প্রশ্ন
ক্ষমার অযোগ্য/অমার্জনীয় পাপ কি?
উত্তর
ক্ষমার অযোগ্য/অমার্জনীয় পাপ বা “পবিত্র আত্মার নিন্দা” সম্বন্ধে মার্ক 3:22-30 এবং মথি 12:22-32 এর মধ্যে উল্লেখ করা হয়েছে I যীশু বললেন, “আমি সত্যি সত্যি তোমাদের বলছি, লোকেদের তাদের সমস্ত পাপ এবং তাদের উচ্চারিত প্রত্যেক কুৎসার জন্য ক্ষমা করা যেতে পারে” (মার্ক 3:28), কিন্তু তারপরে তিনি একটি ব্যতিক্রম দেন: “যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করে তাকে কখনও ক্ষমা করা যাবে না; তারা চিরস্থায়ী পাপের জন্য দোষী” (পদ 29) I
যীশু অনুসারে, ক্ষমার অযোগ্য/অমার্জনীয় পাপ অনন্য I এটি একটি অপরাধ যাকে কখনও ক্ষমা করা যাবে না (“কখনও নয়” বলতে বোঝায় “না এই যুগে বা নাতো আসন্ন যুগে” মথি 12:32 এর মধ্যে) I ক্ষমার অযোগ্য পাপ হ’ল খ্রীষ্টের মাধ্যমে বিশ্বে আত্মার কাজের প্রসঙ্গে পবিত্র আত্মার নিন্দা (“আপত্তিজনক অশ্রদ্ধা”) I অন্য কথায়, ঈশ্বর নিন্দার নির্দিষ্ট ঘটনাটি মথি 12 এবং মার্ক 3 এর মধ্যে অনন্য I এক দল ফরীশীদের, একটি দোষী গোষ্ঠী, অকাট্য প্রমাণ প্রত্যক্ষ্য করল যে যীশু পবিত্র আত্মার ক্ষমতায় অলৌকিক কার্য করছিলেন, তবুও তারা দাবি করল যে তিনি দিয়াবলের রাজকুমার, বেলসবুলের দ্বারা অধিকৃত ছিলেন (মথি 12:24; মার্ক 3:30) I
যীশুর সময়ের যিহূদি নেতারা যীশুকে দিয়াবল-অধিকৃত বলে অভিযুক্ত করার দ্বারা ক্ষমার অযোগ্য পাপ সংঘটিত করেছিল (পৃথিবীর উপরে, ব্যক্তিগতভাবে) I তাদের কাছে এই জাতীয় কাজের জন্য কোনো অজুহাত ছিল না I তারা অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি থেকে বলছিল না I ফরিসীরা জানতেন যে যীশু ইসরায়েলকে বাঁচাবার জন্য ঈশ্বরের দ্বারা প্রেরিত মশীহ I তারা জানতেন যে ভাববাণীগুলি পরিপূর্ণ হচ্ছিল I তারা যীশুর আশ্চর্যজনক কার্যগুলি দেখেছিলেন, এবং তারা তাঁর সত্যের স্পষ্ট উপস্থাপন শুনেছিল I তবুও তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করতে এবং পবিত্র আত্মার কুৎসা করতে পচ্ছন্দ করলো I জগতের আলোর সামনে দাঁড়িয়ে, তাঁর মহিমায় স্নাত হয়ে, তারা অবজ্ঞাপূর্ণভাবে তাদের চোখ বন্ধ করল এবং ইচ্ছাকৃতভাবে অন্ধ হ’ল I যীশু ঘোষণা করলেন এই পাপকে ক্ষমা করা যাবে না I
পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা, যেমন এটি ফরীশীদের অবস্থার মতন সুনির্দিষ্ট ছিল, আজকে নকল করা যায় না I যীশু খ্রীষ্ট পৃথিবীতে নেই, এবং কেউ ব্যক্তিগতভাবে যীশুকে একটি অলৌকিক কার্য করতে দেখতে পাবে না এবং তারপরে আত্মার পরিবর্তে শয়তানকে সেই শক্তিটি আরোপিত করতে পারেন I আজকে একমাত্র ক্ষমার অযোগ্য পাপ হ’ল অবিরত অবিশ্বাস I যে ব্যক্তি খ্রীষ্টকে তার প্রত্যাখ্যানের মধ্যে মারা যার তার কোনো ক্ষমা নেই I বিশ্বে কার্যরত পবিত্র আত্মা পাপের থেকে রক্ষাহীনকে ধার্মিকতা ও ন্যাবিচারের জন্য দোষী সাব্যস্ত করে (যোহন 16:8) I কোনো ব্যক্তি যদি সেই দণ্ডনীয় অপরাধকে প্রতিরোধ করে এবং অনুশোচনা না করে থাকে তবে সে স্বর্গের উপরে নরক বেছে নিচ্ছে I “বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব” (ইব্রীয় 11:6) I এবং বিশ্বাসের উদ্দেশ্য হলেন যীশু (প্রেরিত 16:31) I খ্রীষ্টে বিশ্বাস না করে মারা যাওয়া কারোর জন্য কোনো ক্ষমা নেই I
ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে আমাদের পরিত্রান সরবরাহ করেছেন (যোহন 3:16) I ক্ষমা কেবল যীশুর মধ্যে পাওয়া যায় (যোহন 14:6) I একমাত্র উদ্ধারকর্তাকে প্রত্যাখ্যান করার অর্থ মুক্তির কোনও উপায় নেই; একমাত্র ক্ষমা প্রত্যাখ্যান করা স্পষ্টতই ক্ষমার অযোগ্য I
অনেক লোক ভয় করেছে যে তারা এমন কিছু পাপ করেছে যা ঈশ্বর পারেন না বা ক্ষমা করবেন না, এবং তারা অনুভব করে তাদের জন্য কোনো আশা নেই, তারা যাই করুন না কেন I শয়তান লোকেদের সেই ভ্রান্ত ধারণার অধীনে শ্রম দেওয়া ছাড়া আর কিছুই চাইবে না I তার পাপ সম্পর্কে দোষী সাব্যস্ত পাপীকে ঈশ্বর উৎসাহ দেন: “তোমরা ঈশ্বরের কাছে এস এবং ঈশ্বর তোমাদের কাছে আসবেন” (যাকোব 4:8) I “যেখানে পাপ বাড়ে সেখানে অনুগ্রহ আরও বেশি বাড়ে” (5:20) I এবং পৌলের স্বাক্ষ্য প্রমাণের ইতিবাচক যে ঈশ্বর তাঁর বিশ্বাসের কাছে আগত প্রত্যেককেই বাঁচাতে পারেন এবং রক্ষা করতে পারবেন (1 তীমথিয় 1:12-17) I আজ যদি আপনি দোষের এক ভারের অধীনে কষ্টভোগ করছেন তবে আশ্বস্ত হন যে আপনি ক্ষমার অযোগ্য পাপ করেন নি I ঈশ্বর উন্মুক্ত বাহুর সাথে অপেক্ষা করছেন I যীশুর প্রতিশ্রুতি হ’ল “তাঁর মাধ্যমে যারা ঈশ্বরের কাছে আসেন তাদের তিনি সম্পূর্ণরূপে উদ্ধার করতে সক্ষম হন” (ইব্রীয় 7:25) I আমাদের প্রভু কখনও ব্যর্থ হবেন না I “ঈশ্বর অবশ্যই আমার পরিত্রাণ; আমি বিশ্বাস করব এবং ভয় করব না I প্রভু, সদাপ্রভু স্বয়ং আমার শক্তি এবং প্রতিরক্ষা; তিনি আমার পরিত্রাণ হয়েছেন” (যিশাইয় 12:2) I
English
ক্ষমার অযোগ্য/অমার্জনীয় পাপ কি?