প্রশ্ন
সাতটি মৃত্যুজনক পাপ কী কী?
উত্তর
সাতটি মুত্যুজনক পাপ হলো এমন একটি তালিকা যা পতিত মানুষের পাপ করার প্রবণতার বিষয়ে সতর্ক করার সঙ্গে সঙ্গে তাদের অনূসারীদের শিক্ষিত করে গড়ে তোলা হতো এবং এ বিষয়ে নানা ধরনের দিক-নির্দেশনা দেওয়ার জন্য আদি খ্রীষ্টিয়ানদের শিক্ষায় ব্যবহার করা হতো। “মৃত্যুজনক” সাতটি পাপের তালিকা সম্পর্কে ভুল ধারণাটি এই যে, বলা হতো সেগুলো এমন পাপ যেগুলো ঈশ্বর ক্ষমা করবেন না। এ বিষয়ে বাইবেল সুস্পষ্ট বক্তব্য প্রদান করে- একমাত্র সেই পাপ অর্থাৎ অবিরামভাবে অবিশ্বাস করাকে ঈশ্বর ক্ষমা করবেন না, কারণ এটি তাঁর ক্ষমাশীলতা অর্জন করতে পারার বিষয়টিকে অস্বীকার করে। অর্থাৎ এখানে যীশু খ্রীষ্টকে স্বয়ং এবং আমাদের পরিবর্তে তাঁর ক্রুশীয় মৃত্যুকে অস্বীকার করা হয়। “সাতটি মৃত্যুজনক পাপ”- এই ধারণাটি কী বাইবেলসম্মত? এর উত্তর হলো হ্যাঁ এবং না উভয়ই। হিতোপদেশ ৬:১৬-১৯ পদ এ কথা ঘোষণা করে যে, “সদাপ্রভু কমপক্ষে সাতটা জিনিস ঘৃণা করেন যেগুলো তাঁর কাছে জঘন্য: ১) গর্বে ভরা চোখের চাহনি, ২) মিথ্যাবাদী জিহ্বা, ৩) নির্দোষ লোকের রক্ষপাত করে যে হাত, ৪) কুমতলব আটা অন্তর; ৫) অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা, ৬) মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী এবং ৭) ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।” যাহোক, এই তালিকা সেই পাপের তালিকা নয় যেটিকে অধিকাংশ লোক সাতটি মৃত্যুজনক পাপ হিসাবে ধারণা করে থাকে।
ছয় শতকের মহান পোপ গ্রেগরির মতে, সাতটি মৃত্যুজনক পাপ হলো এরূপ: গর্ব করা, হিংসা করা, পেটুকতা, কামনা-বাসনা, রাগ বা হিংসা, লোভ করা এবং কুঁড়েমি (অলসতা)। যদিও এই পাপগুলোকে অস্বীকার করা যায় না তবুও বাইবেলে এগুলোকে কখনই “সাতটি মৃত্যুজনক পাপ” হিসাবে বর্ণনা করে না। সাতটি মৃত্যুজনক পাপের এই গতানুগতিক তালিকা বিভিন্ন ধরনের অস্তিত্ব সম্পন্ন পাপগুলোকে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করার ক্ষেত্রে একটি ভাল উপায় হিসাবে কাজ করতে পারে। যে কোন ধরনের পাপকে অবশ্যেই এই সাতটি ভাগের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমাদের আরও গুরুত্বের সঙ্গে বুঝতে হবে যে, মৃত্যুজনক এই সাতটি পাপ অন্যান্য পাপের তুলনায় আরও বেশী মৃত্যুজনক নয়। সমস্ত পাপের ফলই হলো মৃত্যু (রোমীয় ৬:২৩ পদ)। ঈশ্বরের গৌরব হোক যে, “সাতটি মৃত্যুজনক পাপ”-এর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত পাপই যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ক্ষমা লাভ করতে পারে (মথি ২৬:২৮; প্রেরিত ১০:৪৩; ইফিষীয় ১:৭ পদ)।
English
সাতটি মৃত্যুজনক পাপ কী কী?