প্রশ্ন
আপনি কি লেবীয় পুস্তকটির সারমর্ম করতে পারেন? সম্পূর্ণ লেবীয় পুস্তকটি কি সর্ম্পকে লিখিত?
উত্তর
মোশি লেবীয় পুস্তকের লেখক ছিলেন।
লেখার তারিখঃ লেবীয় পুস্তকটি ১৪৪০ এবং ১৪০০ খ্রীষ্ট পূর্বাব্দের মধ্যে লেখা হয়েছিল।
লেখার উদ্দেশ্যঃ যেহেতু ইস্রায়েলীয়েরা ৪০০ বছর ধরে মিসরে বন্দী ছিল। এ কারণে ঈশ্বরবাদী ও পৌত্তলিক মিসরীয়দের দ্বারা ঈশ্বরের ধারণাটি বিকৃত করা হয়েছিল। লেবীয় পুস্তকে উদ্দেশ্য হল নির্দেশনা এবং আইন-কানুন প্রদান করা যাতে একজন পাপী, তথাপি মুক্তিপ্রাপ্ত লোক হিসেবে পবিত্র ঈশ্বরের সাথে তাদের সম্পর্কের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একজন পবিত্র ঈশ্বরের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তিগত পবিত্রতার প্রয়োজনীয়তার উপর লেবীয় পুস্তকে জোর দেওয়া হয়েছে। সঠিক বলি উৎসর্গের মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে (৮-১০ অধ্যায়)। পুস্তকটিতে অন্তর্ভুক্ত করা বিষয়গুলো হল খাবার (শুচি ও অশুচি খাবার), সন্তান জন্মদান, রোগ বিষয়ক নিয়ম (১১-১৫ অধ্যায়)। ১৬ অধ্যায় প্রায়শ্চিত্তের দিন বর্ণনা করে যখন মানুষের ক্রমবর্ধমান পাপের জন্য একটি বার্ষিক বলি উৎসর্গ করা হোত। অধিকন্তু, ঈশ্বরের লোকদের তাদের ব্যক্তিগত, নৈতিক এবং সামাজিক জীবনযাপনে সতর্ক হতে হবে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল বর্তমানে প্রচলিত অনুশীলন বা রীতিনীতির বিপরীত (১৭-২২ অঃ)।
মূল পদঃ লেবীয় ১:৪ পদে লেখা আছে, “পরে হোমবলির মস্তকে হস্তর্পণ করিবে; আর তাহা তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে।”
লেবীয় ১৭:১১ পদটি আমাদের বলে যে, “কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থ আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্তসাধক।”
আবার লেবীয় ১৯:১৮ পদে লেখা আছে, “তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে; আমি সদাপ্রভু।”
সংক্ষিপ্ত সারমর্মঃ ১-৭ অধ্যায় সাধারণ এবং পুরোহিত উভয়ের জন্য প্রয়োজনীয় উপহারগুলোর বর্ণনা দেয়। ৮-১০ অধ্যায় হারোণ এবং তার পুত্রদের পুরোহিতের কাছে অভিষিক্ত হওয়ার বর্ণনা দেয়। ১১-১৬ অধ্যায় হল বিভিন্ন ধরনের অপবিত্রতার জন্য ব্যবস্থাপত্র। শেষ ১০টি অধ্যায় হল কার্যকরী পবিত্রতার জন্য তাঁর লোকদের কাছে ঈশ্বরের নির্দেশিকা। যিহোবা ঈশ্বরের লোকদের উপাসনায় বিভিন্ন ভোজের সূচনা করা হয়েছিল, ঈশ্বরের আইন-কানুন অনুসারে আমন্ত্রিত এবং প্রয়োগ করা হয়েছিল। আশীর্বাদ এবং অভিশাপ ঈশ্বরের আজ্ঞা পালন বা প্রত্যাখ্যানের সহযোগী হবে ২৬ অধ্যায়)। ২৭ অধ্যায়ে সদাপ্রভুর প্রতি অঙ্গীকারের বিষয়টি ব্যক্ত করা হয়েছে।
