প্রশ্ন
একজন দৈহিক খ্রীষ্টান কি?
উত্তর
একজন প্রকৃত খ্রীষ্টান কি দৈহিক হতে পারে? এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে প্রথমে আমাদের “দৈহিক” শব্দটিকে সজ্ঞায়িত করা যাক I গ্রীক শব্দ সারকিকোস থেকে “দৈহিক” শব্দটিকে অনুবাদ করা হয়েছে, যার আক্ষরিক অর্থ হ’ল “মাংসিকভাবে” I এই বর্ণনামূলক শব্দটিকে 1 করিন্থীয়া 3:1-3 এর মধ্যে খ্রীষ্টানদের প্রসঙ্গে দেখা যায় I এই অনুচ্ছেদের মধ্যে, প্রেরিত পৌল পাঠকদেরকে “ভাইগণ” বলে সম্বোধন করেছেন, এমন একটি শব্দ তিনি অন্যান্য খ্রীষ্টানদের বোঝাতে প্রায় একচেটিয়াভাবে ব্যবহার করেন I তারপরে তিনি তাদের “দৈহিক” হিসাবে বর্ণনা করতে এগিয়ে যান I সুতরাং আমরা সিদ্ধান্ত করতে পারি যে খ্রীষ্টানরা দৈহিক হতে পারে I বাইবেল একেবারে পরিষ্কার যে কেউ পাপহীন নয় (1 যোহন 1:8) I প্রতিবার আমরা পাপ করি আমরা দৈহিকভাবে কাজ করি I
মূল বিষয়টি বুঝতে হবে যে একজন খ্রীষ্টান যদিও কিছু সময়ের জন্য দৈহিক হতে পারে তবে সত্য খ্রীষ্টান আজীবন দৈহিক থাকবে না I কেউ কেউ এই বলার দ্বারা “দৈহিক খ্রীষ্টান” ধারণার অপব্যাহার করেছেন যে, খ্রীষ্টের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তারপরে তাদের বাকি জীবনে পুনরায় জন্মানোর বা নতুন সৃষ্টির (2 করিন্থীয়া 5:17) কোনো প্রমান ছাড়াই, পুরোপুরি দৈহিকভাবে জীবনযাপন করতে অগ্রসর হয় I এ জাতীয় ধারণা সম্পূর্ণ অবাস্তব I যাকোব 2 এটি প্রচুর পরিমানে পরিষ্কার করে দিয়েছে যে সত্যিকারের বিশ্বাস সর্বদা ভাল কাজের ফল দেয় I ইফিষীয় 2:8-10 ঘোষণা করে যে আমরা যখন বিশ্বাসের মাধ্যমে একাই অনুগ্রহের দ্বারা রক্ষা পেয়েছি, তখন পরিত্রাণ ফলস্বরূপ কাজ করবে I একজন খ্রীষ্টান, ব্যর্থতা এবং/ বিদ্রোহের সময়ে কি দৈহিক হতে পারে? হ্যাঁ I একজন সত্য খ্রীষ্টান কি দৈহিক থাকবে? না I
যেহেতু চিরন্তন সুরক্ষা শাস্ত্রের সত্য, তাই দৈহিক খ্রীষ্টান এখনও সংরক্ষিত I পরিত্রাণকে হারাতে পারা যায় না কারণ পরিত্রাণ ঈশ্বরের একটি উপহার যা তিনি হরণ করবেন না (দেখুন যোহন 10:28: রোমীয় 8:37-39;1 যোহন 5:13) I এমনকি 1 করিন্থীয় 3:15 এর মধ্যে, দৈহিক খ্রীষ্টানকে পরিত্রাণের আশ্বাস দেওয়া হয়: “কারোর কাজ পুড়ে গেলে তার ক্ষতি হবে; কিন্তু সে নিজে রক্ষা পাবে, তবুও আগুনের মধ্য দিয়ে I” যে ব্যক্তি খ্রীষ্টান বলে দাবি করে কিন্তু দৈহিক ভাবে জীবনযাপন করে সে তার পরিত্রাণ হারায় কিনা সেটি প্রশ্ন নয়, তবে সেই ব্যক্তি প্রথম স্থানে রক্ষা পেয়েছিল (1 যোহন 2:19) I
খ্রীষ্টানরা যারা তাদের আচরণে দৈহিক হয়ে থাকে তারা ঈশ্বরের থেকে প্রেমের সাথে তাদের অনুশাসন করার আশা করতে পারে (ইব্রীয় 12:5-11) যাতে তাদেরকে তাঁর সাথে নিবিড় সহভাগিতার জন্য পুনস্থাপন করা যেতে পারে এবং তাঁকে মান্য করতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে I আমাদের বাঁচাতে ঈশ্বরের ইচ্ছা হ’ল আমরা ক্রমান্বয়ে খ্রীষ্টের প্রতিমূর্তির আরও নিকটবর্তী হই (রোমীয় 12:1-2), ক্রমবর্ধমান রূপে আধ্যাত্মিক এবং হ্রাসমান শারীরিক হয়ে ওঠা, একটি প্রক্রিয়া যা শুদ্ধিকরণ বলে পরিচিত I যতক্ষণ না আমরা পাপী শরীর থেকে উদ্ধার না পাই, সেখানে দৈহিক প্রকোপ থাকবে I খ্রীষ্টের একজন প্রকৃত বিশ্বাসীর পক্ষে, যদিও, দৈহিকতার এই প্রাদুর্ভাবগুলি ব্যতিক্রম হবে, নিয়ম নয় I
English
একজন দৈহিক খ্রীষ্টান কি?