প্রশ্ন
বৈশ্বিক মহামারী রোগ সম্বন্ধে বাইবেল কি বলে?
উত্তর
বৈশ্বিক মহামারী রোগ সমূহের বিভিন্ন প্রাদুর্ভাব, যেমন ইবোলা বা করোনার বীজানু অনেককে প্রশ্ন করতে তৎপর করেছে ঈশ্বর কেন অনুমতি দেন – বা এমনকি ঘটান - বৈশ্বিক মহামারী রোগ সমূহ আর এই ব্যাধিগুলো শেষ সময়ের একটি চিহ্ন কিম্বা না I বাইবেল. বিশেষত পুরোনো নিয়ম, অসংখ্য ঘটনার বর্ণনা দেয় যখন ঈশ্বর তাঁর লোক এবং তাঁর শত্রুদের উপরে মহামারী এবং রোগ সমূহ নিয়ে এসেছিলেন “তোমাদেরকে আমার ক্ষমতা দেখাতে” (যাত্রা পুস্তক 9:14-16) I ইস্রায়েলীদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য ফরৌণকে বাধ্য করতে তিনি মিশরের উপরে মহামারীকে ব্যবহার করলেন, অথচ সেগুলোর দ্বারা প্রভাবিত হওয়ার থেকে তাঁর লোকেদের রেহাই দিলেন (যাত্রা পুস্তক 12:13; 15:26), এইরূপে রোগ এবং অন্যান্য যাতনা সমূহের উপরে তাঁর সার্বভৌম নিয়ন্ত্রণের সংকেত দিলেন I
এছাড়া ঈশ্বর মহামারী সহ অবাধ্যতার পরিণাম সম্বন্ধে, তাঁর লোকদের সাবধান করলেন (লেবীয় 26: 21,25) I দুটি ঘটনায় ঈশ্বর অবাধ্যতার বিভিন্ন কার্যকলাপের জন্য 14,700 এবং 24,000 লোকদের সংহার করলেন (গণনা পুস্তক 16:49 এবং 25:9) I মশির ব্যবস্থা প্রদান করার পরে, ঈশ্বর লোকেদের আজ্ঞা দিলেন তা মান্য করতে অন্যথায় অনেক মন্দতা সমূহ ভোগ করতে, তৎসহ এমন কিছু যা ইবোলার মতন শোনায়: “সদাপ্রভু ক্ষয়রোগ, জ্বর এবং জ্বালা দিয়ে তোমাকে আঘাত করবেন ..... তোমার বিনাশ না হওয়া পর্যন্ত যেগুলো তোমায় জ্বালাতন করবে” (দ্বিতীয় বিবরণ 28:22) I ঈশ্বরের দ্বারা সংঘটিত অনেক মহামারী এবং রোগ সমূহের মধ্যে এগুলো কেবলমাত্র কয়েকটি উদাহরণ I
মাঝে মাঝে এটা কল্পনা করা কঠিন হয় যে আমাদের প্রেমী ও দয়ালু ঈশ্বর তার লোকেদের প্রতি এই ধরণের কোপ এবং ক্রোধ প্রদর্শন করেন I তবে ঈশ্বরের দণ্ড সমূহের মধ্যে সর্বদা অনুতাপ এবং পুন:স্থাপনের লক্ষ্য থাকে I 2 বংশাবলি 7:13-14 এর মধ্যে, ঈশ্বর শলোমনকে বললেন, “যখন আমি আকাশ রুদ্ধ করি, যাতে কোন বৃষ্টি না হয়, কিম্বা দেশ বিনষ্ট করতে পঙ্গপালদেরকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, যদি আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্ত্তিত হয়েছে, নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং নিজেদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব এবং তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশ আরোগ্য করব I” এখানে আমরা দেখি ঈশ্বর তাঁর লোকেদের নিজের কাছে নিয়ে আসতে, অনুতাপকে কার্যকরী করতে এবং সন্তান রূপে তাদের স্বর্গীয় পিতার কাছে ফিরে আসার ইচ্ছা পূরণ করতে বিপর্যয়কে ব্যবহার করছেন I
