প্রশ্ন
আমি কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পেতে পারি?
উত্তর
সহজ অথচ গভীর এই প্রশ্নটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা কাউকে জিজ্ঞাসা করা যেতে পারে- "আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি?" প্রশ্নটি এই পৃথিবীতে আমাদের দিন শেষ হয়ে যাওয়ার পর আমরা অনন্ত কালের জন্য কোথায় থাকব তার সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে অনন্ত গন্তব্যের বাইরে আর অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নেই। আমরা কৃতজ্ঞ এই কারণে যে, কোন লোক কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পাবে তা পবিত্র বাইবেলে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। ফিলিপীয় জেলরক্ষক পৌল ও শীলকে জিজ্ঞাসা করেছিলেন, "পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?" (প্রেরিত ১৬:৩০ পদ)। পৌল ও শীল তাকে উত্তর দিলেন, "তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে" (প্রেরিত ১৬:৩১ পদ)।
আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমার কেন পরিত্রাণ পাওয়া দরকার?
পাপের কারণে আমরা সকলেই দোষী সাব্যস্ত (রোমীয় ৩:২৩ পদ)। পাপে আমরা জন্মগ্রহণ করি (গীতসংহিতা ৫১:৫ পদ), আমরা সকলেই ব্যক্তিগতভাবে পাপ কাজ করতে পছন্দ করি (উপদেশক ৭:২০; ১যোহন ১:৮ পদ)। পাপ আমাদের অপরিত্রাণপ্রাপ্ত করে তোলে। পাপ হলো সেই বিষয় যা আমাদের ঈশ্বরের কাছ থেকে পৃথক করে। পাপ হলো সেই পথ যা আমাদের অনন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়।
আমি কিভাবে পরিত্রাণ কিংবা রক্ষা পেতে পারি? কী হতে আমাকে রক্ষা বা পরিত্রাণ পেতে হবে?
আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ পাপের কারণে মৃত্যুর যোগ্য (রোমীয় ৬:২৩ পদ)। যখন দৈহিক বা মাংসিক কারণসমূহের জন্য আমাদের দৈহিক মৃত্যু ঘটে, তখন সেটিই কিন্তু একমাত্র মৃত্যু নয় যা পাপ হতে উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে সমস্ত পাপই অনন্ত ও অসীম ঈশ্বরের বিরুদ্ধে করা হয়ে থাকে (গীতসংহিতা ৫১:৪ পদ)। আর সেই কারণে, আমাদের পাপের শাস্তিও হবে অনন্ত ও অসীম। এই অনন্ত ধ্বংসের হাত থেকে রক্ষা বা উদ্ধার পেতে আমাদের কী করা প্রয়োজন? (মথি ২৫:৪৬; প্রকাশিত বাক্য ২০:১৫ পদ)।
আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি? ঈশ্বর কিভাবে তাঁর পরিত্রাণ আমাদের জন্য দান করেন?
যেহেতু পাপের শাস্তি অনন্ত ও অসীম, সেহেতু একমাত্র ঈশ্বরই এই শাস্তির মূল্য পরিশোধ করতে পারেন, কারণ তিনি হলেন অসীম ও অনন্ত। ঈশ্বর তাঁর স্বর্গীয় বৈশিষ্ট্য বা স্বভাবের কারণে মরতে পারেন না। তাই তিনি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে মানবরূপ ধারণ করলেন। ঈশ্বর মানুষের দেহ (মাংস) ধারণ করতে পারেন, তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন এবং আমাদের শিক্ষাও দিতে পারেন। মানুষ যখন তাঁকে সহ তাঁর বাণীকে প্রত্যাখ্যান করলো এবং তাঁকে হত্যা করতে চাইলো তখনও তিনি স্বেচ্ছায় আমাদের জন্য নিজেকে উৎসর্গ করলেন এবং ক্রশের উপর নিজের জীবন দান করলেন (যোহন ১০:১৫ পদ)। কারণ, যীশু খ্রীষ্ট ছিলেন মানুষ, আর তাই তিনি মৃত্যুবরণ করতে পেরেছিলেন; এবং যেহেতু তিনি নিজেও ঈশ্বর ছিলেন, সেহেতু তাঁর মুত্যবরণের একটি অনন্ত ও অসীম মূল্য রয়েছে। ক্রশের উপর যীশুর মৃত্যু ছিল আমাদের পাপের মূল্য পরিশোধে সম্পূর্ণ খাঁটি ও নিখুঁত বিষয় (১যোহন ২:২ পদ)। আমরা যে প্রতিফল পাওয়ার যোগ্য ছিলাম তা তিনি নিজে বহন করলেন। মৃত্যু থেকে যীশুর জীবিত হয়ে উঠার বিষয়টি প্রকাশ করে যে, বাস্তবিকেই আমাদের পাপের শাস্তি পরিশোধে তা ছিল পরিপূর্ণভাবে যথার্থ।
আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি? এজন্য আমার কী করা দরকার?
"তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে" (প্রেরিত ১৬:৩১ পদ)। ঈশ্বর তাঁর সমস্ত কাজ সম্পন্ন করেছেন। ঈশ্বরের দেওয়া পরিত্রাণ নামক এই মহামূল্যবান দান আপনাদের প্রত্যেককে বিশ্বাসে গ্রহণ করতে হবে (ইফিষীয় ২:৮-৯ পদ)। আপনার পাপের পরিপূর্ণ মূল্য পরিশোধের জন্য আপনাকে অবশ্যিই একমাত্র যীশুতে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি তাঁকে বিশ্বাস করেন তাহলে ধ্বংস বা বিনষ্ট হবেন না (যোহন ৩:১৬ পদ)। মহামূল্য দান হিসাবে ঈশ্বর আপনাকে এই পরিত্রাণ প্রদান করেছেন। আপনাদের সকলকে অবশ্যই এটি গ্রহণ করতে হবে। পরিত্রাণ পাওয়ার জন্য যীশুই হলেন একমাত্র উপায় বা পথ (যোহন ১৪:৬ পদ)।
এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।
English
আমি কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পেতে পারি?