settings icon
share icon
প্রশ্ন

আমাদের কাছে কি রক্ষাকর্তা স্বর্গদুত আছে?

উত্তর


মথি 18:10 বলে, “দেখো, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ কোর না; কেননা আমি তোমাদের বলছি যে স্বর্গে তাদের দূতগণ সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দেখছেন I” প্রসঙ্গে, “এই ক্ষুদ্রগণ” হয় যারা তাঁকে বিশ্বাস করা তাদের উপরে প্রয়োগ করতে পারে (পদ 6) বা এটি ছোট বাচ্চাদের উল্লেখ করতে পারে (পদ 3:5) I এটি রক্ষাকর্তা স্বর্গদূতদের সম্বন্ধে মুখ্য অনুচ্ছেদ I সন্দেহ নেই যে ভালো স্বর্গদূতরা সুরক্ষায় সাহায্য করে (দানিয়েল 6:20-23; 2 রাজাবলী 6:13-17), তথ্য প্রকাশ করে (প্রেরিত 7:52-53; লুক 1:11-20), গাইড করে (মথি 1:20-21; প্রেরিত 8:26), যোগান দেয় (আদিপুস্তক 21:17-20; 1 রাজাবলী 19:5-7), এবং সাধারণত বিশ্বাসীদের পরিচর্যা করে (ইব্রীয় 1:14) I

প্রশ্ন হ’ল প্রতিটি ব্যক্তি – বা প্রতিটি বিশ্বাসীর – তার কাছে একজন স্বর্গদূত নিযুক্ত আছে কিনা I পুরনো নিয়মে, ইস্রায়েল জাতির সঙ্গে প্রধান স্বর্গদূত (মাইকেল) নিযুক্ত ছিল (দানিয়েল 10:21; 12:1), তবে শাস্ত্র কোথাও বলে না যে একজন ব্যক্তির সঙ্গে একজন স্বর্গদূত “নিযুক্ত” আছে (কখনও কখনও স্বর্গদূতদেরকে ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছিল, তবে কোনো স্থায়ী নিযুক্তির উল্লেখ নেই) I যিহূদিরা পুরনো এবং নতুন নিয়মের সময়কালে রক্ষাকর্তা স্বর্গদূতের মধ্যে বিশ্বাস সম্পূর্ণরূপে গড়ে তুলেছিল I কিছু প্রাথমিক গির্জার পিতৃগণ বিশ্বাস করতেন যে প্রত্যেক ব্যক্তির সাথে কেবলমাত্র একজন ভালো স্বর্গদূতই নিযুক্ত ছিল না, তবে একজন ভূতও ছিল I রক্ষাকর্তা স্বর্গদুতের উপরে বিশ্বাস দীর্ঘকাল ধরে রয়েছে তবে এর পক্ষে সুস্পষ্ট কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই I

মথি 18:10 এ ফিরে এলে, “তাদের” শব্দটি গ্রীক ভাষায় একটি সম্মিলিত সর্বনাম এবং এটি বিশ্বাস করে যে বিশ্বাসীরা সাধারণভাবে স্বর্গদূতদের দ্বারা পরিবেশিত হয় I এই স্বর্গদূতদের ঈশ্বরের দেখার জন্য “সর্বদা” চিত্রিত করা হয় যাতে এটি যখন প্রয়োজন হয় তখন এক ব্যক্তিকে সাহায্য করার জন্য তাঁর আদেশটি শুনতে পারে I এই অনুচ্ছেদে স্বর্গদূতরা স্বর্গের পিতার প্রতি যত্নবান হওয়ার মতন কোনো ব্যক্তিকে রক্ষা করেছেন বলে মনে হয় না I সক্রিয় কর্তব্য বা তদারকির বিষয়টি মনে হয় স্বর্গদূতদের চেয়ে ঈশ্বরের কাছে থেকে বেশি করে আসতে পারে যা নিখুঁত ধারণা তৈরী করে কেননা ঈশ্বর একমাত্র সর্বজ্ঞ I তিনি প্রতিটি মুহুর্তে প্রত্যেক বিশ্বাসীকে দেখেন, এবং তিনিই জানেন যে আমাদের মধ্যে কখন কোন স্বর্গদুতের হস্তক্ষেপের প্রয়োজন হয় I যেহেতু তারা ক্রমাগত তাঁর মুখ দেখছে, স্বর্গদূতরা তার “ছোটদের” একজনকে সাহায্য করার জন্য তাঁর হাতে রয়েছেন I

শাস্ত্র থেকে জোর দিয়ে উত্তর দেওয়া যায় না যে প্রতিটি বিশ্বাসীরই তার প্রতি একজন রক্ষাকর্তা স্বর্গদূত নিযুক্ত হয়েছেন কিনা I তবে যেমন আগেই বলা হয়েছে, ঈশ্বর আমাদের পরিচর্যায় স্বর্গদূতদের ব্যবহার করেন I এটি বলা শাস্ত্রীয় যে যেমন তিনি তাদের ব্যবহার করেন ঠিক তেমনি তিনি আমাদের ব্যবহার করেন; অর্থাৎ, তাঁর উদ্দেশ্যগুলি সম্পাদন করার জন্য তাঁর কোনো ভাবেই আমাদের বা তাদের প্রয়োজন নেই, তবে তা স্বত্তেও আমাদের এবং তাদের ব্যবহার করতে পচ্ছন্দ করেন (ইয়োব 4:18; 15:15) I শেষ অবধি, আমাদের রক্ষার জন্য আমাদের কোনো স্বর্দুত থাকুক বা না থাকুক, ঈশ্বরের কাছ থেকে আমাদের আরও বড় আশ্বাসন রয়েছে: আমরা যদি খ্রীষ্টের মাধ্যমে তাঁর সন্তান হয়ে থাকি তবে তিনি ভালোর জন্য একসাথে সমস্ত কিছু কাজ করবেন (রোমীয় 8:28:30) এবং যীশু খ্রীষ্ট কখনও আমাদের ছাড়বেন না বা ত্যাগ করবেন না (ইব্রীয় 13:5-6) I আমাদের সাথে যদি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বপ্রেমী ঈশ্বর থাকেন, তবে আমাদের সীমাবদ্ধ রক্ষাকর্তা স্বর্গদূত আমাদের রক্ষা করছে কিনা তা কি সত্যই কোনো মানে রাখে?

English



বাংলা হোম পেজে ফিরে যান

আমাদের কাছে কি রক্ষাকর্তা স্বর্গদুত আছে?
© Copyright Got Questions Ministries