settings icon
share icon
প্রশ্ন

অনুতাপ কি এবং পরিত্রাণের জন্য এটি কি জরুরি?

উত্তর


অনেকে অনুতাপ শব্দটিকে “পাপের থেকে ফেরা” বোঝে I এটি পরিত্রাণের বাইবেল সম্মত সংজ্ঞা নয় I বাইবেলের মধ্যে পরিত্রাণের অর্থ হ’ল “একজনের মনের পরিবর্তন I” বাইবেল আমাদের এও বলে যে প্রকৃত অনুতাপ কাজকর্মের মধ্যে এক পরিবর্তন ঘটাবে (লুক 3:8-14; প্রেরিত 3:19) I প্রেরিত 26:20 ঘোষণা করে, “আমি প্রচার করলাম তারা যেন ঈশ্বরের কাছে অনুতাপ করে এবং ফিরে আসে এবং মন পরিবর্তনের প্রমাণ অনুযায়ী তাদের কার্য করে I” অনুতাপ সম্পর্কে সম্পূর্ণ বাইবেল সম্মত সংজ্ঞা হ’ল মনের একটি পরিবর্তন যা কার্যের পরিবর্তনের ফলশ্রুতি ঘটায় I

তাহলে অনুতাপ ও পরিত্রাণের মধ্যে কি সংযোগ রয়েছে? প্রেরিতের বইটি বিশেষত পরিত্রাণের বিষয়ে অনুতাপের উপরে মনোনিবেশ করেছে বলে মনে হয় (প্রেরিত 2:38; 3:19; 11:18; 17:30; 20:21; 26:20) I পরিত্রাণের বিষয়ে অনুতাপ করা, যীশু খ্রীষ্টের বিষয়ে আপনার মন পরিবর্তন করা I পেন্টেকোষ্টের দিনে পিতরের উপদেশের মধ্যে (প্রেরিত অধ্যায় 2), তিনি লোকেদের অনুতাপ করার একটি আহ্বান দিয়ে শেষ করেন (প্রেরিত 2:38) I কিসের থেকে অনুতাপ? পিতর লোকেদের আহ্বান করছেন যারা যীশুকে অস্বীকার করেছিল (প্রেরিত 2:36) তাঁর সম্পর্কে তাদের মন পরিবর্তন করতে, চিনতে যে তিনিই বাস্তবিক “প্রভু এবং খ্রীষ্ট” (প্রেরিত 2:36) I পিতর মশীহ হিসাবে খ্রীষ্টকে প্রত্যাখ্যান করা থেকে মশীহ এবং উদ্ধারকর্তা উভয় হিসাবে তাঁর প্রতি বিশ্বাস স্থাপনে তাদের মন পরিবর্তন করার আহ্বান জানাচ্ছেন I

অনুতাপ এবং বিশ্বাসকে “একই মুদ্রার দুই দিক” হিসাবে বোঝা যেতে পারে I তিনি কে এবং তিনি কি করেছেন সেই সম্বন্ধে প্রথমে আপনার মন পরিবর্তন না করে যীশু খ্রীষ্টকে উদ্ধারকর্তা হিসাবে বিশ্বাস স্থাপন করা অসম্ভব I তা ইচ্ছাকৃত প্রত্যাখ্যান থেকে অনুতাপ হোক বা অজ্ঞতা থেকে বা বিরক্তি থেকে অনুতাপ যাই হোক না কেন, এটি একটি মানসিক পরিবর্তন I পরিত্রাণ সম্পর্কে বাইবেল সম্মত অনুতাপ হ’ল, খ্রীষ্টকে প্রত্যাখ্যান করা থেকে খ্রীষ্টের প্রতি বিশ্বাসের দিকে আপনার মন পরিবর্তন করা I

এটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ যে আমরা বুঝ্রতে পারি যে অনুতাপ উদ্ধার অর্জনের জন্য করা কোনো কাজ নয় I কেউ অনুতাপ করতে পারে না এবং ঈশ্বরের কাছে আসতে পারে যতক্ষণ না ঈশ্বর সেই ব্যক্তিকে তাঁর কাছে টেনে আনেন (যোহন 6:44) I প্রেরিত 5:31 এবং 8:11 ইঙ্গিত দেয় যে অনুতাপ এমন কিছু যা ঈশ্বর দেন – এটি কেবলমাত্র তাঁর অনুগ্রহের কারণে সম্ভব I কেউ অনুতাপ করতে পারে না যতক্ষণ না ঈশ্বর অনুতাপ মঞ্জুর করেন I অনুতাপ এবং বিশ্বাস সহ সমস্ত পরিত্রাণ ঈশ্বরের আমাদেরকে কাছে টানতে, আমাদের চোখ খুলতে, এবং আমাদের হৃদয়কে পরিবর্তন করার ফল I ঈশ্বরের অতিসহিষ্ণুতা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায় (2 পিতর 3:9), যেমন তাঁর করুণা (রোমীয় 2:4) I

যদিও অনুতাপ কোন কাজ নয় যা পরিত্রান অর্জন করে, তবুও পরিত্রাণ পর্যন্ত অনুতাপ কার্যে ফল উৎপন্ন করে I কার্যের মধ্যে পরিবর্তন ছাড়া প্রকৃতপক্ষে এবং সম্পূর্ণরূপে আপনার মন পরিবর্তন করা অসম্ভব I বাইবেলের মধ্যে, অনুতাপ আচরণের মধ্যে একটি পরিবর্তন ঘটায় I সেই কারণে বাপ্তাইজক যোহন লোকেদের “অনুতাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ফল উৎপন্ন করতে” আহ্বান করলেন (মথি 3:8) I যে ব্যক্তি সত্যই খ্রীষ্টের প্রত্যাখ্যান থেকে খ্রীষ্টের প্রতি বিশ্বাসে অনুতাপ করেছে সে পরিবর্তিত জীবনের প্রমাণ দেবে (2 করিন্থীয়ান 5:17; গালাতীয় 5:19-23; যাকোব 2:14-26) I উপযুক্তরূপে সজ্ঞায়িত, অনুতাপ, পরিত্রাণের জন্য প্রয়োজন (প্রেরিত 3:19) I বাইবেল সম্মত অনুতাপ হ’ল যীশু খ্রীষ্ট সম্পর্কে আপনার মন পরিবর্তন করা এবং পরিত্রাণের জন্য বিশ্বাসে ঈশ্বরের দিকে ফেরা (প্রেরিত 3:19) I পাপের থেকে ফেরা অনুতাপের সংজ্ঞা নয়, তবে প্রভু যীশুর প্রতি প্রকৃত, বিশ্বাস-ভিত্তিক অনুতাপগুলির একটি ফল I

English



বাংলা হোম পেজে ফিরে যান

অনুতাপ কি এবং পরিত্রাণের জন্য এটি কি জরুরি?
© Copyright Got Questions Ministries