প্রশ্ন
রহস্যোদ্ঘাটনের চার অশ্বারোহী কারা?
উত্তর
প্রকাশিত বাক্যের অধ্যায় 6, পদ সমূহ 1:8 এর মধ্যে রহস্যোদ্ঘাটনের চার অশ্বারোহী কে বর্ণনা করা হয়েছে I চার অশ্বারোহী বিভিন্ন ঘটনাবলীর প্রতীকী বর্ণণা যা শেষ সময়কালে অনুষ্ঠিত হবে I প্রকাশিত বাক্যের 6:2 এর মধ্যে রহস্যোদ্ঘাটনের প্রথম অশ্বারোহীকে বর্ণনা করা হয়েছে: “আমি দৃষ্টি করলাম, আর সেখানে আমার সম্মুখে এক শুক্লবর্ণ অশ্ব! তার উপরে যিনি বসে আছেন তিনি ধনুর্ধারী, এবং তাকে এক মুকুট দেওয়া হল, এবং তিনি বিজয়ী হিসাবে জয় করতে বার হলেন I” এই প্রথম অশ্বারোহী সম্ভবত খ্রীষ্টশত্রুকে বোঝায়, যাকে কর্ত্তৃত্ব দেওয়া হবে এবং তার বিরোধী সকলকে জয় করবেন I খ্রীষ্টশত্রু সত্য খ্রীষ্টের মিথ্যা প্রতিমূর্তি, যে আবারও একটি শুক্ল অশ্বের উপরে ফেরৎ আসবে (প্রকাশিত বাক্য 19:11-16) I
প্রকাশিত বাক্যের 6:4 এর মধ্যে রহস্যোদ্ঘাটনের দ্বিতীয় অশ্বারোহীকে বর্ণনা করা হয়েছে, “তখন আর একটি অশ্ব বেরিয়ে এল, একটি অগ্নিময় লোহিতবর্ণ I এর আরোহীকে পৃথিবী থেকে শান্তি হরণ করতে এবং মনুষ্যদের একে অপরকে হত্যা করাতে ক্ষমতা দেওয়া হল I তাকে এক বৃহৎ তরবারি দেওয়া হল I” দ্বিতীয় অশ্বারোহী ভয়ংকর যুদ্ধকে বোঝায় যার শেষ সময়কালে প্রাদুর্ভাব হবে I প্রকাশিত বাক্যের 6:5-6 এর মধ্যে তৃতীয় অশ্বারোহীকে বর্ণনা করা হয়েছে,” ...এবং সেখানে আমার সম্মুখে এক কৃষ্ণবর্ণ অশ্ব ছিল! এর আরোহীর হাতে একটি তুলাদণ্ড ছিল I তখন চার প্রাণীর মধ্য থেকে নির্গত এক বাণী আমি শুনলাম, বলছে, ‘এক সের গমের মূল্য এক সিকি, তিন সের যবের মূল্য এক সিকি, তেল ও দ্রাক্ষারসের ক্ষতি কোর না!” রহস্যোদ্ঘাটনের তৃতীয় অশ্বারোহী এক প্রচন্ড দুর্ভিক্ষকে বোঝায় যা ঘটবে, যেমন দ্বিতীয় অশ্বারোহীর থেকে যুদ্ধের ফলে ঘটেছে I
প্রকাশিত বাক্যের 6:8 এর মধ্যে চতুর্থ অশ্বারোহীকে উল্লেখ করা হয়েছে, “আমি দৃষ্টি করলাম, এবং সেখানে আমার সম্মুখে এক পাণ্ডুবর্ণ অশ্ব ছিল! এর আরোহীর নাম দেওয়া হয়েছিল মৃত্যু, আর পাতাল তার অনুগমন করছে I তাদেরকে পৃথিবীর চতুর্থাংশের উপরে কর্ত্তৃত্ব দেওয়া হ’ল যেন তারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বনপশু দ্বারা বধ করে I” রহস্যোদ্ঘাটনের চতুর্থ অশ্বারোহী মৃত্যু এবং বিধ্বংসের এক প্রতীক I এটি আগের অশ্বারোহীদের এক সংমিশ্রন বলে মনে হয় I রহস্যোদ্ঘাটনের চতুর্থ অশ্বারোহী আশ্চর্যজনক মহামারী এবং দুর্দশা সহ আরও যুদ্ধ এবং ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আসবে I যা সর্বাধিক অদ্ভূত, বা সম্ভত আতঙ্কের, তা হল যে, রহস্যোদ্ঘাটনের চার অশ্বারোহী এমনকি সব চেয়ে খারাপ বিচারাজ্ঞার কেবল “অগ্রদূত” যা বিপর্যয়ের মধ্যে পরে আসে (প্রকাশিত বাক্য 8-9 এবং 16) I
English
রহস্যোদ্ঘাটনের চার অশ্বারোহী কারা?