settings icon
share icon
প্রশ্ন

আমি কিভাবে খ্রীষ্টধর্মে ধর্মান্তরিত বা পরিবর্তীত হব?

উত্তর


স দেশের ফিলিপী নামক শহরের একজন ব্যক্তি পৌল ও শীলকে ঠিক এমন ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করেছিলেন। আমরা এই ব্যক্তি সম্বন্ধে অন্ততপক্ষে তিনটি বিষয় জানতে পারি: তিনি ছিলেন একজন জেলরক্ষক, তিনি ছিলেন একজন প্রতিমাপূজারী এবং তিনি ছিলেন একজন হতাশাগ্রস্ত লোক। এই লোকটি আত্মহত্যা করতে উদ্যত হলে পর পৌল তাকে তা করা থেকে নিবৃত্ত করলেন। এর পর পরই লোকটি জিজ্ঞাস করে উঠলেন, "পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? (প্রেরিত ১৬:৩০ পদ)।

প্রকৃত সত্য হলো, লোকটির করা প্রশ্নটি এটি প্রকাশ করে যে, তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছিলেন তার পরিত্রাণ বা উদ্ধার পাওয়ার দরকার রয়েছে- তিনি নিজের জন্য কেবল মৃত্যুই দেখতে পেলেন এবং তিনি জানতেন যে, তার সাহায্যের প্রয়োজন। পৌল ও শীলকে করা তার প্রশ্নটি তার এই বিশ্বাসের কথা প্রকাশ করে যে, তাদের কাছে তার প্রশ্নের উত্তর রয়েছে।

তার এই প্রশ্নের উত্তর ছিল অতি অতি সহজ ও সরলঃ "প্রভু যীশুকে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে" (প্রেরিত ১৬:৩১ পদ)। এই অধ্যায়ের মধ্যে লোকটি কিভাবে বিশ্বাস করেছিল এবং ধর্মান্তরিত বা পরিবর্তীত হয়েছিল তা বর্ণনা করা হয়েছে। আর সেই দিন থেকে তার জীবনে ভিন্ন ধরনের বিষয় প্রদর্শিত হতে শুরু করেছিল।

মনে রাখা দরকার যে, লোকটির পরিবর্তনের ভিত্তি ছিল তার বিশ্বাস (আস্থা)। তাকে অন্য কোন কিছুর উপর নয়, কিন্তু কেবলমাত্র যীশুকেই বিশ্বাস করতে হয়েছিল। লোকটি বিশ্বাস করলেন যে, যীশুই হলেন ঈশ্বরের পুত্র (সদাপ্রভু) এবং অভিষিক্ত ব্যক্তি (খ্রীষ্ট) যিনি শাস্ত্রে লিখিত বিষয়গুলো পূর্ণ করেছিলেন। তার এই আস্থা বা বিশ্বাসের মধ্যে এই বিষয়টিও ছিল যে, যীশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং আবার মৃত্যুকে জয় করে উঠেছেন যা পৌল ও শীল প্রচার করছিলেন (রোমীয় ১০:৯-১০ পদ এবং ১করিন্থীয় ১৫:১-৪ পদ)।

"ধর্মান্তরিত" শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে "ফিরে আসা"। যখন আমরা কোন কিছুর দিকে ফিরি তখন আমাদের অবশ্যই অন্য কোন কিছু থেকে ফিরে আসার প্রয়োজন হয়। তেমনিভাবে যখন আমরা যীশুর দিকে ফিরি তখন আমাদের অবশ্যই পাপ থেকে ফিরে আসতে হয়। এই ফিরে আসাকে পবিত্র বাইবেলে "অনুতাপ বা অনুশোচনা" হিসাবে এবং যীশুর প্রতি ফিরে আসার সাথে "বিশ্বাস" বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। তাই অনুশোচনা এবং বিশ্বাস এই দু'টি শব্দ একে অপরের পরিপূরক। অনুশোচনা এবং বিশ্বাস এই দু'টি বিষয় সম্পর্কে ১থিষলনীকীয় ১:৯ পদে ইঙ্গিত প্রদান করা হয়েছে- "তোমরা প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ।" প্রকৃতপক্ষে খ্রীষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার ফলস্বরূপ একজন খ্রীষ্টিয়ানকে অবশ্যই তার আগের সমস্ত পথ এবং মিথ্যা ধর্মে তার অংশগ্রহণকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে।

