settings icon
share icon
প্রশ্ন

পবিত্র আত্মার বাপ্তিস্ম ও আত্মিক বরদানের মতবাদ বলতে কী বোঝায়?

উত্তর


আত্মিক বাপ্তিস্ম ও আত্মিক বরদানের মতবাদের উপর প্রতিষ্ঠিত মন্ডলী হলো খ্রীষ্টীয় আত্মিক জাগরণের আন্ত:মন্ডলী যা কিনা বর্তমানে খুব দ্রুত হারে খ্রীষ্টীয় সমাজে বৃদ্ধি পাচ্ছে। এই মন্ডলীর গোড়াপত্তন হয় ১৯০৬ খ্রীষ্টাব্দে ক্যালিফোনিয়ার লস অ্যাঞ্জেলসের আজুসা স্ট্রিট রোডে ম্যাথোডিস্ট মন্ডলীর পৃষ্টপোষকতায় আত্মিক উদ্দীপনা সভার মাধ্যমে। পঞ্চাশওমীর পর্ব পালন করার সময় প্রেরিত ২ অধ্যায়ে বর্ণনা করা ঘটনার মত একইভাবে ঐ সভার লোকেরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছে বলে দাবি করেছিল। পরভাষায় কথা বলা এবং আরোগ্যদানের মাধ্যমে তাদের মধ্যে বিশেষ আত্মিক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। এই আত্মিক উদ্দীপনা সভায় যারা অংশগ্রহণ করেছিল, তারা তাদের উৎসাহ- উদ্দীপনা সমস্ত আমেরিকায় ছড়িয়ে দিয়েছিলেন এবং ঐ মতবাদের মন্ডলী এভাবে শুরু হয়েছিল। ১৯৭০ দশকের শুরুর দিকে, এই মতবাদের উপর প্রতিষ্ঠিত মন্ডলী ইউরোপে ছড়িয়ে পড়েছিল, ১৯৮০ দশকের সময়ে এই মন্ডলীর আরও বিস্তার ঘটেছিল এবং আরও অনেক মতবাদের মন্ডলী এখান থেকে বিস্তার লাভ করেছিল। এটা খুব স্বাভাবিক বিষয় যে, এই মতবাদের উপর প্রতিষ্ঠিত মন্ডলীর প্রভাব অন্যান্য মন্ডলী যেমন- ব্যাপ্টিস্ট, এপিসকোপালিয়াস, লুথারান এবং অন্যান্য মন্ডলীর উপরও পড়েছিল।

ক্যারিজম্যাটিক মতবাদের উপর প্রতিষ্ঠিত মন্ডলীর নামকরণের ক্ষেত্রে গ্রীক শব্দ ‘ক্যারিজ’ শব্দের ইংরেজি প্রতিশব্দ grace বা অনুগ্রহ এবং গ্রীক শব্দ ম্যাটা (mata) শব্দের ইংরেজি প্রতিশব্দ বরদান সুতরাং ক্যারিজম্যাটা (charismata) শব্দের অর্থ হলো ‘অনুগ্রহ- দান বা আত্মিক বরদান’। এই মতবাদের যে বিষয়টিতে গুরুত্ব দেয়া হয় তা হলো- পবিত্র আত্মায় পূর্ণ হওয়া বা পবিত্র আত্মার উপস্থিতির প্রমাণ হিসেবে পবিত্র আত্মার বরদানগুলো প্রকাশিত হওয়া। বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে এই বরদানগুলোকে বলা হয় আত্মিক বরদান বা পবিত্র আত্মার বরদান যা কিনা একজন আত্মিক ব্যক্তিকে অনেক ব্যক্তির আত্মিক নেতা হিসেবে বা পরিচালক হিসেবে বিশেষ ক্ষমতা বা প্রভাব প্রদান করে থাকে। এই আত্মিক বরদানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দানগুলো হলো পরভাষায় কথা বলা এবং ভাববাণী বলা। ক্যারিজম্যাটিক মতবাদে বিশ্বাসী লোকেরা এটা বিশ্বাস করে যে, আদি মন্ডলীতে অন্তর্ভূক্ত লোকেরা যেভাবে পবিত্র আত্মার বরদান লাভ করেছিল; ঠিক একইভাবে পবিত্র আত্মার বরদানের উপর প্রতিষ্ঠিত মন্ডলীও একই অভিজ্ঞতা লাভ করতে পারে।

