আপনি কি পুরাতন নিয়মের সারমর্ম দিতে পারেন? পুরাতন নিয়মের পুস্তকগুলি জরিপ করার একটি ভাল উপায় কি?
পুরাতন নিয়ম পাঁচটি ভাগে বিভক্তঃ বাইবেলের অন্তর্গত (আদিপুস্তক থেকে দ্বিতীয় বিবরণ), ঐতিহাসিক পুস্তক (যিহোশূয় থেকে ইষ্টের), কব্যিক পুস্তক (ইয়োব থেকে শলোমন), প্রধান ভাববাদীগণ (যিশাইয় থেকে দানিয়েল), অপ্রধান ভাববাদীগণ (হোশেয় থেকে মালাখি)। পুরাতন নিয়ম আনুমানিক ১৪০০ খ্রীষ্ট পূর্বাব্দে লেখা হয়েছিল। আনুমানিক ৪০০ খ্রীষ্ট পূর্বাব্দে প্রাথমিকভাবে পুরাতন নিয়ম হিব্রু ভাষায় লেখা হয়েছিল, কয়েকটি ছোট অংশ অরামীয় (মূলত হিব্রু ভাষার একটি ভিন্নতা) ভাষায় লেখা হয়েছিল।পুরাতন নিয়ম মূলত ঈশ্বর এবং ইস্রায়েল জাতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। বাইবেলের অন্তর্গত চুক্তি ইস্রায়েলীয়দের সৃষ্টি এবং ঈশ্বর কর্তক ইস্রায়েলীয়দের সাথে করা চুক্তির সাথে সম্পর্কিত। ঐতিহাসিক পুস্তকগুলো ইস্রায়েলীয়দের ইতিহাস, তাদের পরাজয় এবং ব্যর্থতার সাথে তাঁর বিজয় এবং সাফল্যের কথা লিপিবদ্ধ করে। কাব্যিক পুস্তকগুলি আমাদেরকে ইস্রায়েলীয়দের সাথে ঈশ্বরের সম্পর্ক এবং ইস্রায়েলীয়দের তাঁর উপাসনা করতে এবং বাধ্য হতে তাঁর আবেগকে অবগত করানোর দৃষ্টিভঙ্গী প্রদান করে। ভবিষ্যদ্বাণীমূলক পুস্তকগুলি হল ইস্রায়েলীয়দেরকে তাদের প্রতিমাপূজা এবং অবিশ্বস্ততা থেকে অনুতপ্ত হওয়া এবং বাধ্যতা ও আত্মিক বিশ্বস্ততার সম্পর্কে ফিরে আসার জন্য ঈশ্বরের আহ্বান।
খুব সম্ভব প্রথম নিয়ম একটি ভাল শিরোনাম হতে পারে। “পুরাতন” শব্দটি “সেকেলে” বা “প্রাসঙ্গিক নয়” এররূপ ধারণা দেয়। এটি সত্য থেকে আর বেশি কিছু হতে পারে না। পুরাতন নিয়মের জরিপ হল একটি সার্থক এবং আত্মিকভাবে-সমৃ্দ্ধ একটি প্রচেষ্ট। নিচে পুরাতন নিয়মের বিভিন্ন পুস্তকের সারসংক্ষেপ সূত্র রয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি আপনি খ্রীষ্টের সাথে চলতে আমাদের পুরাতন নিয়মের জরিপের প্রয়োজনীয়তা দেখতে পাবেন।
আদিপুস্তক
যাত্রাপুস্তক
লেবীয় পুস্তক
গণনা পুস্তক
দ্বিতীয় বিবরণ পুস্তক
যিহোশূয় পুস্তক
বিচারকর্তৃগণ
রূতের বিবরণ
১শমূয়েল পুস্তক
২শমূয়েল
১রাজাবলি পুস্তক
২রাজাবলি পুস্তক
১বংশাবলি পুস্তক
২বংশাবলি পুস্তক
ইষ্রা পুস্তক
নহিমিয় পুস্তক
ইষ্টের পুস্তক
ইয়োব পুস্তক
গীতসংহিতা পুস্তক
হিতোপদেশ পুস্তক
উপদেশক পুস্তক
শলোমনের পরমগীত পুস্তক
যিশাইয় পুস্তক
যিরমিয় পুস্তক
বিলাপ পুস্তক
যিহিষ্কেল পুস্তক
দানিয়েল পুস্তক
হোশেয় পুস্তক
যোয়েল পুস্তক
আমোষ পুস্তক
ওবদিয় ভাববাদীর পুস্তক
যোনার পুস্তক
মীখা ভাববাদীর পুস্তক
নহূম ভাববাদীর পুস্তক
হবককূক পুস্তক
সফনিয় পুস্তক
হগয় ভাববাদীর পুস্তক
সখরিয় পুস্তক
মালাখি পুস্তক
আপনি কি পুরাতন নিয়মের সারমর্ম দিতে পারেন? পুরাতন নিয়মের পুস্তকগুলি জরিপ করার একটি ভাল উপায় কি?