এর দ্বারা তিনি যা বুঝাতে চান তা হলো- পরিত্রাণ বা উদ্ধারের সমস্ত কাজ চিরদিনের জন্য শেষ করা হয়েছে, ইব্রীয় ৯:১২ পদে যেমনটি বলা হয়েছে, প্রভু যীশু স্বয়ং তাঁর “নিজ রক্তের গুণে-একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন, ও অনন্তকালীন মুক্তি অর্জন করিয়াছেন।”
খ্রীষ্টের রক্ত যে কেবলমাত্র বিশ্বাসীদের তাদের পাপ ও অনন্ত শাস্তি থেকে মুক্ত বা স্বাধীন করেছে তা নয়, কিন্তু- “খ্রীষ্টের রক্ত আমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি না করিবে, যেন আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারি” (ইব্রীয় ৯:১৪ পদ)। ২করিন্থীয় ২:১৭ পদে লেখা আছে, “ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেইগুলি নূতন হইয়া উঠিয়াছে।” আর আমরা এখন জীবন্ত ঈশ্বরের সেবা করতে, তাঁকে গৌরবান্বিত করতে এবং অনন্তকাল ধরে তাঁর সাথে আনন্দ করতে তাঁর অর্থাৎ যীশুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত বা স্বাধীন হয়েছি।
English
খ্রীষ্টের রক্তের অর্থ কি