প্রশ্ন
বিয়ের জন্য আমি কিভাবে নিজেকে তৈরী করতে পারি?
উত্তর
বিয়ের জন্য নিজেকে বাইবেলসম্মত উপায়ে তৈরী করা হলো নিজের জীবনের জন্য কোন প্রচেষ্টা বা উদ্যম গ্রহণ করা। এমন একটি নীতি আছে যেটির নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হিসাবে আমাদের জীবনের প্রতিটি বিষয়ের উপর কর্তৃত্ব করা উচিত: “সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারী আদেশ হলো, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালবাসবে” (মথি ২২:৩৭-৩৮ পদ)। এটি কোন অসাড় বা হালকা আদেশ নয়। বিশ্বাসী হিসাবে এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বা মূলমন্ত্র হওয়া প্রয়োজন। এর অর্থ হলো আমাদের সমস্ত অন্তর দিয়ে ঈশ্বর ও তাঁর জীবন্ত বাক্যের উপর আলোকপাত করা যেন আমাদের প্রাণ ও মন সেই সব জিনিসে ভরপুর থাকে যেগুলো তাঁকে (ঈশ্বরকে) সন্তুষ্ট করবে।
প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের সাথে আমাদের এমন একটি সম্পর্ক স্থাপিত হয়েছে যার মধ্যে অন্যান্য সম্পর্কগুলোও একত্রে একই সূত্রে গ্রোথিত থাকে। বৈবাহিক সম্পর্ক হলো খ্রীষ্ট ও মন্ডলীর মধ্যে যে সম্পর্ক বিদ্যমান আছে সেই সম্পর্কের উপর প্রতিষ্ঠিত (ইফিষীয় ৫:২২-৩৩ পদ)। আমাদের জীবনের সব কিছু প্রভুর আদেশ ও তাঁর শিক্ষা বা দৃষ্টান্ত অনুসারে বিশ্বাসী হিসাবে জীবন যাপন করার অঙ্গীকারের দ্বারা পরিচালিত হয়ে থাকে। ঈশ্বর এবং তাঁর বাক্যের প্রতি আমাদের বাধ্যতাই বিবাহ ও জগতের জন্য দেওয়া ঈশ্বরের নিয়ম-কানুন পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সব কিছু দিয়ে আমাদের তৈরী করে থাকে। নতুন জন্মপ্রাপ্ত প্রতিটি বিশ্বাসীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো তাদের জীবনের সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বরকে মহিমান্বিত করা (১করিন্থীয় ১০:৩১ পদ)।
বিয়ের জন্য যদি আপনি নিজেকে তৈরী করতে চান তাহলে আপনাকে খ্রীষ্ট যীশুর আহ্বানে সাড়া দিয়ে তাঁর সাথে গমনাগমন করতে হবে এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তাঁর সাথে আরও বেশী করে অন্তরঙ্গ হতে হবে (২তীমথিয় ৩:১৬-১৭ পদ), এবং আপনার সব কিছুতে তাঁর প্রতি আপনার বাধ্যতাকে প্রকাশ করতে হবে। বাধ্যতায় ঈশ্বরের সাথে গমনাগমন করার বিষয়টি শিক্ষা নেবার আর কোন সহজ পথ বা উপায় নেই। এটি হলো একটি পছন্দীয় বিষয় যেখানে আমাদের প্রত্যেক দিন জগতের দৃষ্টিভঙ্গি থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে এবং সরাসরি ঈশ্বরকে অনুসরণ করতে হবে। খ্রীষ্টের সাথে গমনাগমন করার অর্থ হলো নম্রতায় আমাদের নিজেদের প্রতিদিন ও প্রতি মুহূর্তে তাঁর কাছে সমর্পণ করা যিনি হলেন আমাদের একমাত্র পথ, সত্য ও জীবন। এটিই হলো সেই স্বর্গীয় মহাদান (বিবাহ) যার জন্য প্রতিটি বিশ্বাসীর প্রস্তুতি গ্রহণপূর্বক তৈরী থাকা প্রয়োজন।
যিনি আত্মিকভাবে পরিপক্ক এবং ঈশ্বরের সাথে গমনাগমন করেন তিনি অন্য যে কারও তুলনায় বিয়ের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে থাকেন। বিয়ে বিষয়টি অঙ্গীকার, গভীর অনুরাগ, নম্রতা, ভালবাসা এবং শ্রদ্ধা বা সম্মান দাবী করে। ঈশ্বরের সাথে যার অন্তরঙ্গতা যত বেশী তার মধ্যে এই গুণগুলো তত বেশী পরিলক্ষিত হয়ে থাকে। যেহেতু আপনি বিয়ের জন্য নিজেকে তৈরী করছেন সেহেতু আপনার উচিত ঈশ্বর যেভাবে চান সেইভাবেই তিনি যেন আপনাকে গঠন করেন তাঁকে সেই সম্মতি দেওয়া এবং ঐ বিষয়টির উপর বিশেষভাবে আলোকপাত করা (ইব্রীয় ১২:১-২ পদ)। আপনি যদি তাঁর কাছে নিজেকে সঁপে দেন তাহলে ঐ চমৎকার দিন অর্থাৎ বিয়ের দিন যখন উপস্থিত হবে তখন বিয়ের জন্য আপনি যাতে সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তত করতে পারেন সেইজন্য তিনি প্রয়োজনীয় সব কিছু দিয়ে আপনাকে সক্ষম করে তুলবেন।
English
বিয়ের জন্য আমি কিভাবে নিজেকে তৈরী করতে পারি?