খ্রীষ্টধর্মে পরিবর্তীত হওয়ার সোজা কথা হলো, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে, যীশুই হলেন ঈশ্বরের পুত্র যিনি আপনার পাপের কারণে মরেছিলেন এবং পুনরায় জীবিত হয়েছেন। আপনাকে অবশ্যই ঈশ্বরের সাথে একমত হতে হবে যে, আপনি একজন পাপী এবং আপনার পরিত্রাণের প্রয়োজন এবং সেই সঙ্গে যীশুর উপর এই আস্থা রাখতে হবে যে, কেবলমাত্র তিনিই আপনাকে উদ্ধার করতে পারেন। আপনি আপনার পাপ থেকে যীশুর প্রতি ফিরে আসলে আপনার জন্য ঈশ্বরের এই প্রতিজ্ঞা রয়েছে যে, তিনি আপনাকে উদ্ধার করবেন এবং আপনাকে পবিত্র আত্মা দান করবেন যিনি আপনাকে সম্পূর্ণ নতুনরূপে গঠন করবেন।

আকার, গঠন কিংবা ধরনের দিক থেকে সত্যিকার অর্থে খ্রীষ্টধর্ম কোন ধর্ম নয়। বাইবেল অনুসারে খ্রীষ্টধর্ম অর্থ হচ্ছে যীশু খ্রীষ্টের সাথে সম্পর্ক বা সহভাগিতা বজায় রাখার বিষয়। খ্রীষ্টধর্ম হচ্ছে ঈশ্বর প্রদত্ত পরিত্রাণ যা সেই ব্যক্তিকে দেওয়া হয় যিনি ক্রশের উপর যীশুর ত্যাগস্বীকারকে বিশ্বাস করেন এবং তাঁর উপর আস্থা রাখেন। কেউ যখন খ্রীষ্টধর্মে দীক্ষিত হন তার অর্থ এই নয় যে, তিনি এক ধর্মের জন্য অন্য ধর্ম ত্যাগ করেন। খ্রীষ্টধর্মে দীক্ষিত বা পরিবর্তীত হওয়া হলো দান বা উপহার গ্রহণ করা যা ঈশ্বর প্রদান করেন এবং যীশু খ্রীষ্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক বা সহভাগিতা শুরু হওয়া যা পাপের ক্ষমা নিয়ে আসে এবং মৃত্যুর পর স্বর্গে অনন্ত কাল বাসের নিশ্চয়তা প্রদান করে।

আপনি এই প্রবন্ধে যা কিছু পড়েছেন তার পরিপ্রেক্ষিতে কী আপনি খ্রীষ্টধর্মে দীক্ষিত হওয়ার আকাঙ্খা করেন? যদি আপনার উত্তর হ্যাঁ-সূচক হয় তাহলে আপনার জন্য এখানে ঈশ্বরের কাছে নিবেদন করার জন্য একটি সহজ প্রার্থনা তুলে ধরা হলো। এই প্রার্থনা কিংবা আপনি অন্য যে কোন প্রার্থনা করুন না কেন তা আপনাকে উদ্ধার বা রক্ষা করবে না। এটি কেবলমাত্র খ্রীষ্টের উপর এই আস্থা রাখা যা আপনাকে পাপ থেকে রক্ষা করতে পারে। এই প্রার্থনাটি হচ্ছে একটি সহজ উপায় যা প্রকাশ করে যে, ঈশ্বরের উপর আপনার আস্থা আছে এবং তিনি আপনাকে যে পরিত্রাণ দিয়েছেন তার জন্য আপনি কৃতজ্ঞ। "প্রেমময় ঈশ্বর, আমি জানি যে, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি এবং আমি শাস্তির যোগ্য। কিন্তু আমি যেন যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে ক্ষমা লাভ করি সেই জন্য তিনি আমার পাওনা শাস্তি নিজে বহন করলেন। এখন আমি পরিত্রাণ লাভের জন্য আমার বিশ্বাস তোমার উপর অর্পণ করি। তোমার সমস্ত আশ্চর্য্ অনুগ্রহ ও ক্ষমা- অনন্ত জীবন- এর জন্য তোমকে ধন্যবাদ জানাই, আমেন!"

এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।

English


বাংলা হোম পেজে ফিরে যান

আমি কিভাবে খ্রীষ্টধর্মে ধর্মান্তরিত বা পরিবর্তীত হব?
© Copyright Got Questions Ministries