নতুন নিয়মের মধ্যে, যীশু “প্রত্যেক রোগ এবং অসুস্থতাকে,” পাশা পাশি তাঁর দ্বারা পরিদর্শিত অঞ্চলগুলোতে মহামারীকে সুস্থ করলেন (9:35; 10:1; মার্ক 3:10) I ঠিক যেমন ঈশ্বর ইস্রায়েলীদের প্রতি তাঁর ক্ষমতা দেখাতে মহামারী এবং রোগ সমূহকে ব্যবহার করতে চয়ন করলেন, ঠিক তেমনি যীশু সুস্থ করলেন সেই একই ক্ষমতাকে এক প্রদর্শন হিসাবে প্রতিপন্ন করতে যে তিনি ঈশ্বরের প্রকৃত পুত্র ছিলেন I
অসুস্থতার প্রাদুর্ভাব যেমন ইবোলা এবং করোনার বীজানু বৈশ্বিক মহামারীর পূর্বাস্বাদ যা শেষ সময়ের অংশ হবে I যীশু শেষ দিনের সাথে যুক্ত ভবিষ্যৎ মহামারীর উল্লেখ করেছেন (লুক 21:11) I প্রকাশিত বাক্যের দুটি স্বাক্ষ্য সমূহের মধ্যে “যতবার তাদের ইচ্ছা প্রত্যেকটি মহামারীর পৃথিবীকে সমস্ত আঘাতে আঘাত করার ক্ষমতা রয়েছে” (প্রকাশিত বাক্য 11:16) I এক ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায়ে সাত স্বর্গদূত সাত মহামারী উৎপন্ন করবে, প্রকাশিত বাক্যের 16 তে ভয়ংকর বিচারের কথা বর্ণিত আছে I
বৈশ্বিক মহামারীর আবির্ভাব ঈশ্বরের দ্বারা পাপের নির্দিষ্ট ন্যায় হতেও পারে বা নাও হতে পারে I এটি পতিত জগতের মধ্যে বেঁচে থাকার পরিণামও হতে পারে I যেহেতু যীশুর প্রত্যাবর্তনের সময় কেউ জানে না, তাই আমাদের বলার সম্বন্ধে সতর্ক হওয়া উচিৎ যে বৈশ্বিক মহামারী হ’ল শেষ সময়ে আমাদের বাস করার প্রমাণ I তাদের পক্ষে যারা যীশুকে উদ্ধারকর্তা রূপে জানে না, রোগ একটি স্মারক হওয়া উচিৎ যে জীবন একটি ভঙ্গুর এবং যে কোনো মুহুর্তে হারিয়ে যেতে পারে I বৈশ্বিক মহামারী যতটা খারাপ তার থেকেও নরক বেশি খারাপ হবে I যাইহোক, আমাদের জন্য ক্রুশের উপরে যীশুর রক্ত সেচনের কারণে খ্রীষ্টানদের কাছে পরিত্রাণের আশ্বাসন এবং অনন্ত জীবনের আশা আছে I (যিশাইয় 53:5; 2 করিন্থীয় 5:21; ইব্রীয় 9:28) I
বৈশ্বিক মহামারীর প্রতি খ্রীষ্টানদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিৎ? প্রথমত, আতঙ্কগ্রস্ত হবেন না I ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন I বাইবেল 300 বার “ভয় কোর না” এর বরাবর বলে I দ্বিতীয়তঃ, বিচক্ষণ হন I রোগের প্রকোপকে এড়াতে এবং আপনার পরিবারের রক্ষা ও যোগান দিতে যুক্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুন I তৃতীয়তঃ, সেবাকার্য়ের জন্য সুযোগের অন্বেষণ করুন I লোকেরা যখন তাদের জীবনের জন্য প্রায়শই ভয়ভীত হয়, তখন তারা অনন্ত জীবনের সম্বন্ধে বেশি করে কথোপকথন করতে ইচ্ছুক হয় I আপনার দ্বারা সুসমাচার বিতরণের ক্ষেত্রে সাহসী এবং দয়াশীল হন, প্রেমে সর্বদা সত্য কথা বলুন (ইফিষীয় 4:15) I
English
বৈশ্বিক মহামারী রোগ সম্বন্ধে বাইবেল কি বলে?