প্রশ্ন
মধ্যস্থতাকারী প্রার্থনা কি?
উত্তর
একেবারে সহজভাবে বলা যায়, মধ্যস্থতাকারী প্রার্থনা হ’ল অন্যদের পক্ষে প্রার্থনা করার কাজ I পুরনো নিয়মে প্রার্থনায় মধ্যস্থতার ভূমিকা প্রচলিত ছিল, আব্রাহাম, মশি, দায়ূদ, শমুয়েল, হিস্কিয়, এলিশা, যিরমিয়, যিহিষ্কেল, এবং দানিয়েলের ক্ষেত্রে I খ্রীষ্টকে নতুন নিয়মে চূড়ান্ত মধ্যস্থতাকারী হিসাবে চিত্রিত করা হয়েছে, এবং এই কারণে, খ্রীষ্টের মাধ্যমে এবং দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করার কারণে সমস্ত খ্রীষ্টান প্রার্থনা মধ্যস্থতাকারী প্রার্থনা হয়ে যায় I যীশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন তখন আমাদের এবং ঈশ্বরের মধ্যে ব্যবধানটি বন্ধ করে দিয়েছিলেন I যীশুর মধ্যস্থতার কারণে আমরা এখন অন্যান্য খ্রীষ্টানদের পক্ষে বা হারিয়ে যাওয়ার পক্ষে প্রার্থনা করতে পারি, ঈশ্বরকে তাঁর ইচ্ছা অনুযায়ী তাদের অনুরোধ মঞ্জুর করতে বলি, “কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী আছেন, তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু” (1 তিমথীয় 2:5) I “কে দোষী করবে? খ্রীষ্ট যীশু, যিনি মারা গেছেন – তার চেয়েও বেশি, যিনি জীবনে পুনরুত্থিত হলেন – ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট এবং আমাদের জন্য মধ্যস্থতা করছেন” (রোমীয় 8:34) I
মধ্যস্থতাকারী প্রার্থনার একটি দুর্দান্ত মডেল দানিয়েলের 9 এর মধ্যে দেখা যায় I এটিতে সত্যিকারের মধ্যস্থতাকারী প্রার্থনার সমস্ত উপাদান রয়েছে I এটি হ’ল বাক্যের প্রতিক্রিয়া (পদ 2); উদ্দীপনা (পদ 3) এবং আত্ম-অস্বীকৃতি (পদ 4) দ্বারা চিহ্নিত; ঈশ্বরের লোকদের দ্বারা নি:স্বার্থভাবে চিহ্নিত (পদ 5); স্বীকারোক্তির দ্বারা শক্তিশালী (পদ 5-15); ঈশ্বরের চরিত্রের উপরে নির্ভরশীল (পদ সমূহ 4, 7, 9, 15); এবং এর লক্ষ্য হিসাবে ঈশ্বরের গৌরব আছে (পদ সমূহ 16-19) I দানিয়েলের ন্যায়, খ্রীষ্টানদেরকে অন্যের পক্ষে ঈশ্বরের কাছে হৃদয়গ্রাহী এবং অনুতপ্ত মনোভাব নিয়ে আসতে হবে, আত্ম-অস্বীকৃত অনুভূতির সাথে তাদের নিজস্ব অযোগ্যতাকে চিহ্নিত করে I দানিয়েল বলেন না, “ঈশ্বর তোমার কাছ থেকে এই দাবি করার আমার অধিকার আছে কারণ আমি আপনার বিশেষ ও মনোনীত মধ্যস্থতাকারীদের একজন I” তিনি বলেন. “আমি একজন পাপী,” এবং বাস্তবে, আমার কাছে দাবি করার কোনো অধিকার নেই I” প্রকৃত মধ্যস্থতাকারী প্রার্থনা কেবল ঈশ্বরের ইচ্ছা জানতে এবং এটি সম্পাদিত তা দেখতে চায় না, তবে এটি আমাদের উপকার করে কিনা এবং এটি আমাদের জন্য যা ব্যয় করে তা নির্বিশেষে পূর্ণ হয় কি না তা দেখে I প্রকৃত মধ্যস্থতাকারী প্রার্থনা আমাদের নিজের নয়, ঈশ্বরের গৌরব চায় I
নীচে কেবল যাদের জন্য আমাদের মধ্যস্থতাকারী প্রার্থনা করতে হয় তাদের একটি আংশিক তালিকা; সমস্ত কর্তৃত্বে (1 তীমথিয় 2:2); পরিচর্যা (ফিলিপীয় 1:19); গির্জা (গীতসংহিতা 122:6); বন্ধুগণ (ইয়োব 42:8); সাথী দেশবাসী (রোমীয় 10:1); অসুস্থ (যাকোব 5:14); শত্রুগণ (যিরমিয় 29:7); যারা আমাদের তাড়না করে (মথি 5:44); যারা আমাদের পরিত্যাগ করে (2 তীমথিয় 4:16); এবং সমস্ত মানুষ (1 তীমথিয় 2:1) I