ক্যারিজম্যাটিক মন্ডলী বলতে মূলত: যে পবিত্র আত্মার প্রকাশের প্রমাণস্বরূপ পরভাষায় কথা বলা, অলৌকিকভাবে আরোগ্যদানের ক্ষমতা ও ভাববাণী বলার মত বরদানগুলো গ্রহনণর ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্যভাবে সুপরিচিত। বেশিরভাগ সভাগুলোর আয়োজন করা হয় প্রার্থনা ও আত্মিক গান করার জন্য, আত্মায় নাচ ও চিৎকার করা এবং প্রার্থনার সময়ে উপরে হাত তোলার জন্য। এছাড়াও তেল দিয়ে রোগীকে অভিষেক করা হলো তাদের আরাধনার একটা অংশ। উপরে উল্লেখিত কারণেই এই মতবাদের মন্ডলীর বৃদ্ধি ও জনপ্রিয়তা তৈরি হয়েছে। কিন্তু যেখানে উন্নতিসাধন এবং জনপ্রিয়তাই আশা করা হয়, সেখানে এই দু’টি বিষয় দ্বারা প্রকৃত সত্যকে তুলে ধরা যায় না।

এখানে যে প্রশ্ন থেকে যায় তা হলো : এই ক্যারিজম্যাটিক মতবাদ কী বাইবেলীয় মতবাদ? আমরা এই প্রশ্নের উত্তর এভাবে দিতে পারি যে, আমরা জানি সৃষ্টির শুরু থেকে শয়তানের ছলনাময়ী কুটিল পরিকল্পনা হলো ঈশ্বরের সন্তান ও তাঁর অবিকৃত জীবন্ত বাক্যের মাঝে দেয়াল তৈরি করা। শয়তানের এ ধরনের আচরণ শুরু হয়েছিল যখন সে এদোন বাগানে হবাকে জিজ্ঞাসা করেছিল যে, সত্যিই কি ঈশ্বর বলেছেন...? (আদিপুস্তক ৩:১ পদ); ঠিক এ কথা বলেই ঈশ্বর যা বলেছিলেন সেটা সত্যিই তিনি বলেছিলেন কিনা অর্থাৎ তাঁর ক্ষমতা ও সত্যতার ব্যাপারে শয়তান পবিত্র বাইবেলের ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে সন্দেহ তুলে ঈশ্বরের সন্তানদেরকে আক্রমণ করে যাচ্ছে। এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, শয়তান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে (১পিতর ৫:৮ পদ)

আজকাল আমরা অলৌকিক কাজ সাধনের নামে অনেক মন্দ আত্মার কাজের বৃদ্ধি দেখতে পাচ্ছি। শয়তান অনেক চেষ্টা করে আমাদের কাছ থেকে বাইবেল ছিনিয়ে না দিতে পারলেও সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাইবেল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে। শয়তান খ্রীষ্টীয় মন্ডলীর লোকদেরকে মূল জায়গা থেকে সরিয়ে কিছু অতিপ্রাকৃতিক বা অলৌকিক কার্যের প্রতি বেশি মনোযোগী করে তুলে তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে যারা এই ধরনের লোকদের অভিজ্ঞতার দিকে বেশি নজর দিচ্ছে তারা ঈশ্বরের পবিত্র বাক্য কী বলে বা সেখানে কী লেখা আছে সেদিকে নজর দেবার বা সেই সত্য খোঁজার কোন সময় বা আগ্রহ তাদের নেই।

এই ব্যাপারে কোন সন্দেহ নেই যে, ঈশ্বর অলৌকিক কাজ করতে পারেন। ক্যারিজমেটিক মতবাদের উপর নির্ভর করে গড়ে ওঠা মন্ডলীতে যা কিছু ঘটে সেটা হতে পারে পবিত্র আত্মার সত্যিকারের কাজ। কিন্তু মূল সত্য বিষয় হলো : খ্রীষ্টের দেহ বা মন্ডলীর জন্য নতুন কোন প্রেরিত, নতুন কোন আরোগ্যদায়ী ব্যক্তি অথবা নিজের মত করে অলৌকিক কাজ করার মত কোন কার্যকারীর প্রয়োজন নেই। বর্তমানে খ্রীষ্টীয় মন্ডলীর যা প্রয়োজন তা হলো ঈশ্বরের জীবন্ত বাক্যের দিকে গুরুত্ব দিয়ে পবিত্র আত্মার শক্তি বা ভালবাসার মাধ্যমে ঈশ্বরের বাক্য ও তাঁর পরাক্রমকে সব জায়গার সমস্ত মানুষের কাছে প্রচারের মাধ্যমে তুলে ধরা।

English


বাংলা হোম পেজে ফিরে যান

পবিত্র আত্মার বাপ্তিস্ম ও আত্মিক বরদানের মতবাদ বলতে কী বোঝায়?
© Copyright Got Questions Ministries