প্রশ্ন
খ্রীষ্টিয়ান নয় এমন কারও (পুং/স্ত্রী) সাথে কোন খ্রীষ্টিয়ানের ডেটিং করা কিংবা তাকে বিয়ে করা কী ঠিক?
উত্তর
কোন ন-খ্রীষ্টিয়ানের সাথে ডেটিং করা কোন জ্ঞানের কাজ নয় এবং এমন কাউকে বিয়ে করাও বিকল্প কোন বিষয় নয়। ২করিন্থীয় ৬:১৪ পদ আমাদের বলে যেন আমরা কোন অবিশ্বাসীর সাথে “অসম জোয়ালে” আবদ্ধ না হই। এটি হলো দু’টি অসম্পূর্ণ বা ভারসাম্যহীন ষাঁড়ের একই জোয়াল শেয়ার করার মত একটি বিষয়। এমনটি হলে ঐ দু’টো ষাঁড় একত্রে ভার বহন করার বদলে একে অন্যের বিরুদ্ধে লড়াই-এ লিপ্ত হবে। উক্ত শাস্ত্রাংশটি সুনির্দিষ্টভাবে বিয়ের কথা না বললেও এর মধ্যকার অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে। শাস্ত্রাংশটি এ কথা বলতে বলতে অগ্রসর হয় যে, খ্রীষ্টের সঙ্গে বলীয়ালের অর্থাৎ শয়তানের কোনরূপ মিল বা সম্পর্ক নেই। একজন খ্রীষ্টিয়ান ও একজন ন-খ্রীষ্টিয়ানের বিয়ের মধ্যে কোনরূপ আধ্যাত্মিক মিল থাকতে পারে না। পৌল বিশ্বাসীদের এ কথা পুনরায় স্মরণ করিয়ে দেন যে, তারা (বিশ্বাসীরা) হলো পবিত্র আত্মার থাকবার ঘর যিনি তাদের পরিত্রাণ করার জন্য তাদের অন্তরে বাস করেন (২করিন্থীয় ৬:১৫-১৭ পদ)। সেই কারণে তাদের এই জগৎ থেকে নিজেদের পৃথক রাখতে হবে- এর অর্থ এই নয় যে, তারা এই জগতের বাইরে কোথাও বাস করবে। এখানেই তাদের বাস করতে হবে, কিন্তু সব রকম জাগতিকতা অর্থাৎ মন্দতা থেকে নিজেদের আলাদা করে রাখতে হবে। মনে রাখতে হবে জীবনের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ আর কিছু নেই, আর এই জীবনের অন্যতম একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হলো-বিবাহ।
বাইবেল আমাদের এ কথাও বলে যে, “খারাপ সঙ্গী ভাল লোককেও খারাপ করে দেয়” (১করিন্থীয় ১৫:৩ পদ)। অবিশ্বাসী কারও সাথে যে কোন ধরনের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক খ্রীষ্টের সাথে আপনার চলার পথকে খুব দ্রুতই বাধাগ্রস্থ করতে পারে। আমাদের আহ্বান করা হয়েছে যেন আমরা হারানো আত্মাদের কাছে সুসমাচার প্রচার করি, তাদের মত হবার জন্য নয়। কোন অবিশ্বাসী ভাই বা বোনের সাথে মানসম্পন্ন সম্পর্ক গড়ার মধ্যে দোষের কিছু নেই বটে, কিন্তু তা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকাটাই বাঞ্ছনীয়। আপনি যদি কোন অবিশ্বাসী ভাই বা বোনের সাথে নিয়মিত ডেটিং করেন তাহলে সততার বিচারে আপনার প্রাধান্য প্রাপ্ত বিষয়টি হয়ে পড়ে তার সাথে আপনার প্রণয়ঘটিত বিষয়টি। তাহলে এক্ষেত্রে খ্রীষ্টের জন্য হারানো আত্মা জয়ের কী হবে? যদি কোন অবিশ্বাসী ভাই বা বোনের সাথে আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনারা দু’জন কিভাবে আপনাদের বৈবাহিক জীবনে আধ্যাত্মিক অন্তরঙ্গতার বীজ বুনতে পারবেন? যদি আপনি বিশ্বজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম বিষয়টি, অর্থাৎ প্রভু যীশু খ্রীষ্টের সাথে থাকতে রাজী না হন তাহলে কিভাবে একটি মানসম্মত বিয়ে গঠিত হতে পারে ও সেটিকে সামনে এগিয়ে নিতে পরিচালনা করা যাবে?
English
খ্রীষ্টিয়ান নয় এমন কারও (পুং/স্ত্রী) সাথে কোন খ্রীষ্টিয়ানের ডেটিং করা কিংবা তাকে বিয়ে করা কী ঠিক?