প্রশ্ন
স্বর্গ কিসের ন্যায়?
উত্তর
স্বর্গ বাইবেলে বর্ণিত একটি সত্য স্থান I “স্বর্গ” শব্দটি একা নতুন নিয়মে 276 বার দেখতে পাওয়া যায় I শাস্ত্র তিনটি স্বর্গকে উল্লেখ করে I প্রেরিত পৌলকে “তৃতীয় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল,” তবে তিনি সেখানে কি অভিজ্ঞতা লাভ করেছিলেন তা প্রকাশ করতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল (2 করিন্থীয় 12:1-9) I
যদি কোনো তৃতীয় স্বর্গ থাকে, তবে অবশ্যই আরও দুটি স্বর্গ থাকবে I পুরনো নিয়মে প্রথমটিকে “আকাশ” বা “নভোমন্ডল” বলে ঘন ঘন উল্লেখ করা হয় I এটি সেই স্বর্গ যেখানে মেঘ রয়েছে, সেই অঞ্চল যেখানে পাখিরা উড়ে যায় I দ্বিতীয় স্বর্গ হ’ল নক্ষত্রমন্ডল/মহাশূন্য, যা নক্ষত্র, গ্রহ, এবং অন্যান্য স্বর্গীয় বস্তুর বাসস্থান (আদিপুস্তক 1:14-18) I
তৃতীয় স্বর্গ, যার অবস্থান প্রকাশিত হয় নি, ঈশ্বরের নিবাস স্থান I যীশু প্রকৃত খ্রীষ্টানদের জন্য স্বর্গে একটি স্থান প্রস্তুত করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন (যোহন 14:2) I স্বর্গ পুরনো নিয়মে আবারও সাধুদের নিবাস স্থান যারা মুক্তিদাতা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে মারা গিয়েছিলেন (ইফিষীয় 4:8) I যে কেউ খ্রীষ্টে বিশ্বাস করে কখনও নাশ হবে না পরন্তু অনন্ত জীবন পাবে (যোহন 3:16) I
প্রেরিত যোহনকে দেখতে এবং স্বর্গীয় নগরের উপরে সংবাদ দিতে অধিকার দেওয়া হয়েছিল (প্রকাশিত বাক্য 21:10-27), যোহন প্রত্যক্ষ্য করেছিলেন যে স্বর্গ (নতুন পৃথিবী) “ঈশ্বরের প্রতাপের” অধিকারী (প্রকাশিত বাক্য 21:11), ঈশ্বরের বিশেষ উপস্থিতি I যেহেতু স্বর্গের কাছে কোনো আলো নেই এবং প্রভু স্বয়ং আলো, তাই সূর্য, এবং চন্দ্রের আর কোনো দরকার নেই (প্রকাশিত বাক্য 22:5) I
নগরটি বহুমূল্য মণি এবং স্ফটিকবৎ নির্মল সূর্যকান্ত মণির তেজ দ্বারা পরিপূর্ণ I স্বর্গের দ্বাদশ পুরদ্বার (প্রকাশিত বাক্য 21:12) এবং দ্বাদশ ভিত্তি আছে (প্রকাশিত বাক্য 21:14) I এদোনের উদ্যানের স্বর্গকে পুনস্থাপন করা হয়: জীবন জলের নদী অবাধে প্রবাহিত হয় এবং জীবন বৃক্ষটি আবার পাওয়া যায়, পাতার সাথে মাসিক ফল দেয় যা “জাতি সমূহকে সুস্থ করে তোলে” (প্রকাশিত বাক্য 22:1-2) I তবে বাকপটু যোহন তার স্বর্গের বর্ণনায় ছিলেন, স্বর্গের বাস্তবতা সীমাবদ্ধ মানুষের বর্ণনা করার ক্ষমতার বাইরে (1 করিন্থীয় 2:9) I
স্বর্গ হ’ল “আর নয়” এর স্থান I অশ্রু আর হবে না, যন্ত্রণা আর হবে না, এবং দুঃখ আর হবে না (প্রকাশিত বাক্য 21:4) I আর বিচ্ছেদ হবে না, কারণ মৃত্যু পরাজিত হবে (প্রকাশিত বাক্য 20:6) I স্বর্গ সম্বন্ধে সব চেয়ে ভাল জিনিস হ’ল আমাদের প্রভু এবং উদ্ধারকর্তার উপস্থিতি (1 যোহন 3:2) I আমরা ঈশ্বরের মেষশাবকের মুখোমুখি হব যিনি আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে বলি দিয়েছেন যাতে করে স্বর্গে আমরা তাঁর উপস্থিতি অনন্তকাল ধরে উপভোগ করতে পারি I
English
স্বর্গ কিসের ন্যায়?