প্রশ্ন
পবিত্র আত্মার নাম ও উপাধিগুলি কী কী?
উত্তর
পবিত্র আত্মাকে বিভিন্ন নাম এবং উপাধিতে ডাকা হয়, যেগুলো তাঁর পরিচর্যার বিভিন্ন দিক বা ভূমিকা নির্দেশ করে। নিচে বাইবেলে উল্লেখিত কিছু নাম ও বিবরণ তুলে ধরা হলো :
শাস্ত্রের রচয়িতা (Author of Scripture) : (২পিতর ১:২১; ২তীমথিয় ৩:১৬ পদ)- পবিত্র আত্মা, ত্রিত্বের তৃতীয় ব্যক্তি, ‘ঈশ্বরের নিঃশ্বসিত বাক্য’ হিসেবে বাইবেল রচনার অনুপ্রেরণা প্রদান করেছেন। পবিত্র আত্মা ৬৬টি বইয়ের লেখকদের অন্তরে এবং মনে তাঁর কথা প্রবাহিত করেছেন। যেমন পালতোলা নৌকা/জাহাজ বাতাসে চলতে থাকে, তেমনি বাইবেলের লেখকরা পবিত্র আত্মার প্রেরণায় পরিচালিত হয়েছেন।
সান্ত্বনাদাতা / পরামর্শদাতা / উকিল (Comforter / Counselor / Advocate) : (যিশাইয় ১১:২; যোহন ১৪:১৬; ১৫:২৬; ১৬:৭ পদ)- পবিত্র আত্মার এই তিনটি শব্দ গ্রীক শব্দ parakletos থেকে নেওয়া হয়েছে, যা "প্যারাক্লেট" নামেও পরিচিত। প্রভু যীশু চলে যাওয়ার পর, তাঁর শিষ্যরা তাঁর সান্ত্বনাদায়ক উপস্থিতি হারিয়ে দুঃখিত হয়েছিল। প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি পবিত্র আত্মাকে পাঠাবেন, যিনি বিশ্বাসীদের সান্ত্বনা, নির্দেশনা এবং সাহস যোগাবেন। পবিত্র আত্মা আমাদের আত্মার সঙ্গে এই সাক্ষ্য দেন যে, আমরা ঈশ্বরের অন্তর্গত এবং তিনি আমাদের পরিত্রাণ নিশ্চিত করেন।
পাপের চেতনাদানকারী (Convicter of Sin) : (যোহন ১৬:৭-১১ পদ)- পবিত্র আত্মা ঈশ্বরের সত্যকে মানুষের মনে প্রয়োগ করেন এবং যুক্তি দিয়ে বোঝান যে, তারা পাপী।তিনি আমাদের হৃদয়ে এই উপলব্ধি আনয়ন করেন যে, আমরা পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্য নই, আমাদের জীবনে তাঁর ধার্মিকতার প্রয়োজন আছে, এবং একদিন সবাইকে নিশ্চিতভাবে বিচারের সম্মুখীন হতে হবে। যারা এই সত্য অস্বীকার করে, তারা পবিত্র আত্মার চেতনাদানের বিরুদ্ধে বিদ্রোহ করে।
মুদ্রাঙ্ক / সীল / প্রতিশ্রুতি (Deposit / Seal / Earnest): (২করিন্থীয় ১:২২; ৫:৫; ইফিষীয় ১:১৩-১৪ পদ)- পবিত্র আত্মা হলেন ঈশ্বরের সীল বা মুদ্রাঙ্ক, যা তাঁর নিজের মানুষদের ওপর তাঁর দাবির প্রমাণ। বিশ্বাসীদের প্রতি আত্মার বরদান হলো আমাদের স্বর্গীয় উত্তরাধিকারের জন্য একটি অগ্রিম প্রদত্ত প্রতিশ্রুতি। পবিত্র আত্মার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে, আমাদের পরিত্রাণ নিশ্চিত। ঈশ্বরের করা সীলমোহর বা মুদ্রাঙ্খিত বিষয় কেউ ভাঙতে পারে না।
পথপ্রদর্শক (Guide): (যোহন ১৬:১৩ পদ)- যেমন পবিত্র আত্মা বাইবেল রচনায় লেখকদের পরিচালিত করেছেন, ঠিক তেমনি তিনি বিশ্বাসীদের সত্য জানাতে এবং বুঝতে সাহায্য করেন। ঈশ্বরের সত্য পৃথিবীর কাছে “বোকামি” মনে হতে পারে, কারণ এটি “আত্মিকভাবে উপলব্ধি করা যায়” (১করিন্থীয় ২:১৪ পদ)। যারা খ্রীষ্টের অন্তর্গত, তাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন এবং আধ্যাত্মিক বিষয়গুলো বোঝার জন্য তাদের পরিচালনা দান করেন। যারা খ্রীষ্টেরর অন্তর্গত নয়, তাদের মধ্যে পবিত্র আত্মা নেই, যিনি ঈশ্বরের বাক্য বুঝতে এবং জানার জন্য একজন "ব্যাখ্যাকারী" বা পথপ্রদশক হিসেবে কাজ করেন।
বিশ্বাসীদের মধ্যে বাসকারী (Indweller of Believers) : (রোমীয় ৮:৯-১১; ইফিষীয় ২:২১-২২; ১করিন্থীয় ৬:১৯ পদ)- পবিত্র আত্মা ঈশ্বরের লোকদের অন্তরে বাস করেন, এবং এই বাস করা পুনর্জীবিত ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য। বিশ্বাসীদের মধ্যে তিনি পরিচালনা দান করেন, পথপ্রদর্শন করেন, সান্ত্বনা দেন এবং আমাদের প্রভাবিত করেন, পাশাপাশি আমাদের মধ্যে আত্মার ফলগুলো প্রদান করেন (গালাতীয় ৫:২২-২৩ পদ)। তিনি ঈশ্বর ও তাঁর সন্তানদের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ প্রতিষ্ঠা করেন। প্রকৃত খ্রীষ্টবিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন।
