settings icon
share icon
প্রশ্ন

প্রভুর দিন কি?

উত্তর


“প্রভুর দিন” বাক্যাংশটি সাধারণত ইতিহাসের শেষে অনুষ্ঠিত ঘটনাগুলিকে চিহ্নিত করে (যিশাইয় 7:18-25) এবং প্রায়শই “সেই দিন” ব্যাক্যাংশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয় I এই বাক্যাংশগুলি বোঝার মূলটি হ’ল লক্ষ্য করা যে তারা সর্বদা একটি সময় কালকে চিহ্নিত করে যার মধ্যে ঈশ্বর ব্যক্তিগতভাবে ইতিহাসের মধ্যে এবং প্রতক্ষ বা অপ্রতক্ষ্যভাবে তাঁর পরিকল্পনার কিছু নির্দিষ্ট বিষয়কে সম্পন্ন করতে হস্তক্ষেপ করেন I

বেশিরভাগ লোক প্রভুর দিনটিকে একটি সময়কাল বা একটি বিশেষ দিনের সঙ্গে যুক্ত করে যা তখন ঘটবে যখন তাঁর জগত এবং মানবজাতির জন্য ঈশ্বরের ইচ্ছা এবং উদেশ্য পরিপূর্ণ হবে I কতিপয় বিদ্বান বিশ্বাস করেন যে প্রভুর দিন এক দিনের অপেক্ষায় এক দীর্ঘ সময়কাল হবে – এমন এক সময়কাল যখন স্বর্গ এবং পৃথিবীকে পরিষ্কার করার পূর্বে সমস্ত মানবজাতির অনন্তকালীন অবস্থার প্রস্তুতির পরিপ্রেক্ষিতে খ্রীষ্ট জগত জুড়ে রাজত্ব করবেন I অন্যান্য বিদ্বানরা বিশ্বাস করেন প্রভুর দিনটি তাৎক্ষনিকভাবে ঘটবে যখন খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত বিশ্বাসীদের মুক্ত করতে এবং অবিশ্বাসীদের অনন্ত দণ্ডে প্রেরণ করতে ফিরে আসবেন I

“প্রভুর দিন” বাক্যাংশটি পুরনো নিয়মে প্রায়শই ব্যবহৃত হয় (যেমন, যিশাইয় 2:12; 13:6, 9; যিহিস্কেল 13:5, 30:3; যোয়েল 1:15, 2:1, 11, 31; 3:14; আমোষ 5:18, 20; ওবদিয় 15; সফনিয় 1:7, 14; সখরিয় 14:1; মালাখি 4:5) এবং নতুন নিয়মে বিভিন্ন সময়ে (যেমন প্রেরিত 2:20; 1 করিন্থীয়া 5:5; 2 করিন্থীয়া 1:14; 1 থিষলকীনীয় 5:2; 2 থিষলকীনীয় 2:2: 2 পিতর 3:10) I এটি অন্যান্য অনুচ্ছেদেও উল্লিখিত হয়েছে (প্রকাশিত বাক্য 6:17; 16:14) I

