প্রশ্ন
আমাদের কি পবিত্র আত্মাকে উপাসনা করা উচিত?
উত্তর
আমরা জানি যে, কেবলমাত্র ঈশ্বরকেই উপাসনা করা উচিত (যাত্রাপুস্তক ৩৪:১৪ এবং প্রকাশিত বাক্য ২২:৯ পদ দেখুন)। কেবল ঈশ্বরই উপাসনার যোগ্য।পবিত্র আত্মাকে উপাসনা করা উচিত কি না- এই প্রশ্নের উত্তর দেওয়া যায় সহজেই, যদি আমরা নির্ধারণ করি যে, পবিত্র আত্মা ঈশ্বর কি না। যদি পবিত্র আত্মা ঈশ্বর হন, তাহলে তাঁকে উপাসনা করা অবশ্যই উচিত।
পবিত্র শাস্ত্র পবিত্র আত্মাকে কেবল একটি “শক্তি” হিসেবে নয়, বরং একজন ব্যক্তি হিসেবেও উপস্থাপন করেছে। পবিত্র আত্মাকে ব্যক্তি হিসেবে প্রকাশ করতে ব্যক্তিবাচক শব্দাবলীর উল্লেখ করা হয়েছে (যোহন ১৫:২৬; ১৬:৭–৮, ১৩–১৪ পদ)। তিনি কথা বলেন (১তিমথিয় ৪:১ পদ), তিনি ভালোবাসেন (রোমীয় ১৫:৩০ পদ), তিনি বাছাই বা মনোনীত করেন (প্রেরিত ১৩:২ পদ), তিনি শিক্ষা দেন (যোহন ১৪:২৬), এবং তিনি দিকনির্দেশনা দেন (প্রেরিত ১৬:৭ পদ)। তাঁকে মিথ্যা বললে সেটা অপরাধ হয় (প্রেরিত ৫:৩–৪ পদ) এবং তাঁকে দুঃখিতও করা যায় (ইফিষীয় ৪:৩০ পদ)।
পবিত্র আত্মার মধ্যে ঈশ্বরের স্বভাব বিদ্যমান - তিনি ঈশ্বরের গুণাবলী ভাগ করে নেন। তিনি চিরন্তন (ইব্রীয় ৯:১৪ পদ)। তিনি সর্বব্যাপী (গীতসংহিতা ১৩৯:৭–১০ পদ) এবং সর্বজ্ঞ (১করিন্থীয় ২:১০–১১ পদ)। তিনি পৃথিবী সৃষ্টিতে অংশগ্রহণ করেছিলেন (আদিপুস্তক ১:২ পদ)।পবিত্র আত্মা পিতা ও পুত্র উভয়ের সঙ্গেই গভীর সম্পর্ক উপভোগ করেন (মথি ২৮:১৯; যোহন ১৪:১৬ পদ)। আমরা যখন যাত্রাপুস্তক ১৬:৭ ও ইব্রীয় ৩:৭–৯ পদ তুলনা করি, তখন দেখতে পাই যে, পবিত্র আত্মা এবং যিহোবা ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই (এছাড়াও যিশাইয় ৬:৮ এবং প্রেরিত ২৮:২৫ পদের মধ্যে তুলনা করে দেখুন)।
যেহেতু পবিত্র আত্মা ঈশ্বর, এবং ঈশ্বর “প্রশংসার যোগ্য” (গীতসংহিতা ১৮:৩ পদ), তাই পবিত্র আত্মাও উপাসনার যোগ্য। প্রভু যীশু যিনি ঈশ্বরের একজাত পুত্র, তিনিও প্রশংসা বা উপাসনা পেয়েছেন (মথি ২৮:৯ পদ)। তাই এটা যুক্তিযুক্ত যে, ঈশ্বরের আত্মাও প্রশংসা বা উপাসনা পাবেন। ফিলিপীয় ৩:৩ পদে বলা হয়েছে যে, “কারণ আমরা ঈশ্বরের আত্মার সাহায্যে তাঁর উপাসনা করি এবং যীশু খ্রীষ্টকে নিয়ে গর্ব বোধ করি।” এক ঈশ্বর আছেন, যিনি চিরকাল তিন ব্যক্তিত্বে বিদ্যমান।আমরা যখন ঈশ্বরের উপাসনা করি, তখন আমরা স্বাভাবিকভাবেই ঈশ্বরের ত্রিত্বের তিনটি সদস্যকেই উপাসনা করি।
আমরা কীভাবে পবিত্র আত্মার উপাসনা করি? আমরা যেমন পিতা এবং পুত্রের উপাসনা করি, তেমনই পবিত্র আত্মার উপাসনা করি। খ্রীষ্টিয় উপাসনা আধ্যাত্মিক, যা পবিত্র আত্মার অন্তর্নিহিত কাজ থেকে নির্গত হয়, এবং আমরা তার প্রতিক্রিয়াস্বরূপ আমাদের জীবন তাঁকে উৎসর্গ করি (রোমীয় ১২:১ পদ)। আমরা তাঁর আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে পবিত্র আত্মার উপাসনা করি। খ্রীষ্ট সম্পর্কে প্রেরিত শিষ্য যোহন ব্যাখ্যা করেছেন এভাবে- “তাঁর আদেশ যে পালন করে সে তাঁর মধ্যে থাকে এবং তিনিও তার মধ্যে থাকেন। যে পবিত্র আত্মা তিনি আমাদের দিয়েছেন সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে, তিনি আমাদের অন্তরে থাকেন” (১যোহন ৩:২৪ পদ)। এখানে আমরা খ্রীষ্টের প্রতি আনুগত্য এবং আমাদের মধ্যে বাসকারী পবিত্র আত্মার মধ্যে একটা সংযোগ দেখতে পাই, যিনি আমাদেরকে তাঁর বাধ্য হওয়ার মাধ্যমে উপাসনা করার প্রয়োজন অনুভব করান এবং আমাদেরকে তাঁকে উপাসনা করার ক্ষমতা প্রদান করেন।
English
আমাদের কি পবিত্র আত্মাকে উপাসনা করা উচিত?