লেবীয় পুস্তকের প্রাথমিক বিষয়টি হলো পবিত্রতা। তাঁর লোকদের মধ্যে পবিত্রতার জন্য ঈশ্বরের দাবি তাঁর নিজের পবিত্র সৃষ্টির উপর ভিত্তি করে। একটি অনুরূপ বিষয় হল প্রায়শ্চিত্ত। ঈশ্বরের সামনে পবিত্রতা বজায় রাখতে হবে এবং পবিত্রতা শুধুমাত্র একটি সঠিক প্রায়শ্চিত্তের মাধ্যমেই অর্জিত হতে পারে।
পূর্বাভাসঃ উপাসনার বেশির ভাগ আচার অনুষ্ঠান আমাদের পবিত্রতা, প্রভু যীশু খ্রীষ্টের লোক এবং কাজকে বিভিন্ন উপায়ে চিত্রিত করে। ইব্রীয় ১০ অধ্যায় আমাদের বলে যে, মোশির আইন-কানুন হল “উত্তম উত্তম বিষয়ের ছায়াবিশিষ্ট” যার মাধ্যমে বোঝানো হয়েছে যে, মানুষের পাপের জন্য পুরোহিতদের দ্বারা নিবেদিত দৈনন্দিন বলি উৎসর্গ যা চূড়ান্ত বলি উৎসর্গের প্রতিরূপ ছিল যীশু খ্রীষ্ট, যাঁর বলি উৎসর্গ তখনই সার্থক হবে যখন লোকেরা তাঁকে বিশ্বাস করবে। আইন-কানুন দ্বারা অস্থায়ীভাবে দেওয়া পবিত্রতা একদিন পবিত্রতার পরম অর্জন দ্বারা প্রতিস্থাপিত হবে যখন খ্রীষ্টিয়ানেরা তাদের পাপকে খ্রীষ্টের ধার্মিকতার জন্য বিনিময় করবে (২করিন্থীয় ৫:২১ পদ)।
কার্যকরী প্রয়োগ: ঈশ্বর তাঁর পবিত্রতাকে গুরুত্ব সহকারে নেন এবং আমাদেরও তাই করা উচিত। অত্যাধুনিক মণ্ডলীর প্রবণতা হল ঈশ্বরকে আমাদের নিজেদের মতো করে উপস্থাপন করা, তাঁর বাক্যের বর্ণনার পরিবর্তে তাঁকে সেই গুণ বা বৈশিষ্ট্যগুলি দেওয়া যা আমরা চাই। ঈশ্বরের সম্পূর্ণ পবিত্রতা, তাঁর অতিক্রান্ত জাঁকজমক এবং তাঁর “অগম্য দিপ্তীনিবাসী” (১তিমথীয় ৬:১৬) বিষয়গুলো অনেক খ্রীষ্টিয়ানদের কাছে পরজাতীয় ধারণা বলে মনে হয়। আমাদেরকে আলোতে চলতে এবং আমাদের জীবনে অন্ধকার দূর করতে বলা হয়েছে যাতে আমরা তাঁর দৃষ্টিতে আনন্দিত হতে পারি। একজন পবিত্র ঈশ্বর তাঁর লোকদের মধ্যে ভয়ানক এবং লজ্জাহীন পাপকে সহ্য করতে পারেন না এবং তাঁর পবিত্রতা তাকে শাস্তি দিতে চায়। আমরা পাপ বা ঈশ্বরের ঘৃণার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গীতে ধৃষ্ট হতে সাহস করি না, অথবা আমাদের এটিকে কোনভাবেই আলোকিত করা উচিত নয়।
সদাপ্রভুর প্রশংসা করুন, কারণ আমাদের পক্ষে যীশু মৃত্যুবরণের কারণে, আমাদের আর পশু বলি উৎসর্গ দিতে হবে না। লেবীয় পুস্তক হল সব কিছুর প্রতিস্থাপনমূলক বিষয় সম্পর্কে। যারা পাপ করেছে তাদের জন্য পশুর মৃত্যু একটি বিকল্প শাস্তি ছিল। একইভাবে, ক্রুশে যীশুর বলি হিসেবে নিজেকে উৎসর্গ ছিল আমাদের পাপের বিকল্প ব্যবস্থা গ্রহণ। এখন আমরা নির্ভয়ে পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি, কারণ তিনি আমাদের মধ্যে খ্রীষ্টের ধার্মিকতা দেখেন।
English
আপনি কি লেবীয় পুস্তকটির সারমর্ম করতে পারেন? সম্পূর্ণ লেবীয় পুস্তকটি কি সর্ম্পকে লিখিত?