settings icon
share icon
প্রশ্ন

খ্রীষ্টের ভালবাসা কি?

উত্তর


“খ্রীষ্টের ভালবাসা” এই বাক্যাংশটি সম্পূর্ণভাবে “খ্রীষ্টের জন্য ভালবাসা” এই বাক্যাংশটির বিপরীত, যেটির দ্বারা বুঝা যায় যে, এটি এমন ভালবাসা যা খীষ্ট মানবজাতির জন্য প্রদর্শন করেন। তাঁর এই ভালবাসাকে সংক্ষিপ্তাকারে এভাবে প্রকাশ করা যায় যে, তিনি স্বেচ্ছায় আমাদের সর্বোত্তম মঙ্গলের জন্য কাজ করেন, বিশেষভাবে তিনি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করেন, এমন কি এর জন্য তাঁকে চরম মূল্য দিতে হয়, আর এমন কি আমরা সম্পূর্ণরূপে তাঁর এরূপ ভালবাসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত।

যদিও খ্রীষ্ট যীশু স্বভাবগতভাবে স্বয়ং ঈশ্বর, শুরু থেকেই যিনি পিতা ঈশ্বরের সাথে সংযুক্ত (যোহন ১:১ পদ) এবং যিনি স্বয়ং পবিত্র আত্মা, তিনি মানবরূপ ধারণ করতে স্বেচ্ছায় তাঁর সেই সিংহাসন ত্যাগ করলেন (যোহন ১:১-১৪ পদ) যেন তিনি আমাদের পাপের জন্য মূল্য পরিশোধ করতে পারেন, আর এজন্য আমাদের কোন মূল্য পরিশোধ করতে না হয়, যেন আমরা অনন্ত অগ্নিময় হ্রদ থেকে রক্ষা পাই (প্রকাশিত বাক্য ২০:১১-১৫ পদ)। কারণ মানবজাতির পাপ কেবলমাত্র পাপহীন একমাত্র মুক্তিদাতা যীশু খ্রীষ্টই পরিশোধ করেছিলেন, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি খাঁটি ও পবিত্র, আর আমরা যখন আমাদের নিজেদের পাপের মূল্য পরিশোধকারী সেই খ্রীষ্ট যীশুকে গ্রহণ করি তখনই তিনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন (রোমীয় ৩:২১-২৬ পদ)। এভাবে, স্বর্গে তাঁর বাসস্থানেও তাঁর প্রেম বা ভালবাসা পরিলক্ষিত হয়, যেখানে তিনি তাঁর প্রাপ্য প্রশংসা ও সম্মান লাভ করেন, যিনি মানবরূপে এই পৃথিবীতে এসে উপহাসের পাত্র হয়েছিলেন, যাঁকে বেত্রাঘাত করা হয়েছিল, এবং আমাদের পাপের মূল্য পরিশোধের জন্য যিনি ক্রুশারোপিত হয়েছিলেন, এবং যিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছিলেন। আমাদের পাপের মূল্য পরিশোধ করার জন্য তাঁকে বিবেচনা করা হয়েছিল, আর তাঁর এই মূল্য পরিশোধ তাঁর নিজের আরাম-আয়েশ ও তাঁর নিজের জীবনের থেকে আরও বেশী কিছু ছিল (ফিলিপীয় ২:৩-৮ পদ)।

কখনও কখনও লোকেরা যাদেরকে যোগ্য মনে করে, যেমন- বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, অন্য কোন “উত্তম” ব্যক্তি, এদের জন্য স্বেচ্ছায় নিজেদের জীবন বিলিয়ে দিতে পারে- কিন্তু খ্রীষ্টের ভালবাসা এর সবকিছুর ঊর্ধ্বে। খ্রীষ্টের ভালবাসা সবচেয়ে অযোগ্য যে লোকগুলো তাদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। যারা তাঁকে অত্যাচার, ঘৃণা, বিরুদ্ধাচরণ করা সহ তাঁর কোনই যত্ন নেয়নি, আর যারা তাঁর ভালবাসার সবচেয়ে অযোগ্য, তাদের সকলের শাস্তি তিনি স্ব্চ্ছোয় নিজের কাঁধে তুলে নিলেন (রোমীয় ৫:৬-৮ পদ)। যারা নূন্যতম যোগ্যতম, তাদের জন্য তিনি যতটা করতে পারতেন, তার চেয়েও তিনি আরও অনেক বেশী কিছু তাদের জন্য করলেন! আর তাঁর এই স্বর্গীয় ভালবাসার সারকথা হলো আত্মোৎসর্গ বা নিজের জীবনকে উৎসর্গ করা, যেটিকে বলা হয় আগাপে বা নিঃস্বার্থ ভালবাসা। এটিই হচ্ছে ঈশ্বর-সদৃশ ভালবাসা, মানব-সদৃশ ভালবাসা নয় (মথি ৫:৪৩-৪৮ পদ)।

এই ভালবাসা তিনি আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন তার শুরু ওই ক্রুশ থেকেই। আমরা যখন তাঁকে আমাদের মুক্তিদাতারূপে তাঁর উপর আস্থা স্থাপন করি, তখনই তিনি আমাদেরকে ঈশ্বরের সন্তান করে তোলেন, তাঁর সাথে আমাদের উত্তরাধিকার প্রদান করেন! তিনি পবিত্র আত্মার বেশে আমাদের মাঝে বাস করতে আসেন, তিনি আমাদের কাছে এই প্রতিজ্ঞা করেন যে, তিনি কখনই আমাদের ছেড়ে যাবেন না কিংবা কখনই আমাদের ভুলে যাবেন না (ইব্রীয় ১৩:৫০৬ পদ)। এভাবেই, আমরা আমাদের জীবনে ভালবাসার সান্নিধ্যে অবস্থান করি। আর আমরা কিসের মধ্য দিয়ে যাই তাতে কিছু যায় আসে না, কারণ তিনি সব সময় আমাদের সাথে থাকেন, এবং তাঁর ভালবাসাও সব সময় আমাদের সাথে সাথেই থাকে (রোমীয় ৮:৩৫ পদ)। কিন্তু যেহেতু তিনি আমাদের শুভাকাঙ্খী হিসেবে স্বর্গে অধিকারের সহিত রাজত্ব করেন, সেহেতু আমাদের প্রয়োজন আমরা যেন আমাদের জীবনে তাঁকে তাঁর যোগ্যতম স্থান প্রদান করি, কারণ তিনি এর দাবীদার, তিনি কেবলমাত্র আমাদের সঙ্গী নন, কিন্তু তিনি আমাদের প্রভুও বটে। আর এটি তখনই ঘটবে যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তাঁর এই ভালবাসার অভিজ্ঞতা লাভ করব, কারণ তিনি চান যেন আমরা সেই জীবন পাই ও সেই জীবন যেন তাঁর ভালবাসায় পরিপূর্ণ হয় (যোহন ১০:১০খ পদ)।

English


বাংলা হোম পেজে ফিরে যান

খ্রীষ্টের ভালবাসা কি?
© Copyright Got Questions Ministries