settings icon
share icon
প্রশ্ন

বদলি প্রায়শ্চিত্ব করা মানে কি?

উত্তর


বদলি প্রায়শ্চিত্ব করা বলতে বুঝায়, যীশু খ্রীষ্ট পাপীদের পাপের জন্য প্রায়শ্চিত্ব করতে মৃত্যুবরণ করেন। পবিত্র শাস্ত্র শিক্ষা দেয় যে, সব মানুষই পাপ করেছে (রোমীয় ৩:৯-১৮, ২৩ পদ দ্রষ্টব্য)। আমাদের পাপের বেতন বা জরিমানা হচ্ছে মৃত্যু। রোমীয় ৬:২৩ পদে লেখা আছে, “পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন।”

এই পদ আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। খ্রীষ্ট ছাড়া আমরা মারা গেলে পর আমাদের পাপের বেতন দিতে অনন্তকাল ধরে নরকে থাকতে হবে। শাস্ত্র অনুসারে মৃত্যু মানে “আলাদা হয়ে যাওয়া।” প্রত্যেককেই মরতে হবে, কিন্তু কেউ কেউ স্বর্গে প্রভুর সাথে অনন্তকাল বাস করবে, আবার অন্যদিকে কেউ কেউ অনন্তকাল ধরে নরকে বাস করবে। এখানে মৃত্যু বলতে নরকের জীবনকে বুঝানো হয়েছে। যাইহোক, এই পদে দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে, অনন্ত জীবন যীশু খ্রীষ্টের মধ্যে দিয়ে পাওয়া যায়। এটাই হচ্ছে তাঁর অন্যের জন্য প্রায়শ্চিত্ব সাধন।

যীশু খ্রীষ্টকে যখন ক্রুশে দেওয়া হয়, তখন তিনি আমাদের বদলে মৃত্যুবরণ করেন। যেহেতু আমরা পাপে জীবন-যাপন করি, সেহেতু ঐ ক্রুশে মৃত্যুই ছিল আমাদের পাওনা শাস্তি । কিন্তু আমাদের বদলে খ্রীষ্ট এই শাস্তি নিজে বহন করলেন- আমাদের জায়গায়, আমাদের পাওনা শাস্তি তিনি গ্রহণ করলেন। “যীশু খ্রীষ্টের মধ্যে কোন পাপ ছিল না; কিন্তু ঈশ্বর আমাদের পাপ তাঁর উপর তুলে দিয়ে তাঁকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রীষ্টের সংগে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়” (২ করিন্থীয় ৫:২১ পদ)।

“তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি-দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য বেঁচে থাকি। তাঁর দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে” (১ পিতর ২:২৪ পদ)। এখানেও আমরা দেখছি যে, আমাদের করা পাপ খ্রীষ্ট নিজে বহন করলেন এবং নিজে আমাদের পাপের বেতন/জরিমানা দিলেন। আবার, কয়েক পদ পরে আমরা দেখি যে, “খ্রীষ্টও পাপের জন্য একবারই মরেছিলেন। ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। দেহে তাঁকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আত্মায় তাঁকে জীবিত করা হয়েছিল” (১ পিতর ৩:১৮-১৯ পদ)। খ্রীষ্ট আমাদের বদলে জীবন দিয়েছেন, তা শুধুমাত্র এই পদেই আমাদের শিক্ষা দেয় না, কিন্তু আরও শিক্ষা দেয় যে, তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ব; তার অর্থ মানুষের পাপের কারণে যে জরিমানা প্রযোজ্য, তা তিনি সঠিকভাবে দিয়েছেন।

যিশাইয় ৫৩:৫ পদ হচ্ছে এমন একটা শাস্ত্র পদ, যেখানে অন্যের জন্য প্রায়শ্চিত্ব করার কথা বলেছে। এই পদে যীশুর আগমনের কথা বলেছে, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করবেন। এই ভাববাণী ভালভাবে ব্যাখা করা হয়েছে এবং তাঁর ক্রুশে মৃত্যুবরণ করার ঘটনা হুবহু ভবিষ্যত বাণী করা হয়েছে। “আমাদের পাপের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে; আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে; তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।” এখানেও অন্যের বদলে প্রায়শ্চিত্ব করার কথা বলা হয়েছে। এখানেও দেখি, খ্রীষ্ট আমাদের জন্য মূল্য পরিশোধ করলেন!

আমরা আমাদের পাপের জন্য নিজেরাই মূল্য পরিশোধ করতে পারি এবং অনন্তকালের জন্য নরকে গিয়ে থাকতে পারি। কিন্তু ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট এই পৃথিবীতে এসে আমাদের পাপের জন্য মূল্য পরিশোধ করলেন। যেহেতু তিনি তা করলেন, তাই আমরা শুধু যে আমাদের পাপের ক্ষমা পেয়েছি তা-ই নয়, কিন্তু তাঁর সাথে অনন্তকাল ধরে থাকতে পারছি। যদি আমরা এটাই চাই, তাহলে- তিনি আমাদের জন্য ক্রুশের উপরে যা করেছেন, তার জন্য আমাদের বিশ্বাস তাঁর উপরে আনতে হবে। আমরা নিজেরা উদ্ধার পেতে পারি না; আমাদের একজন বদলি দরকার। যীশু খ্রীষ্টের মৃত্যু হচ্ছে আমাদের জন্য বদলি প্রায়শ্চিত্ব।

English



বাংলা হোম পেজে ফিরে যান

বদলি প্রায়শ্চিত্ব করা মানে কি?
© Copyright Got Questions Ministries