প্রশ্ন
গীতসংহিতা 82:6 এবং যোহন 10:34 এর মধ্যে “তোমরা দেবতা” বলতে বাইবেল কি বোঝায়?
উত্তর
চলুন গীতসংহিতা 82 তে একবার চোখ বুলিয়ে শুরু করা যাক, সেই গীতসংহিতা যাকে যীশু যোহন 10:34 এর মধ্যে উদ্ধৃত করেছেন I গীতসংহিতা 82:6 এর মধ্যে “ঈশ্বর” অনুবাদিত হয় হিব্রু শব্দ এলোহীম I এটি সাধারণত একজন প্রকৃত ঈশ্বরকে নির্দেশ করে, কিন্তু এর অন্যান্য ব্যবহার আছে I গীতসংহিতা 82:1 বলে, “ঈশ্বর মহান সমাবেশে সভাপতিত্ব করেন; তিনি দেবতাদের মধ্যে রায় দেন I” পরবর্তী তিনটি পদ থেকে এটি স্পষ্ট যে “দেবতা” শব্দটি ম্যাজিস্ট্রেট, বিচারক এবং অন্যায় ব্যক্তিদের বোঝায় যারা কর্ত্তৃত্ব ও শাসনের পদে অধিষ্ঠিত I একজন মানব ম্যাজিস্ট্রেটকে দেবতা বলা তিনটি জিনিসকে নির্দেশ করে: 1) তার অন্যান্য মানুষের উপরে কর্ত্তৃত্ব আছে, 2) নাগরিক ক্ষমতা হিসাবে তিনি যে শক্তিটি ব্যবহার করেন তাতে ভয় পাওয়ার কথা, এবং 3) তিনি নিজের ক্ষমতা এবং কর্ত্তৃত্ব স্বয়ং ঈশ্বরের কাছ থেকে নিয়েছেন, যাকে পদ 8 এর মধ্যে বিচার করা অবস্থায় চিত্রিত করা হয় I
মানুষকে বোঝাতে “দেবতা” শব্দের ব্যবহার বিরল, কিন্তু এটিকে পুরনো নিয়মের অন্যত্র পাওয়া যায় I উদাহরণস্বরূপ, ঈশ্বর যখন মশিকে ফরৌণের কাছে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন,”দেখো, আমি তোমাকে ফরৌণের কাছে দেবতার মতন করে সৃষ্টি করেছি” (যাত্রাপুস্তক 7:1) I এর সহজ অর্থ এই যে, মশি ঈশ্বরের দূত হিসাবে ঈশ্বরের কথা বলেছিলেন এবং তাই তিনি রাজার কাছে ঈশ্বরের প্রতিনিধি হতেন I যাত্রাপুস্তক 21:6 এবং 22:8, 9, এবং 28 এর মধ্যে এলোহীম “বিচারক” হিসাবে অনুবাদিত হয় I
গীতসংহিতা 82 এর পুরো বিষয় হ’ল পার্থিব বিচারকদের অবশ্যই নিরলেক্ষতা এবং সত্য ন্যায় বিচারের সঙ্গে কাজ করতে হবে, কারণ বিচারকদের একদিন বিচারকের সামনে দাঁড়াতে হবে I পদ 6 এবং 7 মানব ম্যাজিস্ট্রেটদের সতর্ক করে যে তাদেরকেও. অবশ্যই বিচার করা হবে: “আমি বললাম, ‘তোমরা দেবতা; তোমরা সর্বোচ্চর সন্তান I’ কিন্তু তোমরা মানুষের ন্যায় মারা যাবে; তোমাদের প্রত্যেক শাসকের ন্যায় পতন হবে I” এই অধ্যায়টি বলছে যে ঈশ্বর মানুষদের কর্ত্তৃত্বের পদে নিযুক্ত করেছেন যার মধ্যে তাদেরকে লোকেদের মধ্যে দেবতা হিসাবে বিবেচনা করা হয় I তাদের মনে রাখতে হবে যে, যদিও তারা এই জগতে ঈশ্বরের প্রতিনিধিত্ব করছে, তারা নশ্বর এবং অবশেষে তারা কিভাবে সেই কর্তৃত্ব ব্যবহার করেছিল তার জন্যে ঈশ্বরের কাছে একটি হিসাব দিতে হবে I
এখন আসুন দেখি, যীশু কিভাবে এই অনুচ্ছেদটি ব্যবহার করেছেন I যীশু সবেমাত্র নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছেন (যোহন 10:25-30) I অবিশ্বাসী যিহূদিরা যীশুকে নিন্দার অভিযোগে অভিযুক্ত করে, যেহেতু তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন (পদ 33) I যীশু তখন গীতসংহিতা 82:6 উদ্ধৃত করেন, যিহূদিদের মনে করিয়ে দেন যে ব্যবস্থাটি কেবল মানুষকে উল্লেখ করে – যদিও কর্ত্তৃত্ব এবং প্রতিপত্তি - “দেবতা” হিসাবে I যীশুর বক্তব্য হল: তোমরা আমার “ঈশ্বরের পুত্র” ব্যবহারের উপরে ভিত্তি করে আমাকে নিন্দার অভিযোগ এনেছ; তবুও তোমার নিজের শাস্ত্র সাধারনভাবে ম্যাজিস্ট্রেটদের জন্য একই শব্দ প্রয়োগ করে I যারা ঐশ্বরিকভাবে নিযুক্ত পদে অধিষ্ঠিত তাদের যদি “দেবতা” হিসাবে বিবেচনা করা যায়, তবে একজন কত অধিক হতে পারে যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এবং পাঠিয়েছেন (পদ 34-36)?
বিপরীতে, আমাদের বাগানে হবার কাছে সর্পের মিথ্যা আছে I তাঁর বক্তব্য, “তোমাদের চোখ খোলা থাকবে, এবং তোমরা ভাল এবং মব্দ জেনে ঈশ্বরের মত হবে” (আদিপুস্তক 3:5), অর্ধ-সত্য ছিল I তাদের চোখ খোলা হয়েছিল (পদ 7), কিন্তু তারা ঈশ্বরের মতন হয়ে ওঠেন নি I প্রকৃতপক্ষে, তারা এটি পাওয়ার পরিবর্তে কর্ত্তৃত্ব হারিয়েছে I শয়তান হবাকে তার সত্যিকারের ঈশ্বরের মতন হওয়ার ক্ষমতা সম্পর্কে প্রতাড়িত করেছিল, এবং তাই তাকে মিথ্যা পথে নিয়ে গিয়েছিল I যীশু বাইবেলের এবং অর্থগত ভিত্তিতে ঈশ্বরের পুত্র হওয়ার দাবিকে রক্ষা করেছেন – এমন একটি অনুভূতি রয়েছে যেখানে প্রভাবশালী পুরুষদের দেবতা হিসাবে ভাবা হয়; অতএব মশীহ যথাযথভাবে এই শব্দটি নিজের উপরে প্রয়োগ করতে পারেন I মানুষ “দেবতা” বা “ছোট দেবতা” নয় I আমরা ঈশ্বর নই I ঈশ্বর হলেন ঈশ্বর, এবং আমরা যারা খ্রীষ্টকে জানি তারা তার সন্তান I
English
গীতসংহিতা 82:6 এবং যোহন 10:34 এর মধ্যে “তোমরা দেবতা” বলতে বাইবেল কি বোঝায়?