মধ্যস্থতাকারী (Intercessor): (রোমীয় ৮:২৬)- পবিত্র আত্মার একটি অতি উৎসাহজনক এবং সান্ত্বনাদায়ক কাজ হলো আমাদের জন্য মধ্যস্থতা করা। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে জানি না বা কীভাবে প্রার্থনা করব তা বুঝি না, তখন পবিত্র আত্মা আমাদের জন্য প্রার্থনা করেন। তিনি আমাদের "আকুলতা" বুঝতে পারেন এবং যখন আমরা পরীক্ষার কারণে দুশ্চিন্তাগ্রস্ত বা ক্লান্ত হয়ে পড়ি, তিনি আমাদের সহায়তা করতে আসেন এবং আমাদেরকে ঈশ্বরের করুণার সিংহাসনের সামনে ধরে রাখেন।
সত্য প্রকাশকারী / সত্যের আত্মা (Revealer / Spirit of Truth): (যোহন ১৪:১৭; ১৬:১৩; ১করিন্থীয় ২:১২-১৬ পদ) : প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পুনরুত্থানের পর পবিত্র আত্মা সমস্ত সত্যের মধ্যে আমাদের পথপ্রদর্শন করবেন। পবিত্র আত্মার কারণে আমরা সত্য বুঝতে পারি, বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে, যেটি পরজাতীয়রা বুঝতে পারে না। প্রকৃতপক্ষে, পবিত্র আত্মা আমাদের কাছে যে সত্য প্রকাশ করেন, তা তাদের কাছে "বোকামি" বলে মনে হয় এবং তারা তা বোঝে না। কিন্তু আমাদের মধ্যে খ্রীষ্টের মন রয়েছে, যা তাঁর আত্মার মাধ্যমে আমাদের মধ্যে বিদ্যমান।
ঈশ্বরের আত্মা/প্রভুর আত্মা/খ্রীষ্টের আত্মা (Spirit of God / the Lord / Christ): (মথি ৩:১৬; ২করিন্থীয় ৩:১৭; ১পিতর ১:১১ পদ)- এই নামগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ঈশ্বরের আত্মা আসলে ত্রিত্বের অংশ এবং তিনি পিতা ও পুত্রের মতোই ঈশ্বর।তাঁকে প্রথমবার প্রকাশিত হতে দেখি সৃষ্টির সময়, যখন তিনি "জলের ওপর চলাফেরা করছিলেন", যা তাঁর সৃষ্টিতে অংশগ্রহণের নির্দেশক। পবিত্র আত্মাকে আমরা আবার দেখেছি প্রভু যীশুর বাপ্তিস্মের সময়ে, যেখানে পবিত্র আত্মা কপোতের ন্যায় প্রভু যীশুর উপর অবতীর্ণ হন এবং পিতার কণ্ঠস্বর শোনা যায়।
জীবনের আত্মা (Spirit of Life): (রোমীয় ৮:২ পদ)- "জীবনের আত্মা" শব্দটির মানে হলো পবিত্র আত্মা সেই শক্তি, যিনি জীবন সৃষ্টি করেন বা প্রদান করেন। তিনি মানুষের উদ্ধারের প্রথম কারণ নন, বরং তিনি জীবনের আধ্যাত্বিক নতুনত্ব প্রদান করেন। যখন আমরা খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন লাভ করি, তখন পবিত্র আত্মা আমাদের আধ্যাত্মিক খাদ্য প্রদান করেন, যা আধ্যাত্মিক জীবনের পুষ্টি। এখানে আবার ত্রিত্বের কাজ দেখতে পাই: পুত্রের কাজের মাধ্যমে পিতা আমাদের উদ্ধার করেন, এবং সেই উদ্ধার পবিত্র আত্মা দ্বারা স্থির থাকে।
শিক্ষক (Teacher): (যোহন ১৪:২৬; ১করিন্থীয় ২:১৩ পদ)- প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পবিত্র আত্মা তাঁর শিষ্যদের "সকল কিছু" শিক্ষা দেবেন এবং তিনি যখন তাদের সাথে ছিলেন, তখন তিনি যে সব কথা বলেছিলেন তা স্মরণ করিয়ে দেবেন। নতুন নিয়মের লেখকেরা পবিত্র আত্মার মাধ্যমে প্রভু যীশুর দেয়া নির্দেশাবলী এবং মন্ডলী গঠনের জন্য শাস্ত্রের মৌলিক তত্ত্ব এবং আধ্যাত্মিক জীবনযাত্রার উপদেশগুলিকে স্মরণ করতে এবং বুঝতে সক্ষম হয়েছিলেন।
সাক্ষী (Witness) : (রোমীয় ৮:১৬; ইব্রীয় ২:৪; ১০:১৫ পদ)- পবিত্র আত্মাকে "সাক্ষী" বলা হয়, কারণ তিনি আমাদের অন্তরে সাক্ষ্য দেন যে, আমরা ঈশ্বরের সন্তান, প্রভু যীশু এবং তাঁর শিষ্যরা যারা অলৌকিক কাজ করেছেন, তারা ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছিল, এবং বাইবেলের গ্রন্থগুলি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। এছাড়া, পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে আত্মার বরদানগুলো প্রদান করে আমাদের এবং পৃথিবীর কাছে সাক্ষ্য দেন যে, আমরা ঈশ্বরের একান্ত নিজস্ব লোক।
English
পবিত্র আত্মার নাম ও উপাধিগুলি কী কী?