পুরনো নিয়মের অনুচ্ছেদগুলি প্রভুর দিনের সম্বন্ধে আলোচনা করে প্রায়শই আসন্নতার একটি ধারণা প্রকাশ করে, এমনকি প্রভুর দিনটি সন্নিকট” (যিহিষ্কেল 30:3); “এই দেশে বসবাসকারী সকলে কাঁপুক, কারণ প্রভুর দিন আসছে এটি হাতের কাছে” “কারণ দিনটি সন্নিকট, এমনকি প্রভুর দিনটি সন্নিকট” (যোয়েল 2:1); “সমাবেশ, সমাবেশ দণ্ডাজ্ঞার তলভূমিতে! কেননা দণ্ডাজ্ঞার তলভূমিতে সদাপ্রভুর দিন সন্নিকট” (যোয়েল 3:14); “সদাপ্রভু ঈশ্বরের সামনে নীরব হও! কেননা সদাপ্রভুর দিন সন্নিকট” (সফনিয় 1:7) এই কারণে পুরনো অনুচ্ছেদগুলি প্রভুর দিনকে বোঝাচ্ছে যা প্রায়শই কাছাকাছি এবং দূর উভয়েরই পরিপূর্ণতার কথা বলে, যেমন পুরনো নিয়মের ভবিষ্যদ্বাণী অনেকটাই করে I পুরনো নিয়মের কিছু অনুচ্ছেদগুলি যা প্রভুর দিনটির কথা বলে ঐতিহাসিক বিচারগুলির বর্ণনা করে যা ইতিমধ্যে কিছু অর্থে পরিপূর্ণ হয়েছে (যিশাইয় 13:6-22; যিহিষ্কেল 30:2-19; যোয়েল 1:15, 3:14; আমোষ 5:18-20; সফনিয় 1:14-18), যখন অন্যগুলি স্বর্গীয় বিচারগুলির উল্লেখ করে যা যুগের শেষে ঘটবে (যোয়েল 2:30-32); সখরিয় 14:1; মালাখি 4:1,5) I

নতুন নিয়ম এটিকে “ক্রোধের” দিন, “দর্শনের” দিন এবং “সর্বশক্তিমান ঈশ্বরের মহান দিন” হিসাবে অভিহিত করে (প্রকাশিত বাক্য 16:14) এবং অবিশ্বাসী ইসরায়েলের উপরে ঈশ্বরের ক্রোধ ঢেলে দেওয়ার সময়ে স্থির ভবিশ্যতের পূর্ণতা বোঝায় (যিশাইয় 22: যিরমিয় 30:1-17; যোয়েল 1:2; আমোষ 5; সফনিয় 1) এবং অবিশ্বাসী জগতের উপরে (যিহিষ্কেল 38:39; সখরিয় 14) I শাস্ত্রলিপিগুলি ইঙ্গিত দেয় যে “প্রভুর দিনটি” রাতের চোরের মতন (সফনিয় 1:14-15; 2 থিষলনীকীয় 2:2) দ্রুত আসবে I আর তাই খ্রীষ্টানদের খ্রীষ্টের যে কোনো মুহুর্তে আগমনের জন্য অবশ্যই প্রস্তুত এবং সজাগ থাকতে হবে I

বিচারের সময় হওয়া ছাড়াও, এটি আবারও পরিত্রাণের একটি সময় হবে যখন ঈশ্বর ইস্রায়েলের অবশিষ্টাংশদের উদ্ধার করবেন, তাঁর প্রতিশ্রুতি পূরণ করে যে “সমস্ত ইসরায়েলকে রক্ষা করা হবে” (রোমীয় 11:26), তাদের পাপ ক্ষমা করে এবং আব্রাহামকে দেওয়া প্রতিশ্রুত দেশে তাঁর মনোনীত লোকদের পুনস্থাপন করে (যিশাইয় 10:27; যিরমিয় 30:19-31;, 40: মীখা 4: সখরিয় 13) I প্রভুর দিনের চূড়ান্ত ফলাফলটি হবে যে “মানুষের ঔদ্ধত্বকে নিচে আনা হবে এবং লোকেদের অহংকারকে নত করা হবে; একমাত্র প্রভুকেই সেই দিনে উচ্চকৃত করা হবে” (যিশাইয় 2:17) I প্রভুর দিন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীগুলির চূড়ান্ত বা শেষ পরিপূর্ণতা ইতিহাসের শেষে আসবে যখন ঈশ্বর, আশ্চর্য শক্তি সহকারে মন্দকে শাস্তি দেবেন এবং তাঁর সমস্ত প্রতিশ্রুতিগুলিকে পূর্ণ করবেন I

English



বাংলা হোম পেজে ফিরে যান

প্রভুর দিন কি?
© Copyright Got Questions Ministries