সসাময়িক খ্রীষ্ট ধর্মে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যারা মধ্যস্থতাকারী প্রার্থনা করে তারা “সুপার খ্রীষ্টানদের” এক বিশেষ শ্রেণী, যাদেরকে ঈশ্বরের দ্বারা মধ্যস্থতার এক নির্দিষ্ট পরিচর্যাতে আহ্বান করা হয়েছে I বাইবেল স্পষ্ট যে সমস্ত খ্রীষ্টানদের মধ্যস্থতাকারী বলা হয় I সমস্ত খ্রীষ্টানদের হৃদয়ে পবিত্র আত্মা রয়েছে এবং তিনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জন্য মধ্যস্থতা করেন (রোমীয় 8:26-27), আমাদেরকে একে অপরের জন্য মধ্যস্থতা করতে হবে I এটি একচেটিয়া খ্রীষ্টান অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ কোনো সুযোগ নয়; “আর আমিই যে তোমাদের জন্য প্রার্থনা করতে বিরত হয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করব, তা দুরে থাকুক” (1 শমুয়েল 12:23) I
অবশ্যই পৌল এবং পিতর যখন অন্যকে তাদের জন্য মধ্যস্থতা করতে বলেছিলেন, তখন তাদের অনুরোধকে বিশেষ আহ্বানকারী মধ্যস্থতাকারীদের কাছে সীমাবদ্ধ রাখেন নি I “তাই পিতরকে কারাগারে রাখা হয়েছিল, কিন্তু গির্জা আন্তরিকভাবে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল” (প্রেরিত 12:5) I লক্ষ্য করুন যে পুরো গির্জা তার জন্য প্রার্থনা করেছিল, কেবল তারা নয় যাদের কাছে মধ্যস্থতা করার একটি বরদান ছিল I ইফিষীয় 6:16-18 এর মধ্যে পৌল ইফিষীয় বিশ্বাসীদের – তাদের সকলকে – খ্রীষ্টীয় জীবনের মৌলিক বিষয়গুলিতে উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে “সকল পরিস্থিতে সকল প্রকারের প্রার্থনা এবং অনুরোধের” মধ্যস্থতা অন্তর্ভুক্ত রয়েছে I স্পষ্টতই মধ্যস্থতাকারী প্রার্থনা সমস্ত বিশ্বাসীদের জন্য খ্রীষ্টীয় জীবনের একটি অঙ্গ I
অধিকন্তু, পৌল রোমীয় 15:30 এর মধ্যে সমস্ত রোমীয় বিশ্বাসীদের কাছে থেকে তার পক্ষে প্রার্থনা চেয়েছিলেন I তিনি কলসীয় 4:2-3 এর মধ্যে কলসীয়দের কাছে তার জন্য মধ্যস্থতা করার জন্য আগ্রহ জানিয়েছিলেন I মধ্যস্থতার জন্য বাইবেলের কোনো অনুরোধের এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় নি যে কেবলমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠির লোক মধ্যস্থতা করতে পারে I বিপরীতে, যারা অন্যদের চান তাদের জন্য মধ্যস্থতা করুক তারা যেভাবে সহায়তা পেতে পারে তা ব্যবহার করতে পারে! কেবলমাত্র কিছু খ্রীষ্টানকেই মধ্যস্থতা করার সুযোগ ও আহ্বান করা হয়েছে এই ধারনাটি বাইবেলের ভিত্তি ছাড়াই I সব চেয়ে খারাপ, এটি একটি ধ্বংসাত্মক ধারণা যা প্রায়শই গর্ব এবং শ্রেষ্ঠত্বের বোধের দিকে নিয়ে যায় I
ঈশ্বর সমস্ত খ্রীষ্টানদের মধ্যস্থতাকারী হতে ডেকেছেন I ঈশ্বরের ইচ্ছা প্রতিটি বিশ্বাসী মধ্যস্থতাকারী প্রার্থনায় সক্রিয় থাকুক I আমাদের প্রার্থনা ও অনুরোধের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসনের সামনে সাহসের সাথে আসতে সক্ষম হওয়া আমাদের মধ্যে কত বিস্ময়কর এনং উচ্চতর সুযোগ রয়েছে!
English
মধ্যস্থতাকারী প্রার্থনা কি?