প্রশ্ন
প্রণালীবদ্ধ বা সুশৃঙ্খল ধর্মতত্ত্ব কী?
উত্তর
প্রণালীবদ্ধ বা সৃশৃঙ্খল বলতে সাধারণত কোন নিয়ম বা প্রণালীর মধ্যে কোন কিছু অবস্থান করাকে বুঝায়। প্রণালীবদ্ধ ধর্মতত্ত্ব হলো প্রণালীর মধ্যে অবস্থিত ধর্মতত্ত্বের বিভাগ যা তার মধ্যকার বিভিন্ন অংশগুলোর ব্যাখ্যা প্রদান করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, বাইবেলের অনেকগুলো পুস্তক বা বই স্বর্গদূতদের বিষয়ে তথ্য দিয়ে থাকে। একটিমাত্র পুস্তক স্বর্গদূতদের বিষয়ে সব তথ্য প্রদান করে না। প্রণালবিদ্ধ বা সৃশৃঙ্খল ধর্মতত্ত্ব বাইবেলের সবগুলো পুস্তকে স্বর্গদূত সম্পর্কিত সমস্ত তথ্য একটি প্রণালী বা শৃঙ্খলার মধ্যে একত্রিত করে যেটিকে বলা হয় স্বর্গদূতবাদ। তাহলে সেটিই হচ্ছে প্রণালীবদ্ধ ধর্মতত্ত্ব যেখানে পবিত্র বাইবেলের সমস্ত শিক্ষাকে একটি সুস্পষ্ট প্রণালীর মধ্যে সন্নিবেশিত করা হয়ে থাকে।
পিতৃত্ত্ববাদ হচ্ছে পিতা ঈশ্বর সম্পর্কিত অধ্যয়ন। খ্রীষ্টত্ববাদ হচ্ছে পুত্র-ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রীষ্ট সম্পর্কিত অধ্যয়ন। বায়ুচালিত তত্ত্ব হচ্ছে পবিত্রআত্মা-ঈশ্বর সম্পর্কিত অধ্যয়ন। শাস্ত্রবাদ বা গ্রন্থতত্ত্ব হচ্ছে বাইবেল সম্পর্কিত অধ্যয়ন। উদ্ধারতত্ত্ব হচ্ছে পরিত্রাণ বা উদ্ধার সম্পর্কিত অধ্যয়ন। যাজক বা গীর্জাতত্ত্ব হচ্ছে যাজক বা গীর্জা সম্পর্কিত অধ্যয়ন। শেষকালীন বিচার হচ্ছে শেষকালে ঘটা সমস্ত বিষয়ের অধ্যয়ন। দেবদূত বা স্বর্গদূতবাদ হচ্ছে স্বর্গদূতদের সম্পর্কিত অধ্যয়ন। খ্রীষ্টিয়ান অবস্থান থেকে অতিপ্রাকৃত শক্তি বা সত্তাবাদ হচ্ছে শয়তান বা দিয়াবলের বিষয়ে অধ্যয়ন করা। একইভাবে নৃতত্ত্ব হচ্ছে মানবসমাজ সম্পর্কিত অধ্যয়ন। হামারটিওলজি হলো পাপের বিষয়ে অধ্যয়ন। একটি সুবিন্যস্ত উপায়ে বাইবলে ভালোভাবে বুঝতে এবং তা শিক্ষা দেওয়ায় আমাদের সহযোগিতা করতে একটি হাতিয়ার হিসাবে প্রণালীবদ্ধ বা সুশৃঙ্খল ধর্মতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে।
এগুলো ছাড়াও প্রণালীবদ্ধ ধর্মতত্ত্বে আরও অন্যান্য উপায় বা পথ আছে যেগুলোর কারণে ধর্মতত্ত্ব বিভক্ত হয়ে পড়তে পারে। বাইবেলসম্মত ধর্মতত্ত্ব হচ্ছে বাইবেলের কোন একটি পুস্তক (পুস্তকাবলী)-র অধ্যয়ন ও তার উপর আলোকপাত করা এবং ধর্মতত্ত্বের ভিন্ন ভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া। উদাহরণস্বরূপ. খ্রীষ্টের ঈশ্বরত্ত্বের উপর খুব বেশী আলোকপাত করার কারণে যোহন সুসমাচারটিকে বলা যায় যে, এটি খুব বেশী খ্রীষ্টত্ববাদী (যোহন ১:১,১৪; ৮:৫৮; ১০:৩০; ২০:২৮ পদ)। ঐতিহাসিক ধর্মতত্ত্ব হচ্ছে আগের কালের বিভিন্ন মতবাদ এবং শত শত বছর ধরে সেগুলো মন্ডলীতে কিভাবে বিকাশ লাভ করেছে সে সম্পর্কিত অধ্যয়ন। নির্দিষ্ট কিছু খ্রীষ্টিয়ান দলের মধ্যে প্রচলিত মতবাদ যা একটি প্রণালীবদ্ধ বা সুশৃঙ্খলভাবে পরিচালিত তার অধ্যয়নই হচ্ছে বদ্ধমূল ধারণাগত ধর্মতত্ত্ব। উদাহরণ হিসাবে, ক্যালভিনের ধর্মমত এবং ‘সমগ্র নৈতিক বিচ্যুতি’ তত্ত্বের কথা বলা যেতে পারে। সাম্প্রতিক বা সমসাময়িক ধর্মতত্ত্ব হচ্ছে সেই সব মতবাদের অধ্যয়ন যা যথেষ্ট উন্নতি লাভ করেছে অথবা সমসাময়িক বিষয়গুলোর উপর গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে। ধর্মতত্ত্ব কোন্ কোন্ পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্য দিয়ে অধ্যয়ন করা হচ্ছে সেটি যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে – ধর্মতত্ত্বকে অধ্যয়ন করা হয়েছে এবং এখনও হচ্ছে।।
English
প্রণালীবদ্ধ বা সুশৃঙ্খল ধর্মতত্ত্ব কী?