প্রশ্ন
পরিত্রাণের পরিকল্পনা কী?
উত্তর
পরিত্রাণ অর্থ হলো কোন কিছু থেকে মুক্তিলাভ। কি থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার, কেন আমাদের মুক্তি পাওয়া দরকার, কিভাবে সেই মুক্তি গ্রহণ কিংবা অর্জন করা যেতে পারে ইত্যাদি বিষয়ে পৃথিবীর সমস্ত ধর্মই শিক্ষা প্রদান করে বটে, কিন্তু তাদের প্রত্যেকেরই এ বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যা কিছুই হোক না কেন, পবিত্র বাইবেল সুস্পষ্টভাবে প্রকাশ করে যে, পরিত্রাণ বিষয়ে কেবলমাত্র একটিই পরিকল্পনা বিদ্যমান।
পরিত্রাণের পরিকল্পনা বুঝবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- এটি কোন মানুষের পরিকল্পনা নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা। পরিত্রাণ বিষয়ে মানুষের পরিকল্পনায় ধর্মীয় রীতিনীতি ধারণ, নির্দিষ্ট আদেশ পালন কিংবা আত্মিকতার আলোয় অর্জিত কিছু ধাপ বা স্তরের কথা জড়িত থাকে। কিন্তু এর কোনটিই ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার অংশ নয়।
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা- কেন?
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনায় প্রথমেই আমাদের বুঝতে হবে কেন আমাদের পরিত্রাণ বা উদ্ধার পাওয়া দরকার। সহজ কথা এই যে, যেহেতু আমরা পাপী, সেই জন্য আমাদের পরিত্রাণ বা উদ্ধার পেতে হবে। বাইবেল ঘোষণা করে, সকলেই পাপ করেছে (উপদেশক ৭:২০; রোমীয় ৩:২৩; ১যোহন ১:৮ পদ)। ঈশ্বরের বিরুদ্ধাচারণই পাপ। আমরা যা কিছু মন্দ বা খারাপ সেগুলোই সক্রিয়ভাবে করতে পছন্দ করি। পাপ অন্যদের ক্ষতিসাধন করে, আমাদের ধ্বংস করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি ঈশ্বরকে অপমান করে। এছাড়াও বাইবেল আমাদের শিক্ষা দেয় যে, যেহেতু ঈশ্বর পবিত্র এবং ন্যায়পরায়ন, সেহেতু তিনি শাস্তি না দিয়ে পাপকে ছেড়ে দিতে পারেন না। পাপের শাস্তি হচ্ছে মৃত্যু (রোমীয় ৬:২৩ পদ), এবং চিরকালের জন্য ঈশ্বর থেকে পৃথক হয়ে পড়া (প্রকাশিত বাক্য ৩০:১১-১৫ পদ)। ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা ব্যতীত প্রতিটি মানুষের গন্তব্য হচ্ছে অনন্ত মৃত্যু।
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা- কী?
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনায় কেবলমাত্র স্বয়ং ঈশ্বরই পরিত্রাণ প্রদান করতে পারেন। আমরা আমাদের পাপ এবং তার ফলসমূহ থেকে নিজেদের রক্ষা করতে অক্ষম। যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বর মানুষ হলেন (যোহন ১:১,১৪ পদ)। যীশু পাপবিহীন জীবন যাপন করলেন (২করিন্থীয় ৫:২১; ইব্রীয় ৪:১৫; ১যোহন ৩:৫ পদ) এবং আমাদের পক্ষে নিজেকে নিষ্কলঙ্ক যজ্ঞরূপে উৎসর্গ করলেন (১করিন্থীয় ১৫:৩; কলসীয় ১:২২; ইব্রীয় ১০:১০ পদ)। যীশু স্বয়ং ঈশ্বর হওয়ার কারণে তাঁর মৃত্যু অসীম এবং সেটির অনন্তকাল স্থায়ী মূল্য রয়েছে। ক্রশের উপর যীশু খ্রীষ্টের জীবন উৎসর্গ সমস্ত পৃথিবীর পাপের সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছে (১যোহন ২:২ পদ)। মৃত্যুকে জয় করে তাঁর পুনরুত্থান প্রমাণ করে যে, বাস্তবিক তাঁর এই উৎসর্গ ছিল যথার্থ, এবং তাই আমরা এখন অনায়াসে পরিত্রাণ লাভ পারি।
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা- কীভাবে?
প্রেরিত ১৬:৩১ পদে লেখা আছে, একজন লোক প্রেরিত পৌল ও শীলকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় জিজ্ঞাসা করলে পর তাদের উত্তর ছিল- "তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহলে পরিত্রাণ পাইবে।" ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা অনুসরণ করার উপায় হচ্ছে বিশ্বাস করা। কেবলমাত্র এই বিষয়টিই আমাদের মধ্যে থাকা দরকার (যোহন ৩:১৬; ইফিষীয় ২:৮-৯ পদ)। ঈশ্বর তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ দান করেন। এখন আমাদের অবশ্যই যা করতে হবে তা হলো, আমাদের ব্যক্তিগত জীবনের একমাত্র মুক্তিদাতা হিসাবে প্রভু যীশুর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে (যোহন ১৪:৬; প্রেরিত ৪:১২ পদ)। এটিই হলো ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা।
ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা- আপনি কী এটি গ্রহণ করবেন?
যদি আপনি ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা অনুসরণ করতে প্রস্তুত থাকেন, তাহলে আপনার উদ্ধারকর্তারূপে যীশুতে বিশ্বাস রাখুন। যীশুর মধ্য দিয়ে আপনি পাপের পথ থেকে মন ফিরান এবং ঈশ্বরকে অগ্রাহ্য না করে তাঁকে গভীরভাবে হৃদয়ে ধারণ করুন। আপনার পাপের জন্য যীশুর আত্মোৎসর্গকে পরিপূর্ণ মূল্য পরিশোধ হিসাবে বিশ্বাস করুন। আপনি যদি এটি করেন, তাহলে আপনার জন্য ঈশ্বরের যে প্রতিজ্ঞা তা হলো- আপনি অবশই পরিত্রাণ বা রক্ষা পাবেন, আপনার সমস্ত পাপ ক্ষমা করা হবে এবং আপনি অনন্তকালব্যাপী স্বর্গরাজ্যে বাস করবেন। আপনার জীবনে এর চেয়ে বড় আর কোন সিদ্ধান্ত থাকতে পারে না। প্রিয় বন্ধু, আপনার একমাত্র মুক্তিদাতারূপে যীশু খ্রীষ্টেতে আজই আপনার বিশ্বাস স্থাপন করুন!
এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।
English
পরিত্রাণের পরিকল্পনা কী?