প্রশ্ন
বিয়ের আগে কারও সাথে একসাথে বাস করা কী ভুল কোন বিষয়?
উত্তর
উপরোক্ত প্রশ্নটির উত্তর নির্ভর করছে আমরা “একত্রে বাস করা” (Living together) বলতে আসলে কী বুঝি। এর দ্বারা যদি কোন যৌন সম্পর্কের কথা বুঝানো হয় তাহলে সুনির্দিষ্টভাবে এটি হবে একটি ভুল বিষয়। অন্যান্য যৌন অনাচারের সঙ্গে সঙ্গে বিবাহপূর্ব যৌনমিলনকে পবিত্র শাস্ত্রে বার বার দোষী সাব্যস্ত করা হয়েছে (প্রেরিত ১৫:২০; রোমীয় ১:২৯; ১করিন্থীয় ৫:১; ৬:১৩,১৮; ৭:২; ১০:৮; ২করিন্থীয় ১২:২১; গালাতীয় ৫:১৯; ইফিষীয় ৫:৩; কলসীয় ৩:৫; ১থিষলনীকীয় ৪:৩; যিহূদা ৭ পদ)। বাইবেল আমাদের বলে যেন আমরা বিবাহপূর্ব যে কোন ধরনের যৌনতাকে সম্পূর্ণভাবে পরিহার করি। বিবাহপূর্ব যৌনক্রিয়া হলো ব্যভিচারেরই নামান্তর মাত্র, সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত অনৈতিক অনাচারের মতেই একটি পাপ কাজ, কারণ এর সবগুলোই আপনি এখনও যাকে বিয়ে করেন নি তার সাথে করা যৌনক্রিয়ার অন্তর্ভুক্ত।
যদি “একত্রে বসবাস করা” বলতে একই ঘরে থাকা বুঝায় তাহলে ভিন্ন কথা। চূড়ান্তবাবে একই ঘরে কোন একজন পুরুষ ও মহিলা থাকার মধ্যে দোষের কিছু নেই- যদি না সেখানে তাদের মধ্যে অনৈতিক কোন কাজ হয়। যাহোক, সমস্যা তখনই উপস্থিত হয় যখন তাদের মধ্যে কোন অসৎ কাজ (ব্যভিচার) পরিলক্ষিত হয় (১থিষলনীকীয় ৫:২২; ইফিষীয় ৫:৩ পদ); এই বিষয়টি একটি সাংঘাতিক অনৈতিকতার প্রলোভনে পড়ার মত একটি বিষয়ে পরিণত হতে পারে। বাইবেল আমাদের বলে যেন আমরা সব রকমের ব্যভিচার হতে পালিয়ে যাই এবং নিজেদের কোন ধরনের ব্যভিচারজনিত প্রলোভনের প্রতি উন্মুক্ত না রাখি (১করিন্থীয় ৬:১৮ পদ)। এরপরও এখানে দৃষ্টিগোচরতার বা উপস্থিতির একটি সমস্যা দেখা দিতে পারে। যারা দম্পতি তারা একই ঘরে একত্রে শোবে- এটি প্রকৃতির একটি বিধান। একই ঘরে বাস করার মত কোন পাপপূর্ণ কাজ না হলেও সেখানে পাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাইবেল বলে যেন আমরা সব রকম মন্দতার উপস্থিতি পরিহার করি (১থিষলনীকীয় ৫:২২; ইফিষীয় ৫:৩ পদ), সব ধরনের ব্যভিচার থেকে পালাই এবং এমন কোন কিছু না করি যাতে কেউ উছোট খায় কিংবা মনে কষ্ট পায়। কারণ কোন পুরুষ ও মহিলা বিয়ে না করেও যদি তারা একত্রে থাকে তবে তা ঈশ্বরকে সম্মানিত করে না।
English
বিয়ের আগে কারও সাথে একসাথে বাস করা কী ভুল কোন বিষয়?